![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তোমার কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, বাবা। তোমার হত্যার প্রতিশোধ আমি নেব”- এই ডায়লগটা বাংলা সিনেমায় খুব ভালো মানায়। বাস্তবে না।
‘একাত্তরে আমার বাবা চাঁদতুল্লা গাজীকে রাজাকাররা ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্যাতন করে। সাখাওয়াত বাবাকে গুলি করে হত্যা করে। এসময় আমি রাজাকার সাখাওয়াতসহ সব আসামিকেই চিনে ফেলি। একই কক্ষে বাবার সঙ্গে আটক নুর উদ্দিন মোড়লকেও এসময় আমি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।”
এক ছেলে তার বাবাকে কীভাবে হত্যা করা হয় একাত্তরে সেই কথা বলছে এভাবে। আপনারা রাজন হত্যার ভিডিও দেখেছেন। সেটা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তাহলে ভাবুনতো একবার একাত্তরের কথা। নয় মাস শুধু হত্যাযজ্ঞ! কল্পনাও করা যায় না।
পাকিস্তানকে হারানোর পর অনেকেই বলছেন- “একাত্তরের বদলা নিলাম!”
কী অসাধারণ! একাত্তরের ত্রিশ লাখ শহীদ, চার লাখ নির্যাতিতা, বুদ্ধিজীবী হত্যা, এককোটি শরণার্থী ইকুয়াল টু বাংলাদেশের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানো!
একাত্তর কী এতোই সস্তা হয়ে গেল?
যারা মনে মনে পাক সাপোর্ট করে, তাদের কথা না-ই বললাম, কিন্তু অনেক মুক্তিযুদ্ধের চেতনাধারীর মুখে এই কথা শুনে টাস্কি খেয়ে গেছি। “ফেন্সি খেলে টাস্কি খেয়ে যাই”......... আমি ফেন্সি, হিরু, গাঁজা, আফিম- সব একসাথে খেলেও এতোটা টাস্কি খেতাম না, মিরাবাঈ!
আমরা যদি এই ম্যাচটা হারতাম কিচ্ছু যায় আসতো না। কিচ্ছু না। কিন্তু ওরা যা করেছে......? শুধু জহির রায়হান বেঁচে থাকলে আমাদের সিনেমার এই অবস্থা হতো?
মাসরাফি, আমাদের ক্রিকেট দলের অধিনায়ক, সাম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটকে জাতীয়তাবাদের স্তম্ভ হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেছেন, " আমি নিজের মনের কথা বলেছি। আমি মনে করি দিনের শেষে খেলাটা একটা বিনোদন। তাও তো ক্রিকেট হল স্পোর্টসের একটা অংশ।" যদিও আমি মনে করি বাঙালি হিসেবে তিনি ঠিকই পাকিস্তানকে ঘৃণা করেন।
আর প্রতিশোধ! ত্রিশ লাখের প্রতিশোধ চাই না, বিচার চাই। অন্তত দেশীয় যারা, রাজাকার, আলবদর- তাদের বিচার চাই। এটা হলেই এনাফ। আর তাদের পেন্দালেই এনাফ যারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না।
যারা এধরনের কথা বলছেন, তাদের তাই একটু ভেবেচিন্তে কথা বলতে অনুরোধ করছি। আমি জানি, আপনার মা-বোনকে রেপ করে কেউ যদি জাতীয় দলে চান্স পেয়ে একটা ম্যাচে দেশকে জেতায় তাহলে আপনি তার সব দোষ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমি পারি না।
মুখ সামলে কথা বলুন, চৌধুরী সাহেব। নয়তো, পুটু লাল করে দিবো
০৪/০৩/২০১৬
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২
আরণ্যক রাখাল বলেছেন: মতিকণ্ঠ পড়েন না?
