নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর কণা, আল্লাহ ও রাসূল।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০২



ঈশ্বর কণা, আল্লাহ ও রাসূল।

আমি কাঁচা হাতে নরম পেলব জীবন গড়তে চাইলাম
কাদা মাটি পরতে পরতে সাজিয়ে অবয়ব দিলাম,
আমি কোন সুক্ষ কারিগর নই জন্ম সূত্রে
পদে পদে আমার অপচেষ্টায় অশ্রু গড়ালো থেকে নেত্রে।

মাটিটির মিশ্রণ ভালো ছিলোনা অর্থাত ত্রুটিযুক্ত
অজ্ঞ নবীন আমি, ওতে মোর হাত নেই ভেবে করলাম অবমুক্ত,
হাটু ভেঙে হুড়মুড় করে গড়িয়ে পড়লো ধরণীতলে
প্রমাদ গুনলাম আমি স্মরণে "কাঙালের কথা বাসি হলে ফলে" ।

দু হাতে আঁকড়ে ধরে খাড়া করে পানি দিয়ে জোড়া দিতে চাইলাম
এবার অতিরিক্ত পানির কারণে কাদা খসে খসে যেতে দেখলাম,
কিঞ্চিত ভেবে আরো কিছু শুকনো মিহি কণার মাটি যোগ করলাম
কি জানি হাতের পরশে বা মাটির কারণেই হউক শক্ত আকার পেলাম।

কিন্তু সমস্যা হল হৃদয় তন্ত্র নিয়ে, কোনভাবেই আকার দিতে পারছিলামনা
বারংবারই প্রকৃতি আমার সাথে করছিলো নিষ্ঠুর ছলনা,
সংযম, অধ্যবসায় আর দীর্ঘ পরিশ্রমে তা সঠিক রূপ নিল
উপলব্ধির তখনো অনেক বাকি, মন আমার দ্বিধান্বিত ছিল।

হৃষ্ট চিত্তে দ্বিধা সংশয় ঝেড়ে তার ঘরের কোনে আশ্রয় হল
অন্ধকার স্যাঁতস্যাতে আর দমবন্ধ হওয়া ঘরে সে ক্ষয়ে যেতে থাকলো,
তার রং বিবর্ণ হল, গায়ে ছত্রাক জমলো এবং দুর্গন্ধ ছড়াতে শুরু করল
আমি দিশেহারা হয়ে পড়লাম, জীবন কি নি:শেষ হতে চললো!

সোনার কাঠি, রুপোর কাঠি, জীয়ন কাঠি আমি কোথায় পাই
জীবনাচারের চেঁছে, ধুয়ে মুছে পরিষ্কার করে জীবন প্রলম্বিত করতে চাই,
আচম্বিতে আমার সূর্যের কথা মনে হলে আমি তার কাছে গেলাম
তার কাছ থেকে তিল তিল সূর্যকনা অকাতরে আলোর কাতারে পেলাম।

তার তাপ ওম পেয়ে জীবনের বর্ণ গাঢ় উজ্জ্বল হল, পেলো শক্ত রূপ
অলৌকিকতা নয় তিল তিল অর্জনে আমি নির্বাক, আমি নিশ্চুপ,
পৃথ্বীর মনিষীদের বাগাড়ম্বর "ঈশ্বর কণা করেছি আবিষ্কার"
সূর্যকণাও কি ঈশ্বর কণা যদি দ্যাখো অন্তর্চক্ষুতে পরিষ্কার।

সাত আসমানের পরে অবস্থান ব্রম্মান্ডের সবচেয়ে যে বড় সূর্যটি
তিনিই কি "আল্লাহ নয় নূর" দেখেছিলেন শবে মেরাজে রাসূল তার রূপটি।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

কানিজ রিনা বলেছেন: সাত আসমান উর্ধহতে আমাদের মাঝে বিরাজমান
সকল শক্তি আলোই নূর, আমরা প্রজ্জতিত আমরা
সকল সৃষ্টি কুল। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.