![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
আমি এখনো হারিয়ে যাইনি
আছি সেই আগের ঠিকানায়।
একদা প্রোত্থিত ছিলাম যেথায়
কেয়া, রঙ্গন, বকুল, কাঁঠালচাপার কাননে,
ধরিত্রী ফুঁড়ে সবুজে রাঙানোর ভ্রুণের মঞ্জিলে,
চপল চপলা, থোকা থোকা কলতান জীবন গাঁথা
আমিও ছিলাম তোমাদের সাথে।
যেথা উদ্যানে বাছা বাছা পতঙ্গের মধুরেণ অবগাহনে
গীতিকাব্য রচিত হোল জ্ঞানালয়ে সময় নাট্যের পরতে।
সময় করেনি বিমুখ, উপহারে পারিজাত বাগান
ফুল ফুল, পত্র পল্লবে, আলপনায় দুরের ভূ ভাগ।
যথাপি তেমনি আছে কালের কৌলি, মঞ্চের পটভূমি
নাসারন্দ্রের ইন্দ্রিয়ে অমলিন সেই সুরভি
এইতো সেদিনের মত, মহাবিদ্যালয়ের ভূমিতে জমিনে
মোদের সরব পদধ্বনি, ছিলাম এই ক্ষুদ্র আমিও।
এখনো হারিয়ে যাইনি
আছি সেই আগের ঠিকানায়।
০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪১
সামাইশি বলেছেন: হা হা হা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪২
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭
হাবিব বলেছেন: মুগ্ধতায় পরিপূর্ণ কবিতার ভাষা
০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩
সামাইশি বলেছেন: অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ ও শুভ কামনা।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪
সামাইশি বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।
০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখনো হারিয়ে যাইনি
আছি সেই আগের ঠিকানায়।
............................................................................
আমরা কি বলেছি হারায়ে গেছেন কবে ?