![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
শরীর প্রবাসে হৃদয় দেশে।
প্রবাসে আসিযাছি আজ হইতে চব্বিশ বছর আগে জাপানে। টোকিওতে আসিয়া জৌলুষ চাকচিক্য দেখিয়া মোহিত হইয়া পড়িলাম। মাঝে মাঝে মনে হইতো ঘোরের মধ্যে পড়িয়া আছি নাতো! সম্বিত ফিরিয়া পাইয়া দেখিতাম না সত্যিই প্রবাসে আছি। বিশ্ববিদ্যালয়ের নানান কর্মকান্ডে নিজের পরিচিতি দিতে হইতো, অবাক বিস্বয়ে হতবাক হইয়া আবিষ্কার করিলাম জাপানিদের আমার দেশের প্রতি তাচ্ছিল্যের স্বরূপ। বাংলাদেশ কোথায় তাহারা তাহা জানেনা বা বাংলাদেশের নামই আদৌ শুনেনি। আমার কাছে মনে হইতো আসলেই কি তাহারা জানেনা, না ইচ্ছে করিয়াই না জানার ভান করিত! যাই হউক আমি খেয়াল করিলাম তাহাতে আমার বুকে কাঁটার মত কি বিধিতে লাগিলো। একদিন টিভিতে দেখিলাম বাংলাদেশকে নিয়া প্রামাণ্য চিত্র দেখাইতেছে। মুহুর্তে শরীরে বিদ্যুত খেলিয়া গ্যালো। সমস্ত কিছু ফেলিয়া দেশের নোংরা বস্তি, পুষ্টিহীন শিশু, অজ্ঞানতা, অশিক্ষা, কুশিক্ষা, ভঙ্গুর অবকাঠামো গোগ্রাসে গিলিলাম, দেখিলাম বলিলে ভুল বলা হইবে। খেয়াল করিলাম চোখের কোন ভিজিয়া গিযাছে। ঐদিনইবুঝিলাম ইহার নামই হইতেছে দেশপ্রেম। দেশে আমার জন্ম হইয়াছে মাছের আশটে গন্ধে, ধুলো কাদা মাটিতে লেপটিয়া থাকিয়া। দেশে থাকিতে তাহার(জন্মভূমির) দিকে কোনদিন ভালো করিয়া ফিরিয়াও তাকাইনাই, আর আজ চাকচিক্যময় প্রবাসে থাকিয়াও তাহার জন্য আমার চোখে অঝোর ধারায় পানি চলিয়া আসিলো। তখন হইতেই শুরু, সময় সুযোগ অবকাশ হইলেই নিজের দেশকে নিয়া ভাবনায় মাতিয়া উঠি। হউকনা কল্পনায়, দেখি আমার গরবিনী জন্মভূমি উন্নত দেশের চেয়েও পিছাইয়া নয়।
২০০৪ সালে জুন মাসে কানাডায় চলিয়া আসি।আসিবার পথে হংকং লন্ডনের ট্রানজিটে ইমিগ্রেসনের লোক মনে হইলো দুরবীন দিয়া আমার সবুজ পাসপোর্ট পরখ করিলো, আর কাহারো নয়। লজ্জায় অপমানে মুহ্যমান হইয়া পড়িলাম। কানাডায় আসিয়া দেশের প্রতি আমার প্রেম পরিপূর্ণ আবেগে ফুলিয়া ফাঁপিযা উঠিলো। অবসর পাইলেই দেশকে নিয়া স্বপ্ন বুনি, একটু ফুসরত পাইলেই দেশের মায়ায়, প্রেমে বুদ হইয়া মাতৃভূমিকে কিভাবে দেখিতে চাই তাহার স্বপ্ন বুনিযা যাই। বুদ হইয়া স্বপ্ন দেখি বাংলাদেশের কোনো এক মহাথির বীর তাহার নেতৃত্বের গুনে দেশকে উন্নতির চরম শিখরে লইয়া গিয়াছে। দেড় দুই দশক আগে হইতেও আমাদের দেশ প্রভূত উন্নতি লাভ করিয়াছে উহাতে কোন সন্দেহ নাই, তবে হতাশাজনক হইলো সেই উন্নতির সুষম বন্টন হয় নাই। চাটুকারের দল, চোরের দল, ঘুষখোরের দল, চোরাকারবারির দল, চোর উজির নাজিরের দল উন্নতির সুফল লুটিয়া নিয়াছে। ফলে আমাদের প্রিয় মাতৃভূমি জীবন যাত্রার মানদন্ডে সেই তলানিতেই পড়িয়া রহিয়াছে। আমাদের একজন শিরদাঁড়া বিশিষ্ট মেরুদন্ড শক্ত কাঠামোর নেতা প্রয়োজন। অজ্ঞ, বাগাড়ম্বর বিশিষ্ট শীর্ষদের ক্রমান্বয়তা থাকিলে দেশটির সার্বজনীন উন্নতি সুদূর পরাহত। তবে দুঃখ:জনক হইলো আমাদের জনগোষ্ঠী এখনো তাহার জন্য প্রস্তুত হইয়া উঠি নাই। নয়তো একজন বিজ্ঞ, সুশীল, উচ্চশিক্ষিত, জ্ঞানীজন প্রচলিত ধারার বাহিরে গিয়া কিছু করিতে চাহিলে পর্বতের মূষিক প্রসব সমতুল্য রূপান্তরিত হইবে।