নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

প্রথম ক্রাশ, কিছু জ্ঞানদান, একটা ম্যাসেজ ও কিছু আবুলতাবুল- নাথিং সিরিয়াস :P

১০ ই মার্চ, ২০১৬ রাত ২:০১

মোটেও সিরিয়াস পোস্ট না, যাদের টাইম নাই, যারা গুরুগম্ভীর কিছু পছন্দ করেন, আসবেন না। ট্যাঁকের টাকা খরচ করে এমন আবালিও পোস্ট না পড়লেও ক্ষতি নেই।


জীবনে প্রথম করে ক্রাশ খেয়েছিলাম জানি না। আমি আসলে প্রতিদিন খাই। এতো সুন্দর সুন্দর মেয়ে চারিদিকে, আমি তো আর চোখ বন্ধ করে থাকতে পারি না!
তবে আমার জানা মতে প্রথম ক্রাশ খেয়েছিলাম ক্লাস সিক্সের ভর্তি পরীক্ষায়। সমাপনি পরীক্ষা দিয়ে হরলিক্স খেয়ে আল্লাহর নাম নিয়ে সবাই চোখ বন্ধ করে যখন প্রিপারেশান নিচ্ছিল, তখন আমি সাইকেল চালানো শিখছিলাম। হলে তাই যা হওয়ার তাই হলো, কমন নাই। কী আর করার, অন্ধকারে ঢিল ছুঁড়ছিলাম। (ভাগ্য ভালো ঢিলগুলো সব লেগে গেছে!)
সেইদিনই খেয়েছিলাম প্রথম ক্রাশ। তাও টুম্মা ম্যাডামের উপর! আমি চিন্তা করছিলাম, পরীক্ষার হলে বসে, “এতো সুন্দর সুন্দর মেয়েরা টিচার হয় কেন?” (আশা করি, ম্যাম এই পোস্ট পড়বেন না) :P
পরে ক্লাসে এসে যখন তিনি “dear students, I’m M**** Tumpa, your English teacher…. We all know u r chosen ……” বলে ইংরেজিতে বোঝানো শুরু করলেন যে আমরা এতদিন গরু ছিলাম, আমাদের গা থেকে এখনো প্রাইমারির গন্ধ যায়নি, এখন আমাদের সময় হয়েছে গরু থেকে মানুষে বিবর্তনের (ডারউইনের থিয়োরি আমাদের বেলা খাটে না!), তখন আমার ক্রাশ ছুটল। তার কথা বলার স্পিড, স্মার্টনেস, উচ্চারণের স্টাইল ইত্যাদি দেখে আমার সত্যিই মনে হয়েছিলো, আমি আসলেই গরু!
হ্যাপিনেজ ইজ, আমি তার খুব প্রিয় ছাত্র হয়ে গিয়েছিলাম কিছুদিনের মধ্যেই।
কিছুদিন আগে কি একটা ওয়েবসাইটে স্ক্রল করতে করতে একটা মেয়ের পিক দেখে চোখ আটকে গেল! সাডেন ক্রাশ! শাহরুখ খানের নতুন সিনেমা ফ্যানের গানটার কথা মনে পড়ে যাচ্ছে- “তোর চোখেরই গরমে/ মাথা থেকে পা/ আমার ট্যান হো গেয়া!” কিন্তু ক্যাপশান পড়েই মনটা খারাপ হয়ে গেল। এ যে বিল গেটসের মেয়ে। নাম জেনিফার ক্যাথরিন গেটস!

ওকে দেখে এফবিতে এটা স্ট্যাটাসও দিয়েছিলাম। লিখেছিলাম, “ক্রাশ খেয়েছি। কীভাবে পটানো যায় ভাবছি!” কিন্তু আফসোস, ভাবতে ভাবতে বুদ্ধিজীবী হয়ে গেলাম কিন্তু তাকে পটানোর কোন রাস্তা খুঁজে পেলাম না। কিন্তু গুরু বলেছেন, “তোর কাছে পৌঁছতে/ পারি পাহাড় টপকাতে/ থামবে না এ গাড়ি পথে বাঁধা পেলে”!
তাছাড়া আমি বাংলা সিনেমা দেখে বড় হয়েছি। সেখানে কতো কোটিপতির মেয়ে সামান্য ভ্যান চালকের সাথে নেচে গেয়ে প্রেম করেছে। শুধু প্রেমই করেনি, “আমি ওর জন্য জীবন দিতে পারি” বলে বাবার বিষয় সম্পত্তি ছেড়ে, আরাম আয়েশের জীবন ছেড়ে “গরীবের ঘরে” এসে রাত কাটিয়েছে! সুতরাং আশা ছাড়িনি।



