নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই আমার দুঃস্বপ্নের মতন লাগে, জীবনের প্রতিবেলা, প্রতিটি ঘটনা। নিরর্থক ধারণ আমার এই প্রাণ। অর্থপূর্ণ কিছুই করতে পারিনি, পারিনি কৃষ্ণ-গহবর থেকে বের হতে।

উড়নচন্ডী

সবকিছুই আমার দুঃস্বপ্নের মতন লাগে, জীবনের প্রতিবেলা, প্রতিটি ঘটনা। নিরর্থক ধারণ আমার এই প্রাণ। অর্থপূর্ণ কিছুই করতে পারিনি, পারিনি কৃষ্ণ-গহবর থেকে বের হতে।

উড়নচন্ডী › বিস্তারিত পোস্টঃ

কবির ভাবনা।

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কবিতারা এখন কবিদের মনে বিচরণ করেনা।
বিচরণ করে ওপারে থাকা অমানুষের মনে।।

কবিতা আজ উঁকি দেয়না কলংকিনী চাঁদের গায়ে।
উঁকি দিতে গিয়ে ধরা পরে প্রেমিক/প্রেমিকার মনে।।

কবিতা গুলো শ্লীল ভাষা খুঁজতে গিয়ে,
হারিয়ে যায় অশ্লীলতার ভিড়ে।

কবিরা কবিতায় নিজেকে আর খুঁজে না,
নিজেকে খুঁজে কবিতার মাঝে অগোছালো শব্দের বাঁকে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

সাবলীল মনির বলেছেন: কিছুটা সত্য ।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ
চেষ্টা করব কবিতায় পুরোটাই সত্যি যেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.