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৯
অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: এই দোষের ক্ষমা নেই।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১৩
আরণ্যক রাখাল বলেছেন: আসলেই
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩০
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার মা-বোনকে রেপ করে
কেউ যদি জাতীয় দলে চান্স পেয়ে একটা
ম্যাচে দেশকে জেতায় তাহলে আপনি তার
সব দোষ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমি
পারি না।
আমিও পারুম না। ভবিষ্যতের সবগুলো বিশ্বকাপ হাতে তুলে দিলেও পারুম না।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: এটাই। এই কথাটা বুঝলেই এনাফ। শালাগুলার মুখের মধ্যে প্রসাব করে দিতে ইচ্ছা করে
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩২
কল্লোল পথিক বলেছেন:
শতভাগ সহমত।
এই তথা কথিত চেতনা বাজদের চোখে ৭১ এত ঠুনকো
বিষয় হয়েছে যে সাধারন একটা খেলাকে ৭১ এর প্রতিশোধ হিসেবে নেয়।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: ওরা একপ্রকার ছাগু।
বেশি আবেগ অনেকসময় চিন্তাকে ঘায়েল করে ফেলে। অতি আবেগের কোন মানে নেই।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
আমিই মিসির আলী বলেছেন: মুখ সামলে কথা বলুন চৌধুরি সাহেব, না হলে পুটু লাল করে দিবো।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
আরণ্যক রাখাল বলেছেন:
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: এ চৌধুরী সাহেবটা আবার কে বাবাজি ? নিশ্চই অনেক উচুউ মাপের ছাগু ?
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: না বাবাজি, ছাগু না। ছাগুর মতো কিন্তু ছাগু হইতে হইতেও হইতে পারে নাই
৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২
দ্য লায়ন বলেছেন: ফাকিস্তানের কোন ক্ষমা নাই।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: অবশ্যই
৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এই রহম দেশ প্রেমিক আছে বইলাই দেশটার আজ এই অবস্থা।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২
আরণ্যক রাখাল বলেছেন: ঠিক কইছেন
৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
দ্য লায়ন বলেছেন: চুলকানি ফাইক্কা ডিটেক্টেড।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: কারে কইলেন
১০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০
দ্য লায়ন বলেছেন: আপ্নারে না।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০
আরণ্যক রাখাল বলেছেন:
১১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
উল্টা দূরবীন বলেছেন: সহমত।
একাত্তরের প্রতিশোধ কেবল একটা ম্যাচ জিতলেই নেওয়া হয়ে যাবে এমনটা ছাগু ছাড়া কোন কাঠমূর্খও ভাবে না।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১১
আরণ্যক রাখাল বলেছেন: অনেকে ভাবতেছে। মেলা জায়গায় দেখছি
১২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: আমি ব্যাক্তগত ভাবে মনে করি '৭১য়ের "সব পাওনা" না বুঝে পায়া পর্যন্ত বিজয় আসবে না।।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
আরণ্যক রাখাল বলেছেন: হুম। আগে তো বিচারটা হোক!
পাকিস্তানের পাঠ্যবইয়েও একাত্তরকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে বলতে হবে।
অন্তত ইতিহাসকে বিকৃত করতে দেয়া যাবে না
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০
আহসানের ব্লগ বলেছেন: পুটু মানে পুট কি। মানে চাবি টা রাখুন। পোস্টে প্লাস
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
আরণ্যক রাখাল বলেছেন:
১৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
দিগন্ত জর্জ বলেছেন: একাত্তরের ত্রিশ লাখ শহীদ, চার লাখ নির্যাতিতা, বুদ্ধিজীবী হত্যা, এককোটি শরণার্থী ইকুয়াল টু বাংলাদেশের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানো!
একাত্তর কী এতোই সস্তা হয়ে গেল?
একদম সত্যি কথা। একাত্তর এতো সস্তা নয়। পোস্টে প্লাস।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২
আরণ্যক রাখাল বলেছেন: একাত্তর মোটেও সস্তা নয়
১৫| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
শায়মা বলেছেন: শিরোনাম দেখে তো অজ্ঞান হয়ে গেছি!