কিছুদিন আগের কাহিনী। লাফিং কালারস নামে একটা এফবি পেজে একটা পোস্ট পড়লাম। পোস্টটা প্রপোজের একটা নতুন স্টাইল নিয়ে। আমি পোস্টটা বাংলায় ট্রান্সলেট করে আমার ‘হতে পারে’ ‘ওকে’ পাঠালাম। তারপরের কাহিনী মোটামুটি এমন-

“মেয়েদের প্রপোজ করার নতুন স্টাইল-
“তোমার একটা ছবি তুলি?”
“কেন?”
“আসলে, আমার ছেলেমেয়েদের দেখাতে চাই ইয়াং এজে তাদের মা দেখতে কেমন ছিল””
ম্যাসেজটা পাঠিয়ে দেখলাম ন’টা ঊনপঞ্চাশ বাজে। দশটায় ক্লাস আছে, এটা ভেবে আমার খুব তাড়াহুড়া করা উচিৎ। কিন্তু মনের ভেতর ক্লাস করার কোন তাগিদ অনুভব করলাম না। টেকো একটা স্যার, নামটাও মনে নেই, ক্লাস নেবেন। তাকে দেখলেই মনে হয়, ব্যাটার দাম্পত্য জীবন সুখের না। সারাক্ষণ মুখটা আর্টফিল্মের ভাবধরা কোন সুশীলের মতো হাড়ি করে রাখেন। ক্লাস করলে মনে হয়, কোন আর্টফিল্ম দেখছি। কী বোঝালেন, আমি কী বুঝলাম, কী বোঝা উচিৎ, কিছুই বুঝতে পারি না!
আমরা ঠিক করে রেখেছি, কলিকাতা হারবালের একটা ফাইল কিনে দেব স্যারকে কলেজ থেকে বিদায় নেয়ার দিন!
সুতরাং আরেকটু শুয়ে থাকা যায় চোখ বন্ধ করে। গান শুনতে ইচ্ছে করছে। ইয়ারফোন কানে লাগিতে প্লেলিস্ট তৈরি করবো, তখনই ***র ম্যাসেজটা এলো।
“আজকালকার মেয়েদের জন্য পার্ফেক্ট প্রপোজিং স্টাইল”
“তুমি আজকালকার মেয়ে না?”
“কি জানি। মনে হয় না”
“তাইলে, এই স্টাইলটা বাদ”
“মানে?”

****
এই মানে মানে শুনে সেদিন মেজাজটাই গরম হয়ে গিয়েছিলো। যে মেয়ে ম্যাথের, ফিজিক্সের এতো জটিল জটিল ইকুয়েশান বোঝে, সে এটা বুঝতে পারে না!!!
আমার জন্য এক মিনিট নীরবতা! :||


একমিনিট শেষ, এবারে নীরবতা ভাঙুন।
কয়েকদিন থেকে ইউরোপের চিত্রকলা নিয়ে একটা বই পড়ছি। পড়ে মনে হচ্ছিল আমি জ্ঞানী হয়ে গেলাম। এই জ্ঞানটা আপনাদের দিতে না পারলে, আজ রাতে আমার ঘুম হবে না। জ্ঞান বড়ই আজব জিনিস, খালি মানুষকে দিতে ইচ্ছে করে। আমার আশপাশের মানুষগুলা, মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞানী। এরা জ্ঞান দেয়ার কাউকে খুঁজে না পেয়ে আমার উপর নিক্ষেপ করে। আর আমি সেই জ্ঞান বাণে নিহত হয়ে জ্ঞানবান হই!
বাজে কথা বাদ দিয়ে আসল কথায় আসি। সেটা হইল, পিকাসো আছে না, আরে ঐ যে, চিত্রকর, ওর নামটা বিশাল। একেবারে তেইশ শব্দের। সেটা আপনাদের জানা উচিৎ। ঢাবির ভর্তি পরীক্ষায় আসতে পারে।
Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso

খুব ইম্পরট্যান্ট। বানান সহ মুখস্থ করে ফেলুন একেবারে। উচ্চারণ জানার দরকার নেই। উচ্চারণ পরীক্ষায় আসে না।



নতুন বাংলা ব্যান্ড অ্যাশেজের গান শুনেছেন? শোনেননি? কি শুনলেন তাইলে? X((
জীবনে প্রথমবার ছ্যাকা খেয়ে যখন পারফেক্ট ছ্যাকাখাওয়া গান খুঁজছিলাম, তখন এই অ্যাশেজ এর দেখা পাই। চরম।
প্রিয় একটা গানের লিরিক শেয়ার করছি-
“অনেক বছর আগের এটা বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি খোঁজ নিয়ে দেখো।
অনেক বছর আগের একটা শীতে
কাঁপনের ভেতর আমারে কি ট্যার পেয়েছিলে?
অনেক বছর আগের একটা কফির টেবিলে
মদের বদলে আমারে কী নেশা করেছিলে?
অনেক বছর আগের একটা পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে আমারে মুছেই দিলে!”

