![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই আমার দুঃস্বপ্নের মতন লাগে, জীবনের প্রতিবেলা, প্রতিটি ঘটনা। নিরর্থক ধারণ আমার এই প্রাণ। অর্থপূর্ণ কিছুই করতে পারিনি, পারিনি কৃষ্ণ-গহবর থেকে বের হতে।
কোন এক শীতের সকালে তুই বলেছিলিস রোদ হয়ে আলতো করে আমায় ছুঁবি।আজো আমি সে রোদ খুজে ফিরি।অপেক্ষায় জড়সড় হয়ে যাই।আর বাঁধা হয়ে দারিয়ে থাকে কলুষিত কুয়াশাদের দল!
©somewhere in net ltd.