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭
আরণ্যক রাখাল বলেছেন:
১৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হ্যাটস অফ টু ইউ।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: অপ্স
১৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: যথার্থ। হেরে গেলে তবে কী বলবে যে আমরা মুক্তিযুদ্ধে পরাজিত হলাম? এ কথা ঠিক যে ফাকিস্তানের সাথে ম্যাচ জয়টা অন্য যে কোন দলের চেয়ে বিশেষ কিছু। রাজনৈতিক কালপঞ্জি এসেই যায়। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটা বাড়াবাড়ি।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: সেটাই। ঐদিন যদি হেরে যাইতাম!
তাইলে নিশ্চয়ই বলতাম না, ওরা একাত্তরে হেরে গেছিল তাই আবার মার্চ মাসে বদলা নিল।
এই জয়টাকে একাত্তরের বিজয়ের সাথে তুলনা করাটা চরম মুর্খামি।
১৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
অগ্নি কল্লোল বলেছেন: কথা ঠিক। তয় ঠিল মারার মতো কিছু একটাতো লাগবে??
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
আরণ্যক রাখাল বলেছেন: কিসের ঢিলের কথা কইচ্ছ
১৯| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০
অগ্নি কল্লোল বলেছেন: খেলাটাকি শুধু খেলাই না কি এর ভেতর অন্য কিছু আছে?
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
আরণ্যক রাখাল বলেছেন: এর ভিতর অন্য কিছু থাকতে পারে না।
পাকিস্তানকে ঘৃণা করা বাঙালির জন্য ফরজ। এইটাই এনাফ।
২০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
হা হা হা বলেছেন: বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে একদম না খেলা
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: এটা একজন বাঙালি হিসেবে ভাবা যায় কিন্তু আইসিসি তো তা মানবে না।
বাংলাদেশ ওদের সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করতে পারে, তবেই শুধু এটা সম্ভব। শুধু খেলাটাই তো সব নয়। আর পাকিস্তানের যা অবস্থা তাতে ওদের সাথে সম্পর্ক না থাকলে আমাদের বিশেষ কোন ক্ষতি হবে না।
২১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্রাহীন আবেগ অনেক সময়ই এরকম অনাকাংখিত অবস্থা তৈরি করে।
৭১ তার আপন মর্যাদায় মহিয়ান।
একাত্তরের ত্রিশ লাখ শহীদ, চার লাখ নির্যাতিতা, বুদ্ধিজীবী হত্যা, এককোটি শরণার্থী ইকুয়াল টু বাংলাদেশের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানো!
একাত্তর কী এতোই সস্তা হয়ে গেল? - সহমত।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আরণ্যক রাখাল বলেছেন: এটা অতিরিক্ত জাতীয়তাবাদের ফল। আবেগ বলুন আর যাই বলুন এটা মুক্তিযুদ্ধকে, আমাদের অর্জনকে ছোট করছে।
ধন্যবাদ ভৃগু ভাই
২২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
অপর্ণা মম্ময় বলেছেন: অন্ধ আবেগ ভালো ফল আনে না।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
আরণ্যক রাখাল বলেছেন: সহমত
২৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ক্রিকেট: জগতে অতিমূল্যবান জিনিস "সময়" খোয়ানো খেলা ছাড়া আর কিছুই নয়। এইটাকে যাঁরা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে, তাঁরা এক নম্বরের বান্চোত।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০
আরণ্যক রাখাল বলেছেন: ক্রিকেট সময় খোয়ানো খেলা বটে তবে বাংলাদেশের অনেক সমস্যা জানেন তো, একমাত্র ক্রিকেটই এই সমস্যাগুলি ভুলিয়ে আমাদের একটু নির্মল বিনোদন দেয়। মানুষের বিনোদনের লাভের অধিকার, অন্যতম একটি মৌলিক অধিকার হওয়া উচিৎ। দৈনিক তো ষোল ঘণ্টা কাজ করা যাবে না।
যাই হোক, আসলেই এটাকে কেউ মুক্তিযুদ্ধের সাথে মেশালে সে একটা বাঞ্চোদ। পুরা বাঞ্চোদ।
২৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
সাহসী সন্তান বলেছেন: প্রবীরমিত্রের পুত কথা কিন্তু হাচাই কইছেন? পোস্ট প্লাস দিলাম!