এই ব্যান্ডটা নিয়ে অনেক কিছু লেখার ইচ্ছে ছিল কিন্তু আপাতত পারছি না। কারণ ল্যাপুতে আর মাত্র চার্জ বাকি আছে ১৩%। পোস্ট করার আগেই না আবার বন্ধ হয়ে যায়!
শুভরাত্রি
০৯/০৩/২০১৬

কিছুক্ষণ আগে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অসাধারণ একটা ইবুক পেলাম। ডাউনলোড করে নিন- লাইফ ম্যাগাজিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ই- বুকটি আমার ব্লগ থেকে প্রকাশিত

মন্তব্য ১০৭ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: গতকাল মনে হয় ফেসবুকে প্রথম ক্রাশ নিয়ে লিখেছিলাম! আমার প্রথম ক্রাশ সুমনা হক।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: দেখি খুঁজে পাই কিনা :#)

২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:২৩

আমিই মিসির আলী বলেছেন: রাত ২ টায় এই মজার পোষ্ট খানা পাইয়া বিনুদিত হইলাম।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আপনি বিনুদিত হইছে জেনে আমিও বিনুদিত হইলাম B-))

৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:৪১

তানজির খান বলেছেন: হাহাহাহাহাহা দারুণ লাগলো পোস্ট। মাঝরাতে এর চেয়ে মন ভাল করা পারফেক্ট পোস্ট হতে পারেনা। সেরাম হয়েছে ভ্রাতা

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। থ্যাংকিউ
এবারে অ্যাশেজের গান শুনুন- ধুলাবালি

৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৯

মহা সমন্বয় বলেছেন: তাছাড়া আমি বাংলা সিনেমা দেখে বড় হয়েছি। সেখানে কতো কোটিপতির মেয়ে সামান্য ভ্যান চালকের সাথে নেচে গেয়ে প্রেম করেছে। শুধু প্রেমই করেনি, “আমি ওর জন্য জীবন দিতে পারি” বলে বাবার বিষয় সম্পত্তি ছেড়ে, আরাম আয়েশের জীবন ছেড়ে “গরীবের ঘরে” এসে রাত কাটিয়েছে! সুতরাং আশা ছাড়িনি।

:) :D

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: B-)
:D
:#)
:#)

৫| ১০ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১০

ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: মজার পোস্ট B-)

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০

আরণ্যক রাখাল বলেছেন: ;) thank u

৬| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৫

কল্লোল পথিক বলেছেন:







মোটেও আবুল তাবুল নয়।
ইহা একখানা মজার পোস্ট।
ব্যাপক বিনুদন পাইলাম।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: মজা দিতে পারলে মজা লাগে B-)

থ্যাংকিউ :D

৭| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: ব্যাপক। জটিল। মজার।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: সময় টাই আলদা বয়স টাই আলাদা ছিল ;)

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। টা বটে!

৯| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮

জুন বলেছেন: মারি তো গন্ডার, লুটিতো ভান্ডার :||
ক্রাশই যখন খাবেন তখন আর গরীবের মেয়ে কেনো B-)

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: আমি সবার উপর ক্রাশ খাই। কিন্তু কেউ আমার উপর খায় না!
দুঃখ! :(

১০| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

তানজির খান বলেছেন: কাল রাতেই ধুলাবালি শুনিয়া আপনার এসেজকে চিনিয়া লইয়াছি ভ্রাতা

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

আরণ্যক রাখাল বলেছেন: চরম একটা ব্যান্ড। প্রথম যেদিন ওদের গান শুনি, সেই থেকে আজ অবধি, এমন কোন দিন নেই, যেদিন আমি অ্যাশেজের গান শুনিনি।
জুনায়েদ ইভান, অ্যাশেজের প্রধান ভোকালিল্ট, শুধু ভালো গানই গায় না, লেখেও ভালো।
আমি প্রথম ওদের পৃষ্ঠা শুনে টাস্কি খেয়েছিলাম। "আকাশটা চুরি হয়ে গেছে" এই লাইনটা শুনেই ফ্যান হয়ে গেছি।
অবশ্য, এখন অ্যাশেজ অনেক জনপ্রিয় হয়ে গেছে। এখন ওদের শোতে প্রচুর শ্রোতা যায়, এটা ভালো লাগে। ওরা বাংলা গানে নতুন একটা স্টাইল নিয়ে এসেছে। এটা ধরে রাখতে পারলে, অ্যাশেজ লেজেন্ড হয়ে যাবে এলআরবি, অর্থহীন এর মতো

