![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর টি শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। গত কাল রাত প্রায় ২ টা। দল ছুট ব্যান্ড এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধর ফোন এলো আমার সেল ফোনে। ভাবলাম মগবাজারের বাপ্পা মজুমদারের স্টুডিও তে ওরা হয়তো কোন ভয়েস রেকর্ড করছে। বেশ মজায় আছে। তাই আমাকে ফোন দিয়ে একটু জ্বালাবে শাহান। প্রথমে ফোন ধরতে চাইনি। কিন্তু কি মনে করে ধরে ফেললাম। ফোন রিসিভ করেই বলে উঠলাম কিরে আর কত জ্বালাবি? তোদের জন্য কি ঘুমানো ও যাবেনা? বল কি বলবি? আমার কথা শুনেই শাহান কাতর কণ্ঠে বলল ভাইয়া ব্যাড নিউজ আছে? আমি ভাবলাম ও ফান করছে। আমি বললাম কি চাঁদনির বাচ্চা কাচ্চা হয়েছে কি? ( চাঁদনী বাপ্পা মজুমদারের স্ত্রী)। শাহান বলল ভাই জয়নুল ভাই আর নেই!!
জয়নুল আলম আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর স্বামী। আমি শাহান কে বললাম তুই কি ঠিক বলছিস। ও বলল হা আমি ঠিক বলছি। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। ঈদের আগে জয়নুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার। ফাহমিদা আপা এবার নিজের লেখা ও সুরে একটি অডিও এ্যালবাম বের করবে। মূলত এই ব্যাপারে অনেক কথা হয় জয়নুল ভাই এর সঙ্গে। আমি উনাদের বাসায় গিয়েছিলাম। ওই দিন ফাহমিদা আপা বাসায় ছিলেন না। দেশ টি ভি তে একটি প্রোগ্রাম থাকায় তিনি দেশ টি ভীর কার্যালয়ে ছিলেন। আমি তাকে ফোন দিতেই( ফাহমিদা নবী) বললেন তুমি বাসায় যেতে থাকো। আমি তাড়াতাড়ি ফিরবো। আন মোলের জ্বর ( আন মোল ফাহমিদা নবীর একমাত্র মেয়ে)। বাসায় যেয়েই আমি কলিং বেলে চাপ দিতেই দরজা খুললেন আন মোল। ও আমাকে আগে থেকেই চেনে। ভিতরে গিয়ে বসতেই আমার সামনে এলেন জয়নুল ভাই। ওনাকে আমি আগে দেখিনি। কিন্তু জয়নুল ভাই যেই ভাবে কথা বলা শুরু করলেন আমার সাথে মনে হল উনি হাজার বছরের পরিচিত। অত্যন্ত সাদামাটা মানুষটির সঙ্গে অনেক কথা হয়েছিল সেইদিন।
সেই জয়নুল ভাই নেই ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। গত ১৭ই সেপ্টেম্বর জয়নুল ভাই তার ব্যক্তি কাজে দেশের বাড়ি বগুড়াতে যান। ১৮ই সেপ্টেম্বর যেদিন ভূমিকম্প হয় সেই সময় তিনি রাস্তা দিয়ে হাটছিলেন। ভূমিকম্পের তাণ্ডবে তিনি ভীষণ ভয় পেয়ে যান। এবং বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে একটি ফার্মেসিতে নিয়ে যান। কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে তাকে পাশের ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণেই সব শেষ! চির বিদায় নেয় জয়নুল ভাই। ভূমিকম্পের এমন প্রহসন কেড়ে নিলো আমাদের মাঝ থেকে জয়নুল ভাইকে।
ফাহমিদা আপার সেল ফোনে অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আসলে তাকে সান্ত্বনা দেবার কোন শব্দ আমি খুঁজে পাচ্ছিনা। আর এমন সময় আমিও ঢাকার বাইরে। কি অবস্থায় আছেন তারা আমি নিজের চোখে এখনও দেখিনি। তবে এই মুহূর্তে কি ভাবে ভাল থাকবেন আমার নোমা আপা। আর আন মোল এর কথাও ভীষণ মনে পড়ছে। ছোট্ট মেয়েটি বা কি করছে?
