নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

উড়ালপক্ষী

উড়ালপক্ষী › বিস্তারিত পোস্টঃ

আত্ম কথন

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯

শেওড়াপাড়া থেকে গুলশান ১, কত আর হবে? বড়জাের ৭ কিমি। এই পথ টুকু পাড়ি দিতে ১ ঘন্টা। কােন মানে হয়? দীঘ সময়, কিছু করার নেই। এই সব হাবিজাবি ভাবছিলাম। ভাবছিলাম সেই সন্ধ্যার কথা। তেমন কিছু না, অফিস থেকে একটু আগেই বাসায় ফিরছি। মনটা বেশ ভালাে। এইত আর একটু পরই বাচ্চাগুলাের সাথে দেখা হবে। বাসায় ঢুকেই দেখি সবাই যে যার কাজে ব্যাস্ত, আমার মেয়ে কই? বেশী খুজতে হলাে না। খেলতে খেলতে কখন যেন দরজার পাশে ফ্লােরেই ঘুমিয়ে পড়ছে। ছােট্ট বুকটা ঠান্ডা মেঝেতে পড়ে থেকে কেমন যেন নীল হয়ে গেছে। ঘুমের মধ্যেই পী করে ভেজা প্যান্ট পড়েই ঘুমাচ্ছে। সজােরে বুকের মধ্যে তুলে নিয়ে অন্য দিকে চলে যাই। ওর বয়েসী সবাই যখন প্রী স্কুল শুরু করছে, ও তখন অযত্ন অবহেলায় কােন মতে বেচে আছে। মা সুস্থ থাকলে হয়ত এমনটি হতাে না। না কারো প্রতি আমার কােন অভিযােগ নাই। আজ আমার দুঃখী মেয়েটার জন্ম দিন। সবাই ওকে একটু দােয়া করে দিবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন বুঝা যায়।। আপনার ছোট মিষ্টি মেয়ের জন্য ডোয়া রইলো। সে অনেক বড় হোক

২| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

উড়ালপক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০

শাহাদাত নিরব বলেছেন: শুভ জন্মদিন
আপনার মেয়ের জন্য দোয়া রইলো ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

উড়ালপক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। গত ১৯/০১/১৮ তারিখে ওর মা (৩৫) একটা ম্যাসিভ ব্রেন ষ্ট্রােক করে সম্পুন্ প্যারালাইজড।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন।

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

উড়ালপক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

উড়ালপক্ষী বলেছেন: what a pleasant surprise? Thank you Rajib vai.

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

করুণাধারা বলেছেন: কিভাবে যেন ঘুরতে ঘুরতে এই পোস্টে এসে পড়লাম। পোস্ট পড়ে খুবই মন খারাপ হলো। আপনার ফুলের মত ফুটফুটে মেয়েটির জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। জানিনা আপনার স্ত্রী কেমন আছেন! আপনার পুরো পরিবারের জন্যই শুভকামনা, ভালো থাকুন সবসময়।

১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

উড়ালপক্ষী বলেছেন: অনেক ধন্যবাদ। আমাদেরকে দাে্য়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.