১১| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখার ম্যাচিউরিটি দেখে আমি ক্রাশ খেলাম। এত পরিণত, সূক্ষ্ম হিউমারসম্পন্ন লেখা ব্লগে পড়েছি বলে মনে হয় না।


শুধু এক জায়গায় ছোট্ট একটু আপত্তিঃ "কি বালটা শুনলেন তাইলে?' আপনার লেখার ফ্যান আপনার দাদার বয়সের লোকেরাও হবেন। তাঁদের প্রতি রিস্পেক্ট স্বরূপ এ শব্দটা এডিট করার অনুরোধ থাকলো।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: অনেক দুঃখিত ঐ জায়গাটার জন্য। ঠিক করে নিচ্ছি!!!
আপনি ক্রাশ খেয়েছেন জেনে, আমি এদিকে মূর্ছা যাচ্ছি

১২| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

এস কাজী বলেছেন: রাখাল ভাই বিলের মেয়ের উপর আমিও ক্রাশিত। চলেন দুজনের মিলেই ট্রাই করি। আর জুনাপু তো বললই ট্রাই যখন দিব এক্কেরে পৃথিবীর এক নাম্বার ধনীর মেয়েকে ট্রাই দিব। হাহাহাহা।

হাওএভার লেখা সবসময়ের মত ভাল।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

আরণ্যক রাখাল বলেছেন: নাহ, আমি একাই যামু। আপনে আপনার ঐ তিনতালার বৃষ্টির সাথে প্রেম করুন। মাইয়াটা বড়ই ভালো!

১৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

লিও কোড়াইয়া বলেছেন: বিল গেটসের মাইয়ারে তো আমারও ভালো লাগছিল, বাসায় প্রস্তাব পাঠানোর চিন্তা করবার লাগছিলাম, তুমি ছোট ভাই মানুষ, তুমি পছন্ত করছো, আমি আর কেমনে আগাই! থাক, তুমিই কাজটা সাইরা ফালাও! দাওয়াত দিও বিয়াতে!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭

আরণ্যক রাখাল বলেছেন: এই তো ভাইয়ের মতো কথা কইছেন। এমন সেক্রিফাইস আজকাল দেখাই যাই না। লাল সালাম ভাই

দাওয়াত তো অবশ্যই পাবেন। বারাক ওবামা, পুতিন এদের দাওয়াত দিবো না। ব্যাটাগুলা ছ্যাঁচোর :P

১৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: মে জিন্দা হু!!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

আরণ্যক রাখাল বলেছেন: তুমি হইলা আমাদের নায়ক রিয়াজ, তুমি মৌসুমির সাথে প্রেম করো! জিন্দা হও আর মুর্দা, মৌসুমি কিন্তু দিনদিন মুটকি হইতেছে। খারাপ লাগে- হাজার হইলেও তোমার ইয়ে :|

১৫| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: আমিও প্রথম ক্রাশ খাইছিলাম ম্যাডাম এর উপর!!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

আরণ্যক রাখাল বলেছেন: আপনার জায়গা আমার বুকে ভাই। বুকে আসেন

১৬| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: অকপট রম্য। ভালো লাগলো। এ্যাশেজ নিয়া আমিও খুব মেতে আছি। ধূলোবালি চমৎকার গান। তবে কেমন আছো-বেস্ট।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

আরণ্যক রাখাল বলেছেন: ঠিক বলেছেন, কেমন আছো সেইরকম। গাওয়ার স্টাইলটা ইউনিক একদম। পৃষ্ঠা গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে।

"আকাশটা চুরি হয়ে গেছে"
চরম একটা লাইন।
ওরা বাংলা গানে একটা রেনেসাঁ আনবে

১৭| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭

চাঁদের অরণ্য বলেছেন: পোষ্টে রসের কোন অভাব পাইলাম না :D
আর আমার মতে মুখস্ত করা দুনিয়ার সবচেয়ে কঠিক কাজ।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

আরণ্যক রাখাল বলেছেন: তবুও মুখস্ত করার লাগবে!
রসের অভাব পান নাই বলে ধন্যবাদ খান

১৮| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

দিগন্ত জর্জ বলেছেন: আমার ক্রাশের কথা মনে করায় দিলেন ভাই । জীবনে প্রথম ক্রাশ খাইছিলাম তখন আমি ক্লাস ফোরে পড়ি। "ও" তখন ক্লাস ফাইভে পড়তো। এসব এখন ইতিহাস, তবে এখনো তো প্রতিনিয়ত ক্রাশ খেয়েই চলেছি।
লেখাটা গোগ্রাসে গলাধঃকরণ করলাম। ব্যাপক বিনোদন।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ক্রাশ খাওয়ার কোন বয়স নাই,
আসুন সবাই ক্রাশ খাই!!!