যাহার লক্ষণ আমাদের মাতৃভূমিতে ইতিমধ্যে শুরু হইয়াছে। দেশের সকল উচ্চ শিক্ষিতের সমস্যা হইলো তাহারা যে পর্যায়ের জ্ঞান রাখেন, জনগণকেই মনে করেন সেই পর্যায়ের, কিন্তু বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে সকলেই এই পর্যন্ত্য চরম ব্যর্থতার পরিচয় দিয়াছে। তাই প্রচলিত ধারার মধ্যেই থাকিয়াই অপেক্ষাকৃত গ্রহণযোগ্য গোষ্ঠীকে সমর্থন দিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসনের নিশ্চয়তা, কঠোর ভাবে দুর্নীতি দমন এই সকলের নিশ্চয়তা বিধান করিতে হইবে। তাহা হইলেই খুব দ্রুত আমাদের মাতৃভূমির সার্বজনীন উন্নতি সাধিত হইবে, যাহার সুফল সুষম ভাবে দেশের আপামর জনসাধারণ ভোগ করিতে পারিবে। সেই দিন কি সুদূর পরাহত!
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১
সামাইশি বলেছেন: আপনাদের জায়গা করে দিতে। ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৯
ঢাবিয়ান বলেছেন: হ্রদয়ে বাংলাদেশ
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩২
সামাইশি বলেছেন: প্রানঢালা অভিনন্দন।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৩
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮
ওমেরা বলেছেন: ভালই বলেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৩
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।
বেশ গুছানো লেখা।
ভালো থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৪
সামাইশি বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভ কামনা।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক সত্য কথা । তবে প্রবাসীরা অনেকেই এগিয়ে এসেছেন বাংলাদেশকে সাপোর্ট করতে । অনেকেই দেশের কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারনে বিনিয়োগ করতে চায় না । একটি সুন্দর বাংলাদেশ আমরা সবাই স্বপ্ন দেখি । আপনার জন্য শুভ কামনা ।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৬
সামাইশি বলেছেন: আপনার কথায় সত্যতা আছে। একদিন সব ঠিক হয়ে যাবে, তবে হচ্ছে তা বেশ ধীর লয়ে। আন্তরিক ধন্যবাদ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭
ইমরান আশফাক বলেছেন: উন্নয়ন হয়েছে, হচ্ছে অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই উন্নয়নের সুফল আমরা সবাই পাচ্ছি কি? আসলে বন্টন ব্যবস্হার উন্নয়ন না হলে সব উন্নয়নই বৃথা।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪১
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে সহমতের জন্য। শুভ কামনা রইলো আপনার প্রতি ও প্রিয় মাতৃভূমির প্রতি।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শরীর প্রবাসে হৃদয় দেশে।
কেন গেলেন ভাই আমাদের ফেলে ???