![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) একটি সন্ধ্যা, কয়েকজন মেঘকন্যার নিখোঁজ সংবাদ
“মামা, মাল পাইছিস একটা”
“সেটাই। সেইরাম মাল”
ওদের কথা শুনে হাসে বুলেট। দৃষ্টি পাঠিয়ে দেয় আম গাছের পাশে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছের মাথা ছাড়িয়ে সূর্যাস্তের লাল আর সোনালী আভা ছড়ানো মেঘে। গুচ্ছ গুচ্ছ হয়ে ওরা নিজেদের মধ্যে গোপন বৈঠক করছে, বুলেটের জায়গা নেই সেখানে। অথচ এই মেঘের মানে ছিল কাল।
“কদ্দুর বস, কিসটিস করছিস”
“ধুর ব্যাটা, কালই পটাইল”
খেলা করছে মেঘেরা নিজেদের মধ্যে- গোল্লাছুট, আতাপাতাও হতে পারে।
সূর্যের সোনালী-লাল আদর কমে আসে।
দেখা যায়না আর মেঘেদের।
“ঐখানে আর জায়গা হবে না মামা”, বলে বুলেট। সন্ধ্যা পেড়িয়ে রাত নেমে এসেছে এখন।
অন্ধকার রাজত্ব করছে অর্ধেক বিশ্ব।
২৪/০৭/২০১৫
রাত ৮টা ৩৩
(২) বুড়ি
বুড়িকে প্রতিদিন এককথাই বলি আমি যাওয়া-আসার পথে, যখনই দেখা হয়, তখনই- দেখা যে খুব বেশি হয়, তা না।
“বুড়ি, আগুন জ্বালাস নাই?”
বুড়ি বলে বরাবর, “তুই আয়, একসাথে আগুন পোহাবো”
আমার কোনদিন ওঁর সাথে বসে আগুন পোহাবার সময় হয়না। মাঝেমাঝে আড্ডা দিয়ে ফেরার সময় দেখি সন্ধ্যায়, ঈষৎ স্বচ্ছ কিংবা মৃদু ঘোলাটে অন্ধকারে- বুড়ি আগুন জ্বালিয়ে বসে আছে, মশা নাকি এতে আসে না!
হঠাত মরে গেল বুড়িটা গত সপ্তাহে।
আমি আড্ডা দিয়ে বাড়ি ফিরি হৈচৈ করে, আবার আড্ডা দিতে যাই এবং বাড়ি ফিরি।
রাত ৯টা ২০
১৫/০৭/২০১৫
(৩)ভালো মন্দ!
জ্বর থেকে উঠেই আমাদের দলে আবার ভিড়ল সোহেল। বেচারা সাতদিন জ্বরে ভুগে একেবারে শুকিয়ে গেছে- সুন্দর ভরাট মুখটা চামচিকার মতো দেখাচ্ছে অনেকটা।
দাম বাড়ায় আর তার চেয়ে বড় কারণ পকেট ফুটা হওয়ায় আমরা ডার্বি শুরু করেছি।
ও এসেই একটা বেন্সন ধরিয়ে বলল, “শালা, প্রায় দশদিন পর রে!”
আমাদের একজন অবাক হয়ে বললাম, “শালা, আমরা টাকার অভাবে ডার্বি খাচ্চি আর তুই শালা বেন্সনে’র পাওয়ার দেখাস!”
ও বলল, “আরে নারে পাগলা, জ্বর থেকে উঠলাম তো, সেইজন্যে একটু ভালোমন্দ খাচ্ছি!”
রাত ৯টা ১১
১৫/০৭/২০১৫
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩০
আরণ্যক রাখাল বলেছেন: গুচ্ছ গল্প লিখতে চাইনি, গল্পের একটা গুছ করতে চেয়েছি। একেক সময়ে লেখা এগুলো।
খণ্ড চিত্রই হয়তো এঁকেছি, কি জানি! চেষ্টা করবো যদি পারি চিত্রগুলোকে গল্পে রূপ দেয়ার।
ধন্যবাদ।
২| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
গল্পের শীর থাকতে হবে; শরীর না থাকলে হৃদয়ের স্হান কোথায় হবে?
অনু পরমানুর চেয়ে বড় কিছুর দিকে তাকিয়ে দেখেন।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: মহাকাব্য একটা লেখা শুরু করবো ভাবছি। বিশাল সাইজের হবে সেটা। ৮০০/৯০০ পৃষ্ঠা হবে অন্তত।
মহাকাব্য না লিখলে মহাকবি হওয়া যাবে না
৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগে নাই ভ্রাতা, গল্পের মাঝে গল্প খুঁজে পাওয়া যায় নাই। তবে শেষেরটা মজার ছিল, জ্বর শেষে ভালমন্দ কিছু খাওয়া।
আগামীতে আরও ভালো কিছুর অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, শুভকামনা।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: একটা তো ভালো লাগছে!
৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫০
জেন রসি বলেছেন: আহমেদ জী এস ভাইয়ের সাথে এক মত। এগুলোকে খণ্ড চিত্র বলা যেতে পারে।
ভালো হয়েছে।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: ভালো হয়েছে?
ধন্যবাদ বস
৫| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: শেষটা জোস্ লাগলো।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:২১
আরণ্যক রাখাল বলেছেন: ওইটা একেবারে বাস্তব ঘটনা
৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৭
দীপংকর চন্দ বলেছেন: আমি আড্ডা দিয়ে বাড়ি ফিরি হৈচৈ করে, আবার আড্ডা দিতে যাই এবং বাড়ি ফিরি।
ভালো লাগলো ভাই।
শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:২৩
আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি
৭| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: আমার কাছে গল্পই মনে হয়েছে , এবং ভালো অনুগল্প।
৩ নংটা হালকা চালের হলে ও হিউমার আছে। ভাল লাগছে । সব কিছু খালি সিরিয়াস হতে হবে এমন কোন কথা নেই।
২ নংটা খুব ভাল লাগছে ।
১ নংটা বুঝিনি ।,
ভাল থাকবেন ,
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:২৬
আরণ্যক রাখাল বলেছেন: ১ নম্বরটা যে আমি নিজেই কেন লিখেছি জানিনা।
ধন্যবাদ,মাহমুদ ভাই।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫
অতঃপর হৃদয় বলেছেন: ভালই লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,
সত্যি বলতে কি এগুলো গুচ্ছ গল্প হয়নি । বরং বলা যেত "খন্ড চিত্র " ।
ভালো থাকুন ।