সিরিয়াসলি যার উপর ক্রাশ খাইছিলাম, সে রীতিমত আমার একবছরের ঘুম হারাম করে দিছিল! ভাবুন কি পেইন এই ক্রাশ!
তবে, ক্রাশ খেতেখেতে অভ্যাস হয়ে গেছে এখন তাই ক্রাশ খাইলেও ক্রাশড আর হই না, ঠিকই দাঁড়িয়ে থাকি B-))
post গেলার জন্য ধন্যবাদ অনেক

১৯| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সিদ্ধার্থ. বলেছেন: ভ্রাতা...... গানটির মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভাবেই "হোটেল ক্যালিফোর্নিয়া " নামের একটি "অনামী" :) গানের প্রভাব আছে ।

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: থাকতেই পারে। অঞ্জন দত্ত বব ডিলান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। শিল্পের ক্ষেত্রে এটা চলে। এখানে চুরি বলে কিছু নেই। আর আমার অনুভূতি যে অ্যামেরিকার কারও সাথে মিলে যাবে না, এর কোন গ্যারান্টি আছে? B-)
দেখি, এখন হোটেল ক্যালিফোর্নিয়া শুনে।
থ্যাংকিউ

২০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:১২

সাহসী সন্তান বলেছেন: বিল গেইটসের মেয়ে অবশ্য আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু আমি রাজি হইনি। ঐসব জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা মেয়ে দেখলে আমার বুকের ভিত্রে কেমন জানি হাতুড়ি পেটাই। তার থেকে আমাগো দেশি নীল শাড়ির উপরে গোলাপী টিপ পরা মেয়েরাই ভাল....... ;)

রম্য ভাল পাইলাম ব্রাদার! শুভ কামনা রইলো!

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

আরণ্যক রাখাল বলেছেন: তা আর কইতে! আপ্নে রিজেক্ট কইরা দিছেন ভালই হইছে। না হইলে আপনার সাথে আমার মারামারি হইত। এইটা ঠিক না। তাই ডিরেক্টর আপনারে সিনেমা থাইকা বাইর করে দিছে B-)

২১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্নেগো মতো পাকনা কেনু হইলাম না!!!!

কলেজের বাংলা ম্যাডাম যখন আমারে নোট নেবার জন্য বাড়ী যাইতে কয় মানে বুঝিনাইক্যা :P
যখন বুঝলাম- আর কেউ নোট আনতে যাইতে কয় না :((

আপনের পোষ্টেই তো ক্রাশ খাইলাম ... সেইরাম পোষ্ট+++++++++++++++

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

আরণ্যক রাখাল বলেছেন: আপনে তো তাইলে মিস করছেন



ক্রাশ খাওয়া ভালো

২২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১

তার আর পর নেই… বলেছেন: এইটা তাহলে বিল গেটসের মেয়ের ছবি, আমি ভেবেছিলাম ম্যাডামের ছবি। :(

পড়তে ভালোই, তবে একটু বেশি বেশিই … টিচারকে নিয়া যদি কেউ ভাবে এর দাম্পত্য জীবন কেমন! তাহলে কেমন যেন!

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

আরণ্যক রাখাল বলেছেন: আপনি একটু বেশি ভেবেছেন। পোস্টটা সিরিয়াস না। আর এ ধরনের চিন্তা হালকা ভাবেই করা হয়!
যাই হোক, ধন্যবাদ

২৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

জেন রসি বলেছেন: ক্রাশ খাওয়া ভালু। এতে নিউরন সতেজ থাকে!! ;) তবে ক্রাশ খাইয়া ভেঙে না গেলেই হইলো!! :P

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: সেইটাই।
ক্রাশ খেয়ে ক্রাশড হয়ে যাওয়া খারাপ!

২৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: দারুণ মজার পোষ্ট। আপনি ক্রাশ খাইলেও আমরা মজা পাইছি। ধন্যবাদ

১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। ক্রাশ খাওয়াটা আরও মজাদার। আপনি খান, আপনিও সেইম মজা পাবেন :>

২৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

জ্যোস্নার ফুল বলেছেন: সিক্স এ উইঠা /:)

আমি টু তে, আমার হাউজ টিউটরের উপ্রে, আর ১০ বছরের চাচাতো মামাতো বোনের খালাতো বোনের উপ্রে।

১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। বড়ই লুইচ্চা বালক ছিলেন আপনি B-)

২৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

উল্টা দূরবীন বলেছেন: মুই প্রথম ক্রাশ খাইছিলাম ক্লাস ওয়ানে। বেলা দেড় ঘটিকার সময়।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

আরণ্যক রাখাল বলেছেন: হোয়াট এ মাথা

২৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

শায়মা বলেছেন: ভাইয়া এত ক্রাশ খেতে খেতে গেলে আরও বাকী জীবনে কয়েক কোটি ক্রাশের পাল্লায় পড়বা কে জানে!!!!!!