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
আরণ্যক রাখাল বলেছেন: প্রবীর মিত্রের পুত! হে হে হে
থ্যাংকইউ
২৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইডা মিস হয়ে গেছিল। আমি কি কত্তাম।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
আরণ্যক রাখাল বলেছেন: হে হে। কিচু করবার লাগপে না
২৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব দেখি বীরদপে
করে চলো লাল পুটু;
ব্যাপারটা কি হে ভায়া
আছে নাকি রুচি....ঘেটু।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩
আরণ্যক রাখাল বলেছেন: নাহ, কোন ঘেঁটুফেটু নাই। ছাগু পেন্দাইতে ইচ্ছা করতেছে। আমাকে কয়েকটা দেখায় দেন তো। খুব খিস্তি করতে ইচ্ছা করতেছে। একটু গায়ের ঝাল মেটাই
২৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: মতিকন্ঠ কাকে বলে?
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০
আরণ্যক রাখাল বলেছেন: মতিকন্ঠ
২৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
নাজমুস সাকিব রহমান বলেছেন: লেখাটির দরকার ছিল। শুভেচ্ছা। আর যুদ্ধের সাথে কিছুর তুলনা হয়না। এটাও বোঝা উচিত।
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
২৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪
বিজন রয় বলেছেন: ও আচ্ছা। না, এটা এর আগে দেখিনি বা পড়িনি। আমার অযোগ্যতা হয়তো।
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: অযোগ্যতা হবে কেন?
এখন পড়ুন। বাংলাদেশের সেরা স্যাটায়ার অনলাইন (প্রিন্ট সহ) পত্রিকা
৩০| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪২
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২
আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ
৩১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
বিজন রয় বলেছেন: কত পত্রিকা পড়বো!!!
আর পারি না।
০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
আরণ্যক রাখাল বলেছেন:
৩২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩
ভ্রমরের ডানা বলেছেন: ভারতের পুটু লাল করে দেবে আজ বাঙালী
ভারতের পুটু লাল করে দেবে আজ বাঙালী
ভারতের পুটু লাল করে দেবে আজ বাঙালী
ভারতের পুটু লাল করে দেবে আজ বাঙালী
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০২
আরণ্যক রাখাল বলেছেন: সেইটাই তো চাই
৩৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
খোলা মনের কথা বলেছেন: আপনার মা-বোনকে রেপ করে কেউ যদি জাতীয় দলে চান্স পেয়ে একটা ম্যাচে দেশকে জেতায় তাহলে আপনি তার সব দোষ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমি পারি না।
কথাটি খুব ভাল লাগলো। কিছু বাঙ্গালী আছে যারা এমন তুলনা করে থাকে যেটা আমাদের র্নিবুদ্ধিতা ছাড়া কিছুই না। একসময় টাইগাররা পাকিদের কাছ থেকে জিততে পারতো না তার মানে কি আমরা স্বাধীনতায় তাদের কাছে হেরে যেতাম??? ক্রিকেট একটি গুরুত্বপূর্ন অংশ আমাদের দেশে তার মানে এটা না যে সেটা সবার উর্দ্ধে।
০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
