নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

উড়ালপক্ষী

উড়ালপক্ষী › বিস্তারিত পোস্টঃ

প্লীজ হেল্প

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

আমি রবির একটা নাম্বার ইউহ করি। এই মাত্র একটা কল পাই ৮৮০২১২৭৫ নাম্বার থেকে। আমি কলটি শুধু মাত্র রিসিভ করসি আর কিছুই করি নাই। পরবরতিতে আমি এই মেসেজ টি পাই । আমার ৩৫ টাকা গা্যেব। ৩৫ টাকা বর ইসু্ না। রবির কাষ্টমার কে্য়ারে ফােন করে ৫ মিনিট পর কিন্নর কন্ঠীর "দুক্ষীত" ছাড়া আর কােন সৎউত্তর পাইনাই। কি করব বুঝতে পারছি না তাই প্রীয় সামুতে লিখলাম। দয়া করে একটু হেল্পান প্লীজ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০১

প্রথমকথা বলেছেন: বেশ সুন্দর পদ্ধতি রবি;র টাকা গায়েব করার।

২| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: সার্ভিস সেন্টারের কোন নাম্বার আমি কখনই রিসিভ করি না আর অপরিচিত কোন নাম্বার হলেও না। দিনকালই এমন পড়েছে এসব নাম্বার আপনাকে বিপদে ফেলে দেবে। কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সমস্যা কথা বুঝিয়ে বলুন। এ ছাড়া উপায় নেই।

৩| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

৪| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

সজিব ইসলাম বলেছেন: "কথা বলা শুরু তো আপনার লাভ শুরু"

৫| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৯

ঢাকাবাসী বলেছেন: ৪৬৪৬, ৪৬৩৬, ২১২৭৫ এসব নম্বর থেকে প্রায়ই ২০ টাকা থেকে ৩০ টাকা করে কাটছে অনেকে খেয়াল করছেননা বা টাকার অংক কম বলে জানার চেস্টাই করছেননা। এই সুযোগটাই নেয় ঐ দুর্ণীতিবাজ চৌর্যবৃত্তিতে পটু ব্যাবসায়ীগুলা। এর কোন প্রতিকার নেই, আশাই করবেননা। আমি সবগুলো নম্বর ব্লক করে রেখেছি, সবাই উপরের নম্বরগুলো ব্লক করে রাখুন প্লিজ।

৬| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসব অপারেটররা মহা চোর। আমি নিজে ভুক্তভোগী। এদেরকে আমি এতোটুকুও বিশ্বাস করি না। সুমন কর বলেছেন কাস্টোমার কেয়ারে যোগাযোগ করতে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোন লাভ নেই।

৭| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

উড়ালপক্ষী বলেছেন: ঢাকাবাসী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সু চিন্তিত মতামতের জন্য। নিজেকে এখন আর একা মনে হচ্ছেনা। ভালাে থাকবেন সবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.