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

আরণ্যক রাখাল বলেছেন: ক্রাশ খাইতে আমার কোন আপত্তি নাই।
হাজার কোটিবার খাইতে ইচ্ছা করে।
অনেকদিন দিন থেকে খাচ্ছি না। এইটা খারাপ লক্ষণ!

২৮| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
amar 1st crush o schooL teacher, cLass 2 e chiLam.

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: টু? মাইরালা!!! সবাই দেখি আমার চেয়ে একহাজার গুন পাকা!

২৯| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: রম্য লেখা চমৎকার হচ্ছে !!! ++

পিকাসোর নাম পড়ুম না, অ্যাশেজের গান শুনুম না....... B-) :D

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ!!
অ্যাশেজের গান না শুনলে মিস করবেন কিন্তু |-)

৩০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২

নাজমুস সাকিব রহমান বলেছেন: অ্যাশেজ আমারও ভালো লাগে।

আপনার রম্য আমার ভালো লাগে। শুভেচ্ছা নেবেন।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: অ্যাশেজ আমার প্রিয় ব্যান্ড হয়ে গেছে।
আপনিও শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন সবসময়

৩১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

রাবেয়া রব্বানি বলেছেন: গানটা শুনতে হবে।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫

আরণ্যক রাখাল বলেছেন: না শুনলেই মিস

৩২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৫

দীপংকর চন্দ বলেছেন: হালকা একটা লেখার খোঁজে আসছিলাম!!

পাবলো স্বনামে আইসা লেখা ভারী কইরা দিলো!!!

হা হা হা হা

শুভকামনা এবং শুভকামনা।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
শুভকামনা

৩৩| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬

জে.এস. সাব্বির বলেছেন: আমি কিন্তু মুখস্ত করিআলছি- Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso ।কপি করেছি ভাবিয়া ভুল করবেন না ;) :>

ব্যাপুক বিনুদন...

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ধুর কে বলছে আপনি কপি করছেন?
আপনি লেটার টু লেটার মুখস্ত করছেন!
বিনুদন পাইছেন বলে ভাল্লাগ্ল ;)

৩৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

তৌফিক মাসুদ বলেছেন: দারুন লেখা। অনুপ্রেরণা পেলাম।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ।
অনুপ্রেরণা যেহেতু পাইছেন, সুতরাং আপনিও কিছু একটা লিখে ফেলেন :P :P

৩৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯

সায়েম মুন বলেছেন: ভাল জায়গায় ক্রাশটা খাইছিলেন। যাই হোক ভাল কইরা দাঁত ব্রাশ করেন। কালকার ক্রাশে পেপসোডেন্ট হাসি কাজে লেগে যেতে পারে। #:-S

ওভারঅল মজা পেয়েছি।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: পেপ্সোডেন্ট হাসি দেখে যদি পটতো, তাইলে মেলা পটতো!
ভাবতেছে এমন বডিস্প্রে ব্যবহার করবো যে সবাই উড়ে উড়ে চলে আসবে!!

৩৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: অ্যাশেজের গান আমারও খুব প্রিয়,দারুণ ভাল্লাগে।পিকাসোর যা নাম দেখালেন...জীবন যায় যায় অবস্হা হবে পড়তে শিখতে গেলে;) পোস্টে মজা পেলাম।আমার ক্রাশটা মাধ্যমিকে, উনি একজন বড় আপু,আমার সাথে খুব বন্ধুত্ব ছিল আমার থেকে বই ধার নিয়ে পড়তেন।আর এখন? ইতিহাস কই নিয়ে যায় দেখি

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২

আরণ্যক রাখাল বলেছেন: অ্যাশেজে আসলেই চরম একটা ব্যান্ড। আর মানুষও চিনে নিয়েছে।
আমার ক্রাশের ইতিহাস করুণ! যার উপর সেইভাবে ক্রাশ খাইছিলাম ................................ থাক আর না বলি

৩৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪

Jokiad বলেছেন: ক্রাশ খাই না আমি।নিজেরে শাসনে রাখি।তয় পছন্দে রাখি(নিজস্ব শঙ্গা রয়েছে)।তবে আশেজ এর গান 17 পৃষ্ঠা গান টা জিবনে গাজা নে দেখা,সিগারেট না ধরা, প্রেমে না পরেয় ছেক খাইয়োয়ে দিনের পরের দিন পুরা মাতালের ঘুরিয়েছে।গান টা শুনে মনে হয়েছে লিজেন্ড শিল্পীরা কি গানে ব্ল্যাক ম্যাজিক করে নাকি??? ছারপকা শুনে দেইখেন ;) ;)