আরণ্যক রাখাল বলেছেন: সহমত। সুন্দর বলেছেন।
আশা করি, আজও বাংলাদেশ ভালো খেলবে। বেস্ট অফ লাক ফর টাইগারস
৩৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় ক্রিকেট । ক্রিকেট হলো অবসরের বিনোদন আর মুক্তিযুদ্ধ হলো স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস । যারা এমন তুলনা দেয় তাদের মনসিক চিকিৎসা খুব জরুরী । আর যে দেশ আমাদের উপর এমন নির্মম নির্যাতন চালিয়েছে তাদের কোন কিছুতে সাপোর্ট করা আমাদের মানায় না যদি না বৃহত্তর স্বার্থে বৈশ্বয়িক কোন কিছু থাকে। আমরা স্বাধীনতা পেয়েছি নৃশংস দুঃখগুলোর বিপরীতে এটা আমাদের অর্জন । কিন্তু তারা আমাদের কয়েকশ বছর পিঁছিয়ে দিয়েছে একটি শিক্ষিত রেখাকে ধ্বংস করে যারা ছিলো নতুন বাংলাদেশের কর্ণধার । এমন ঘৃণ্য স্বার্থপরতা পৃথিবীতে আর একটা পাওয়া যাবে কী না সন্দেহ।
যে কোন খেলা কিংবা অনুষ্ঠান শুধুই দেশের একটা বৈচিত্র মাত্র কিন্তু ৭১ মানে একটা দেশ, পৃথিবীর মানচিত্র একটা স্বাধীনতা ।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ একটা মন্তব্য। এর পর আর কিছুই বলার থাকে না। দুঃখজনক হলেও সত্য যে, এমন বলার লোকের অভাব নেই। ওদের ঠিক মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলা যাবে না, আসলে ওরা তা নয় কিন্তু অতিরিক্ত আবেগের ঠ্যালায় বলছে।
এটা আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করে, আমাদের অর্জনকে ছোট করে। হ্যাঁ, বাংলাদেশের ম্যাচ আমাদের কাছে অনেককিছু। পাকিস্তানের বিরুদ্ধে জয় একটু বেশিই আনন্দের কিন্তু তার সাথে মুক্তিযুদ্ধের তুলনা! ভাবাই যায় না।
অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন ভাই, সুন্দর মন্তব্যটার জন্য।
৩৫| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অাবেগের বশে তুলনা করে বসে অার কী!
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: সব ছাগল
৩৬| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
প্রামানিক বলেছেন: পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না।
এইডা ভাল কইছেন, ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২
আরণ্যক রাখাল বলেছেন: কথাটা লাখ কথার এক কথা, এইটা আমিও জানি
৩৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,
রঙ্গ করে বললেও একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন "একাত্তর কী এতোই সস্তা হয়ে গেল?" রেখে আমাদের ভাবনা চিন্তাগুলোকে নাড়া দিয়ে গেলেন ।
যে কারনে এই প্রশ্নের উৎপত্তি, সেই "হারানো" প্রসঙ্গে আপনার কথাই যথার্থ - পাকিস্তান নিজে নিজেই মরবে, কাউকে মারতে হবে না।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
আসলেই, পাকিস্তান নিজে নিজেই মরবে
৩৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:১৩
সোজোন বাদিয়া বলেছেন: প্রথম আপনার অনুভূতিকে গভীর শ্রদ্ধা জানাই। এবং যেমন সহজভাবে এতো সিরিয়াস বিষয়টি ফুটিয়ে তুলেছেন সেজন্যও অকুন্ঠ প্রশংসা করি। তারপর একটা কথা আছে। লিখেছেন, আর প্রতিশোধ! ত্রিশ লাখের প্রতিশোধ চাই না, বিচার চাই। অন্তত দেশীয় যারা, রাজাকার, আলবদর- তাদের বিচার চাই। এটা হলেই এনাফ। আর তাদের পেন্দালেই এনাফ যারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না।
