নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনযুদ্ধে অবিরত বাচার চেষ্টা করে যাচ্ছি।

নোনা স্বপ্ন

নোনা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

মিথ্যের দোসর

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৩১

ধীরে জটিল জীবনে প্রবেশ করে ফেলছি। কিছুদিন আগে একটা জব ইন্টার্ভিউ দিয়েছিলাম। জীবনের প্রথম ইন্টার্ভিউ এর সম্মুখীন হয়ে কয়েকরকমের অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে হয়েছে। যাই হোক কিভাবে যেনো আমাকে না বুঝিয়েই চাকরিটা হয়ে গেল আর আমিও গতমাস থেকে শুরু ফেলেছিলাম। আজ প্রথম জবের প্রথম বেতন টা পেলাম। একটু উত্তেজিত টাকা পেয়ে, পরক্ষনেই সেই উত্তেজনা স্তিমিত হয়ে গেছে বেতন খরচের খাত অলরেডি তৈরি হয়ে যাওয়ায়। অন্যের অধীনে কাজ করার যে কতগুলো সীমাবদ্ধতা আছে তা যারা করেছে তারা খুব ভালোভাবেই জানে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুরো চাকরিক্ষেত্রে মিথ্যা বলা ছাড়া কোন মানুষই থাকতে পারবে না। এমনকি অনেকগুলো বিষয় মিথ্যের উপর প্রতিষ্ঠিত বলা যায়। সবাই সেটা জেনেও খুব সহজভাবে মেনে নিচ্ছে। ব্যাক্তিগত প্রচন্ড সৎ মনোভাব নিয়ে জব শুরু করেছি , এমনকি এখন পর্যন্ত আহামরি কোন মিথ্যা বলি নাই। তবে কোন একসময় আমি নিজেও এমন মিথ্যে বলাতে অভ্যস্ত হয়ে যাবো হয়ত। জীবনটা কেমন যেন!!! কেউই একেবারে নিজের ইচ্ছেমত জীবন পরিচালনা করতে পারে না। কোন ব্যাতিক্রম কিছু ঘটলে প্রথমে মেনে নিতে না চাইলেও পরে সময়ের পরিবর্তনে তা খুব সহজেই মেনে নেয় এমনকি সেও এতাতে অভ্যস্ত হয়ে তার নিজের ইচ্ছেগুলোকেও ভুলে যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

খেলাঘর বলেছেন:


অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.