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: কমেন্‌টে ্ পেলাচ

৩৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৮

সোজোন বাদিয়া বলেছেন: খুউব মজার পোস্ট। ভাল সময় কেটেছে।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে

৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: সিক্স এ উইঠা আমিও এক ম্যামের উপ্রে ক্রাশ খাইছিলাম। তবে নাম কমু না। এনিওয়ে, ক্রাশাক্রাশি বেশি হইলে সমিস্যাহ ;) ;)

পিকাসোর পুরা নাম পড়তে পারি নাই। সম্ভবত আমার অক্ষমতা।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

আরণ্যক রাখাল বলেছেন: সবাই খালি ম্যাম এর উপর ক্রাশ খায়, এইটা খারাপ! খুব খারাপ।
আমার মনে হয়, পিকাসো নিজেই এই নাম উচ্চারণ করতে পারতো না বলে, নামটা চেঞ্জ করে রাখছে।

৪০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: ক্রাশ কাহিনী অতি মনোরম লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

আরণ্যক রাখাল বলেছেন: আপনার কমেন্টও অতি মনোরম

৪১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: জ্ঞান বড়ই আজব জিনিস, খালি মানুষকে দিতে ইচ্ছে করে। ---- সঠিক কথা।

লেখক বলেছেন: আমি সবার উপর ক্রাশ খাই। কিন্তু কেউ আমার উপর খায় না!
দুঃখ!


-- আপনার লাইগা এক মিনিট নীরবতা পালিত হবে। B-)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

আরণ্যক রাখাল বলেছেন: আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন, আর কেউ কেউ বোঝে নাই B-)
আশা করি যারা দেখবে একমিনিট নীরব হয়ে থাকবে তারা :P

৪২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: অ্যাশেজের গানের লিরিকটা ভালো লাগলো। আরো একটা লিরিক দেন, পড়ি।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

আরণ্যক রাখাল বলেছেন: একটা ক্যান, বেশি করে পড়েন! ;)
ছারপোকা -
আধো আলোতে মন ছুঁয়েছে,
অন্ধকার একলা,,
চোখে চশমা মনে অন্ধ;আয়নাতে চোখ
ছোঁয়।

মিছেমিছি ভয় পাওয়া আবার
হারিয়ে মেঘটা...
মনে মনে ধরে হাঁটা;আমার
ভাললাগা...!!

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে..??
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ
দিলে....!!

তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়,,

তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা..

মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা।

১৭ পৃষ্ঠা
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে

আজ আমার মন ভাল নেই!

কি যেনো কি হয়ে গেছে আমার
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই।

কথা সব শেষ হয়ে গেছে
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই।

বেখায়ালি স্টেশন
সত্য করে জানি পাব না তো-
মিথ্যেটা হোক তবে ভাল,
মিছেমিছি কপালে হাত,,
কেন তুমি আকাশ দেখাও..?

আমার এ মন জলে ভেসে যায়,
কান্না গুলো রোদে পুড়ে যায়,,
বেখেয়ালি স্টেশন রোডে...

মিথ্যে হয় রেলিঙের হাত,
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ,,
চোখ কেন;
ধরেনা উড়ানো ঘুড়ি..

হলুদ ল্যাম্পপোস্ট
ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে,
ইচ্ছে হলে জল হয়ে ভুল তরুণী,,
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল।

ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে,,
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়...!!

হঠাৎ করে জানালাতে রাগ ভেঙ্গে গেছে,
জানালাতে কাঁদছিল চোখ ভীষণ
লাজুক,,
হঠাৎ করেজানালাতে লাজ উঠে যায়,
লাজ ভয়ে সারাটিক্ষন চুপচাপ প্রেমিক..

কেমন আছো
কেমন আছো কোথায় মনে কী রবে.?
নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে..
কী দিয়ে যে তারে বোঝাব আমায়.?
কোন আকাশে সে ডানা মেলে উড়ে.?
এই ভাবে আমার মেট্রো জীবন,
কোন রকমের এক হলুদের রঙ,,
কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি,
জানালাতে চোখ মুছে দেবে কী.?

ছাড়তে পারিনা, ধরতে পারিনা,,
সইতে পারিনা, বাঁধতে পারিনা....

কোন দেশে থাকে সে কোন দেশে ঘুমায়,
নিংড়ে যাব আমি নিংড়ে তুমি,,

কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়,
এস্ট্রের ফাঁকে স্বপ্ন দেখা,,

কত দিনের এ ব্যাথা বোঝাব কারে.?
কত ব্যাথা সয়ে যায় সয়ে যেতে হয়.!