প্রতিশোধ অন্ধ হতে পারে, বিচার তা নয়। তাই চাওয়াটা শ্রদ্ধার্হ। কিন্তু, এখানে আপনার শেষ বাক্যটার মধ্যে যেন প্রতিশোধের কামনাই প্রকাশ পাচ্ছে। তাছাড়া, একটা পুরো জাতিকে দোষী সাব্যস্ত করা যায় কী? আমার আশঙ্কাটা এখানেই, আমরা খেলার ছলে, বিচারের নামে প্রতিশোধের বাসনাটাকেই চাবকাচ্ছি। বেশি সিরিয়াস কথা বলে ফেল্লাম। নিজ গুণে ক্ষমা করবেন।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০১
আরণ্যক রাখাল বলেছেন: এইতো! এই কথা বলার ধরনটা চেনাচেনা লাগছে।
যাই হোক, সোজা কথা বলি। পাকিস্তানে জানানো হয়নি আমাদের এইখানে কী হয়েছে। ওদের পাঠ্যপুস্তকে পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধকে ভুল্ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই পাকিস্তানের সাধারণ জনগন এখনো এটা বিশ্বাস করে না যে, এদেশে এতো বড় একটা গণহত্যা হয়েছে।
বিচারের নামে প্রতিশোধের বাসনাটাকেই চাবকাচ্ছি
কারও যদি প্রতিশোধ স্পৃহা থেকেও থাকে, আমি কিন্তু তাকে দোষ দিতে পারি না। কারণ আমার কেউ সেযুদ্ধে হারিয়ে যায়নি, যাদের মাবাবা বোন ভাই হারিয়ে গেছে, নিহত হয়েছে, তারা তো প্রতিশোধের কথা বলতেই পারে।
আমি সেই জামাত শিবিরের বিচার চাই যারা আলবদর, রাজাকার রুপে তাদের এই হত্যাকে সহযোগিতা করেছে, এটাকে যদি আপনি প্রতিশোধ মনে করে থাকেন, তবে বলব উপরে কী বলছি বলছি, আমার প্রতিশোধ চাই।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১
সোজোন বাদিয়া বলেছেন: আপনি কিন্তু আমার মূল পয়েন্টটাকেই মিস করে গেছেন। আমি অন্য কারো নয়, আপনার বক্তব্যই তুলে ধরেছিলাম। আপনি একদিকে বলেছেন প্রতিশোধ নয় বিচার চান, আবার লিখেছেন পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না। যেন আমাদের পক্ষ থেকে পাকিস্তানিদের শাস্তি চাওয়ার প্রয়োজন নেই, তারা নিজে নিজেই মরবে। -এটি তো প্রতিশোধের কামনা, প্রতিশোধের তৃপ্তি।
তারপরও বলছি, আপনিও অবশ্যই প্রতিশোধ চাইতে পারেন। যাঁরা পাকবাহিনীর হাতে নিহত-লাঞ্ছিত হয়েছেন তাঁরা তো মানুষ, নিরীহ নির্দোষ মানুষ, তাঁদের প্রতি সহমর্মীতা থাকবে না কেন। থাকাটাই স্বাভাবিক। তবে, আপনার বক্তব্যে স্ববিরোধীতা ছিল। আপনার একটা সংবেদনশীল স্ববিরোধীতা দেখিয়ে দিতে চেয়েছিলাম।
আর আমি এটিও বিশ্বাস করি যে একজন ন্যায়নিষ্ঠ মানুষের প্রতিশোধ এবং বিচার ভিন্ন নয়। তাঁর প্রতিশোধের স্পৃহা বিচারের বিবেককে অতিক্রম করতে পারে না।
কিন্তু, আমাদের নেতা-নেত্রী ক্যাডার-কর্মীদের ভেতর, আমার মনে হয়েছে, প্রতিশোধের উন্মত্ততাই কাজ করে বেশি, তা বিরোধী দলের বিষয়েই হোক, পাকিস্তানীদের বিষয়ে হোক বা ভারতের বিষয়েই হোক। আমার ধারণা ভুল হতে পার, সেটাও অস্বীকার করিনা। কিন্তু, সেটা আমি বুঝতে চাই; তবে পাঠশালার বালকের পাঠ নয়।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: পাকিস্তান নিজেনিজেই মরবে, কাউকে মারতে হবে না