মহান সৃষ্টিকর্তা তাদের শোক সইবার শক্তি দিন। শোক কাটিয়ে তারা যেন আবারো ফিরে আসতে পারে স্বাভাবিক একটি জীবনে। জয়নুল ভাই এর আত্মা যেন শান্তিতে থাকে এই চাওয়া মহান সৃষ্টিকর্তার কাছে।[/sb
প্রথম আলো ব্লগে প্রকাশিত।
বি ডি ব্লগে প্রকাশিত
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪
সোজা সাপটা বলেছেন: ভেরি স্যাড।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৫
সোজা সাপটা বলেছেন: রুহের আত্মার মাগফেরাত জামনা করছি।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৯
রাইসুল জুহালা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেছিলাম ওনার একমাত্র মেয়ের বিয়ে খুব শিঘ্রি হতে যাচ্ছে। এরকম একটা সময়ে এই পরিবারে এধরনের দুর্যোগ!
বাই দ্য ওয়ে, এই লেখার 'আমি' ব্যক্তিটা কি আপনি নিজেই? আপনি মিউজিক করেন?
২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২১
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: জুহালা-
এর আগে মনে হয় একবার আপনার সঙ্গে কথা হয়েছে আমার। ( সম্ভবত)
আর আমি কে?
আমি নিজেই।
মিউজিক করা বলতে আসলে গান গাইনা।
লিখি- সুর করি। ( ছদ্ম নামে)
আর মাঝে মাঝে সামরথের মধ্যে প্রডিউজ করি।
ভাল থাকবেন।
আর হা আপনি গান করেন?
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩০
ফেলুদার চারমিনার বলেছেন:
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
তাসনিয়া বলেছেন: সমবেদনা জানাই
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
নষ্ট কবি বলেছেন:
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
ফয়সাল তূর্য বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
খুব খারাপ লাগলো শুনে। উনার আত্মার মাগফেরাত জামনা করছি।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
নীরব দর্শক বলেছেন: দুঃখজনক।
রুহের আত্মার মাগফেরাত জামনা করছি।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
আতিক একটেল বলেছেন: আল্লাহতালা তাদের শোক সহ্য করার শক্তি দিন।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
ফারা তন্বী বলেছেন: ওনার রুহের মাগফিরাত কামনা করছি।
আমি যতদূর জানি, ওনাদের ডিভোর্স হয়ে গিয়েছিল বেশ আগে!
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
তির্যক রহমান বলেছেন: বাউন্ডুলে রুবেল বলেছেন: খুব খারাপ লাগলো শুনে। উনার আত্মার মাগফেরাত জামনা করছি।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪০
আমি লিখতে চাই না বলেছেন: মর্মান্তিক সংবাদ। সত্য আমি বাকরুদ্ধ
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪০
অতিউওম বলেছেন: উনার আত্মার মাগফেরাত জামনা করছি।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মনটা খারাপ হেয়ে গেল
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫২
নীল কষ্ট বলেছেন: জানতাম না
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দূঃখজনক।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৫
acidage বলেছেন:
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৮
শেখ সাব্বির আহমেদ বলেছেন: : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০১
এফ আই দীপু বলেছেন: জয়নুল ভাই মারা গেছেন। ওপারে ভালো খাকুন তিনি এটাই কামনা করি।
কিন্তু আপনার ইনফরমেশনে অনেক ভুল তথ্য দিয়েছেন। ফাহমিদা নবী এবং জয়নুল ভাই সেপারেশনে আছেন অনেক দিন থেকে। মাঝের সময়গুলোতে ফহমিদা নবী অন্য একজনের সঙ্গে লিভ টুগেদারও করতেন। এনিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বাদানুবাদ হয়েছে অনেকবার। সেই সমস্যার সমাধান তারা কখনোই করতে পারেন নি। ঈদের আগে তাদের একসঙ্গে বাসায় কোথায় পাইলেন? মৃত মানুষটার নামের পাশে আপনার বানানো গল্প দিলে কি খুব বেশি বাহবা পাওয়া যাবে?