কী নামে ডাকি তারে, কী হাতে ধরি,
কী মায়া চোখে আহা
হয়ে যাব শেষ।

আরও কিছু আনরিলিজড ট্রাক আছে। ইউটিউবে পাবেন। শুনে নিন, দেখে নিন। অ্যাশেজ ইজ ইউনিক

৪৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
B-)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: ;)

৪৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: মেলা দিন পর এক্কান চরম পুষ্ট পড়লাম :p

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

আরণ্যক রাখাল বলেছেন: Thank u

৪৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৪

রোদেলা বলেছেন: কিন্তু আফসোস, ভাবতে ভাবতে বুদ্ধিজীবী হয়ে গেলাম কিন্তু তাকে পটানোর কোন রাস্তা খুঁজে পেলাম না। কিন্তু গুরু বলেছেন, “তোর কাছে পৌঁছতে/ পারি পাহাড় টপকাতে/ থামবে না এ গাড়ি পথে বাঁধা পেলে”
ক্র্যাশ কাহিনী হেব্বি লাগছে.।.।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ!
আসলেই ভাবতে ভাবতে মাথার চুল লাল হয়ে গেল কিন্তু উপায় খুঁজে পাইলাম না ;)

৪৬| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুমাইয়া তালুকদার নামের জনৈকা বালিকাকে বোধহয় অামার প্রথম ভালো লেগেছিলো; এটা কলেজে পড়ার সময় । সাহস কম থাকায় কখনো বলা হয়নি ।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: সেইসময় যদি একটু সাহস করতেন!
এইটা ভালো ব্যাপার যে, আমার কোনোদিন সাহসের অভাব হয় নাই। বরং বেশিই ছিল B-))

৪৭| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: জীবনের প্রথম ক্রাশ স্টারমুভিজে ম্যাডোনারে দেইখা, ক্লাশ ফাইভে!

সেই ক্রাশ অখনো বহাল আছে!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ক্রাশ তো মরে না, আজীবন থাকে B-)

৪৮| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

পার্থিব পার্থ বলেছেন: আপনার পোস্টটা মজার।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



হা.............হা............হা............ জব্বর মজার ।

এই আবুলতাবুল মন্তব্য নাথিং সিরিয়াস ! :-P

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: নাহ, আপনি মজা পেয়েছেন এটা মজা হিসেবে নিতে পারছি না। এটা একটা পাওয়া। বড় পাওয়া

৫০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা
মজাই মজা।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: :#)

৫১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

রাজসোহান বলেছেন: প্রথম ক্রাশ ছিলো আমাদের মডেল স্কুলের বাংলা ম্যাডাম। নাম ভুলে গেছি। আমরা একবার ম্যাডামকে উঠায় আনার প্ল্যানও করছিলাম /:)

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: মাইরালা!
উঠায় আনলে খারাপ হইতো না। পত্রিকার শিরোনাম হইত, "ছাত্র কতৃক শিক্ষিকা অপহরণ!" ;)

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



এটা আগে পড়া পড়া হয়নি; যাকে দেখেন, তাকেই ভালোবেসে ফেলেন, আপনি তো বিশ্ব প্রেমিক।

কোথায় পড়েছিলাম, ১ ব্যক্তি বলছিল যে, সে ১০ কোটী হারায়েছে কিছুক্ষণ আগে; পরে বুঝ গেলো যে, ১০ কোটীর লটারীতে তার নম্বর লাগেনি; সে হিসেবে তো অনেকে ট্রিলিয়ন হারায় জীবনে; আপনার ক্রাশের অবস্হাও ঐ রকম, আপনাকে বাঁচানো মুশকিল হবে।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
ক্রাশ খেলে মরা লাগে না, এই ব্যাপারটা মজার!
ক্রাশ খাওয়া আসলেই লটারি কাটার মতো। লটারি যেমন কয়েক লাখের মধ্যে একজন জিতে নেয়, তেমনই ক্রাশ যার উপর খেয়েছেন, তার সাথে লাখে একজন হয়তো প্রেম করতে পারে। ব্যাপারটা দুঃখজনক। ;)
মিউচুয়াল ক্রাশের কথা আমি শুনিনি :((

৫৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৬

রিপি বলেছেন:

হাসতেই আছি হাসতেই আছি। আর কিছু বলার নাই।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

আরণ্যক রাখাল বলেছেন: হাসতেই থাকুন হাসতেই থাকুন, হাসাটা শরীরের জন্য প্রচুর উপকারী ;)

৫৪| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মজারু পোস্ট B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.