এটা একটা চরম সত্য কথা। আজ ওদের পরিণতি দেখুন। পৃথিবীর সবচেয়ে অসুখী রাষ্ট্রের একটা পাকিস্তান।
আমি এই পোস্টে কথাওপাকিস্তানের প্রতি সহানুভূতি দেখাই নেই। তাদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভুতিত দূরে থাক, তাদের ঘৃণা করতেও পারি না, রুচি নেই।
প্রতিশোধ বলতে আমি, ত্রিশ লাখের প্রতিশোধ চাই না। আমি এটাই বলতে চাইছি যে, ওরা আমাদের ত্রিশ লাখ মেরেছে বলে আমাদেরও ওদের ত্রিশ লাখ মারতে হবে এমন কোন কথা নেই। আমি জাস্ট সেই হত্যাকাণ্ডের বিচার চাই। আপনি আমার কথার ভুল অর্থ করেছেন।
কিন্তু, আমাদের নেতা-নেত্রী ক্যাডার-কর্মীদের ভেতর, আমার মনে হয়েছে, প্রতিশোধের উন্মত্ততাই কাজ করে বেশি, তা বিরোধী দলের বিষয়েই হোক, পাকিস্তানীদের বিষয়ে হোক বা ভারতের বিষয়েই হোক
পাকিস্তানের উপর প্রতিশোধ স্পৃহা থাকাটা কি ভুল? স্পৃহা থাকতেই পারে। বরং এটাই স্বাভাবিক। কিন্তু সেটা সম্ভব নয়। আর ভারত পাকিস্তান এক করার মানেটাই বা কী? ওরা আমাদের ত্রিশ লাখ হত্যা করেছে? এখানে ভারতকে টেনে আনার প্রয়োজন মনে করছি না।
যাই হোক, আমি হয়তো পোস্টে ব্যাপারটা ঠিক বোঝাতে পারিনি। এটা আমার অক্ষমতা আমি বলব না, কারণ ওটা পোস্টের লক্ষ ছিল না। পোস্টের লক্ষ ছিল তারাই যারা বাঙালি হয়ে বাংলার এই বিশাল অর্জনকে ছোট করছে।
৪০| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: এই বিজয় তখনই সম্ভব যখন আমাদের দেশ সবদিক থেকে সত্যিকার ভাবে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই স্বপ্ন দেখাইয়া আমাদেরকে যুদ্ধে নিয়া দেশ স্বাধীন কইরা দিছে সেই স্বপ্নের বাস্তবায়ন।
ক্রিকেট কিছুই না, দিন শেষে একটা বিনোদন মাত্র পার্থক্য এটাই যে এটা নিয়ে আমরা গর্ব করতে পারি!
অসাধারন পোস্ট!
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০
আরণ্যক রাখাল বলেছেন: এই বিজয় তখনই সম্ভব যখন আমাদের দেশ সবদিক থেকে সত্যিকার ভাবে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই স্বপ্ন দেখাইয়া আমাদেরকে যুদ্ধে নিয়া দেশ স্বাধীন কইরা দিছে সেই স্বপ্নের বাস্তবায়ন।
খুব সুব্দর বলেছেন।
৪১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
যাদের পুটু লাল করতে চাইছেন তাদের পিডাইয়া কোন লাভ হইবো না কারণ এরা নিজেরাও জানে না মুক্তিযুদ্ধ কেন হয়েছে; কারা কারাছে; কেন করেছে? তার কোন কিছুই এরা জানে না, জানার দরকার মনে করে না। এরা হলো টিয়া পাখি। এদের যা শেখানো হয়েছে এর বেশি কিছু বলতে বা চিন্তা করতে পারে না।
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩
আরণ্যক রাখাল বলেছেন: সেটাই। এদের অনেকেই এখন পর্যন্ত জানে মুক্তিযুদ্ধ কেন হয়েছে, কীভাবে হয়েছে। তাই এদের কাছ থেকে এমন কিছু আশা করাটা মুর্খামি!
৪২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:০১
খায়রুল আহসান বলেছেন: মারাত্মক একটা শিরোনাম। মুক্তিযুদ্ধে বিজয় আর ক্রিকেটে বিজয় এক নয়, এ সহজ কথাটা বোঝানো এত কঠিন মনে হয় কেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৬
বিজন রয় বলেছেন: পুটু মানে কি?