![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই আমার দুঃস্বপ্নের মতন লাগে, জীবনের প্রতিবেলা, প্রতিটি ঘটনা। নিরর্থক ধারণ আমার এই প্রাণ। অর্থপূর্ণ কিছুই করতে পারিনি, পারিনি কৃষ্ণ-গহবর থেকে বের হতে।
কবিতারা এখন কবিদের মনে বিচরণ করেনা।
বিচরণ করে ওপারে থাকা অমানুষের মনে।।
কবিতা আজ উঁকি দেয়না কলংকিনী চাঁদের গায়ে।
উঁকি দিতে গিয়ে ধরা পরে প্রেমিক/প্রেমিকার মনে।।
কবিতা গুলো শ্লীল ভাষা খুঁজতে গিয়ে,
হারিয়ে যায় অশ্লীলতার ভিড়ে।
কবিরা কবিতায় নিজেকে আর খুঁজে না,
নিজেকে খুঁজে কবিতার মাঝে অগোছালো শব্দের বাঁকে!
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ
চেষ্টা করব কবিতায় পুরোটাই সত্যি যেন হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
সাবলীল মনির বলেছেন: কিছুটা সত্য ।