২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৭
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: মিঃ দিপু-
আপনার নিচু মন মানসিকতা দেখে আমার ঘৃণা লাগছে। তাদের মধ্যে সেপারেশান কবে হল? এটি কি মিডিয়ার বানানো নাকি আপনার বায়বীয় তথ্য? আপনি কি কথা বলবেন এই ব্যাপারে সামিনা বা ফাহ মিদার ভাই মিউজিশিয়ান পঞ্চম এর সাথে? নাকি কথা বলবেন সামিনার স্বামী চ্যানেল আই এর মিউজিক ডিরেক্টর ইজাজ খান স্বপন ভাইয়ের সঙ্গে?
জয়নুল ভাই ধানমণ্ডিতে নূতন যে বাড়িটি বানাচ্ছিলেন সেটি দেকভাল কে করতো? আর স্বামী স্ত্রী এর একান্ত ব্যক্তিগত ব্যাপার এর বিষয় সেটি আমার জানা দরকার নেই। প্রয়োজন ও পড়েনা।
আর ইস্কাটনের ৮৭ নম্বর বাসা টি কার?
মৃত্যু মানুষের নামে মিথ্যা আমি বললাম নাকি আপনি হিরো সাজতে নির্লজ্জ ভাবে ব্লগে ব্যক্তি ব্যাপার নিয়ে মিথ্যাচার করলেন?
আর আমি কেন গল্প বানাতে যাব?
আগে আমি কে সেটি জানেন। তার পর আপনার নিচু মনের প্রশ্ন গুলো করেন।
বাম্বা- সাফিন- শফিক তুহিন- ফাহ মিদা- পার্থ বড়ুয়া- হৃদয় খান- পারভেজ- ইজাজ খান স্বপন - ইমন সাহা এদের জিগান আমি কে?
তার পর আসেন।
আপনার মত নির্লজ্জ মানুষ এর পক্ষে এতটা মিথ্যাচার না করলেও চলতো।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: শোকাহত। মর্মাহত।
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৬
তাবন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৯
আর.এইচ.সুমন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !!!
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
নীরব দর্শক্ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর রুহের মাগফেরাত জামনা করছি।
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
মাহমুদা সোনিয়া বলেছেন: allah take shanti din..
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮
ইমন জুবায়ের বলেছেন: আজ সকালে পত্রিকায় খবরটা পড়েছি। মানুষ এভাবেও চলে যায! তখন থেকেই খারাপ লাগছিল। শোকার্ত পরিবারের জন্য সমবেদনা রইল।আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪২
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: ধন্যবাদ জুবায়ের। তবে পরিচ্ছন্ন ব্লগ হিসাবে এই ব্লগে কিছু নিচু মানের মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের দেখে বিশ্বাস করুন খারাপ লাগছে খুব।
দয়া করে ২০ নং কমেন্ট দেখুন।
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২
কাউসার রুশো বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান সৃষ্টিকর্তা তাদের শোক সইবার শক্তি দিন। শোক কাটিয়ে তারা যেন আবারো ফিরে আসতে পারে স্বাভাবিক একটি জীবনে। জয়নুল ভাই এর আত্মা যেন শান্তিতে থাকে এই চাওয়া মহান সৃষ্টিকর্তার কাছে।
২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৮
নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: আরো বেশী কষ্ট পেলাম একটা কমেন্ট পড়ে।
২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০০
রাইসুল জুহালা বলেছেন: অফটপিকঃ @লেখক, আপনার সাথে আগে কোথায় কথা হয়েছিল, ঠিক মনে করতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। স্মৃতিশক্তি আমার কোনকালেই খুব ভাল ছিল না। যাই হোক। আপনি মিউজিকের সাথে আছেন, একজন শিল্পীর সাথে পরিচিত হয়ে ভাল লাগল। আপনার মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রচলিত নামটা জানাতে চান না বোধহয়। অসুবিধা নাই। আশা করি, আরও অনেক ভাল করবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২১
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: রাইসুল-
আসলে কথা হয়ে ছে বলতে আমি বলেছি ব্লগের কথা। লাইভ না।
আচ্ছা মনে হয় মিউজিক করেন আপনি। কি করেন জানাবেন?
৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
মাহবু১৫৪ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার রুহের মাগফেরাত কামনা করি।
৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২১
এফ আই দীপু বলেছেন:
লেখক বলেছেন: সাফিন- শফিক তুহিন- ফাহ মিদা- হৃদয় খান- পারভেজ- ইজাজ খান স্বপন - ইমন সাহা ---------------
এই কয়টার বাজার দর কম, স্বভাবতই আমার কাছেও মুল্যহীন। এফ আই দীপু কে এইডা আাপ্নে আগে জাইনা লন। আমার দরকার নাই। নিজের পরিচয় যে দিতে পারে না তার সঙ্গে কথা বলা আর একটা তালগাছের সঙ্গে কথা বলা সমান কথা। যাউকগা স্বনামে আইয়া কথা কৈয়েন।
৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৮
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: দিপু-
প্রসঙ্গ ঘুরায়ে দিলেন কেন?
লাইনে আসেন?
এফ আই দিপু কে? সে কি করে? হাফ প্যান্ট না ফুল প্যান্ট পরে এইগুলো জেনে আমার দরকার নাই। যদি প্রোফাইল ইমেজ আপনার হয়ে থাকে তবে আমি তো দূরে থাক কেউ আপনাকে চিনবেনা!!!
ইজাজ খান স্বপন- হৃদয়- পারভেজ- শাফিন আহমেদ এর বাজার দর কম?
ব্যাপক বিনোদন। আমার বুঝা শেষ আপনি আসলে কোন জগতের লোক?
আর আপনার কাছে যারা মূল্য হীন তাদের কাছে আপনার দাম শিকি আনা আছে কিনা আজ বিকালে তাদের জিগামু আনে। আর আম্নের ছবি টা ও কপি করে নিলাম মোবাইলে। দেখামু ওদের। দেখি আপনি কোন শের খান?
ভাব এমন দেখাই লেন মনে হয় চ্যানেল আই আর সাগর ভাই- কিংবা মাছ রাঙ্গার পিন্টু ভাই!
হাহাহাহাহাহা
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪১
এফ আই দীপু বলেছেন: আপ্নে কোন বালছাল। নিজের হোগায় আঙ্গুল দিয়া মরেনগা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বালের আবেগ লৈয়া আমার লগে পুঙ্গা মারামারি কৈরতে আইসেন্না। ফাহমিদা নবী বলেন আর যাই বলেন, ওই সব লিভ টুগেদার করা ছিনালদের লগেতো আপ্নের সম্পর্ক থাকবোই। অন্তত তার জন্য মায়াকান্না দেইখা বোঝা যায়। তো কয়দিন আছিলেন ভাইজান। বুঝছি, সাগর ভাই, পিন্টু ভাই এরাও আপ্নের পশ্চাতদেশের স্বাদ পাইছে। ব্যাপক উদাহরণ টানলেন তো তাই বল্লাম আরকি? আরও বড় বড় মানুষের উদাহরণ লৈয়া আইয়েন। বলা যায়না প্রেসিডেন্ট জিল্লুর রহমান কিংবা পিএম শেখ হাসিনার লগে আপ্নের যোগাযোগ আছে কি না। থাকলে আওয়াজ দিয়েন। আপ্নের লগে যাইয়া হেগো বাড়িত্তুন এক কাপ চা খাইয়া আসুমনে।
আর আমার ছবিটা দেইখা বাথরুমে হাত মাইরেন। আপ্নে যাতে সুখ পান আর কি?
৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৪
আকাশ_পাগলা বলেছেন: নিজের পরিচয় যে দিতে পারে না তার সঙ্গে কথা বলা আর একটা তালগাছের সঙ্গে কথা বলা সমান কথা। যাউকগা স্বনামে আইয়া কথা কৈয়েন।[/sb
এই কথা দুইজনকেই বলা যায়।
দুই জনেই যেই কনফিডেন্সের সাথে কথা বলতাসে, খাইছে !!!
আপনারা কেডা কী করেন, না বললে ফালতু প্যাচাল অফ করেন। পাবলিক যারটা মঞ্চায় তারটাই বিশ্বাস করবে। জেনারেলি, পাবলিক মিডিয়ার লোককে ত্যাড়া চোখেই দেখে।
আপনাদের ত হাফপ্যান্ট খুলতে বলে নাই, পরিচয় বলতে বলছে। পরিচয় নিয়ে সমস্যা থাকলে থাক, এসব ঝগড়া বন্ধ করেন। হাবিজাবি আমিও বলতারি।
এত কমেন্ট পড়লাম শেষমেষ আসল জিনিস জানার জন্য। কিছুই পাইলাম না। মাথা আর মেজাজ দুটাই গরম হয়া গেল। ধূররররর।
৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৫
কুন্তল_এ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার আত্মার মাগফেরাত কামনা করি।
>
>
>
>
(মৃত্যুসংবাদ নিয়ে একটা পোষ্টে একি জঘন্য তর্কাতর্কি!)
৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৩
বৈকুন্ঠ বলেছেন: আপনের পোস্ট পড়তে গিয়া এটা জায়গায় আইসা ধাক্কা খাইলাম। আপনে লেখসেন - ভূমিকম্পের এমন প্রহসন কেড়ে নিলো আমাদের মাঝ থেকে জয়নুল ভাইকে ।। ভাই, আপনে প্রহসন শব্দটার অর্থ জানেনতো ঠিকমতন? যাউকগা কোন বেপারনা। কিসু মনে নিয়েন্না।
আর ফাহমিদা নবীর মেয়ের নাম কি "আন মোল" নাকি আনমোল? মনে হয় এইটা হিন্দী/উর্দূ শব্দ। যার অর্থ অমূল্য। আন মোল আলাদা কৈরা লেখলে রসায়ন শাস্ত্রের কোন টার্মের মতন শোনা যায়।
আর এত্ত ঝরগা ঝাটি বাদ্দেনরে ভাই আম্নেরা দুইজনই। সারা দুনিয়ারই গান বাজনা অভিনয় জগতের মানুষজন ইট্টু ডিস্টার্বড যৌন জীবন যাপন করে। তবে বাংলাদেশের এরা বিষয়গুলা লুকায়া রাইখা একেকজন "ভালোমানুষ" সাজতে চায়। আসলে মানুষের যৌন অভিরুচি কোন সময়ই তার ভালোমানুষ বা খারাপ মানুষ হওয়ার পথের বাধা হৈতে পারেনা। যাউকগা এইসব নিয়া ফালতু প্যাচাল পাইরা কুনু লাভ নাইকা। ভূমিকম্পের ভয়ে একজন মানুষ মারা গেসে এইটাই বড় কথা। ভাইগ্যবান লুক আসিল। এক্কেবারে কোন ভোগান্তি টোগান্তি ছারাই মারা গেসে। আমিও এমুন হঠাৎ এবং নির্ভেজাল মৃত্যুই কামনা করি আমার নিজের লাইগা
৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৬
ফালাক বলেছেন: ফাহমিদার ছবি সাটাইলেন যে!!!!!!!!!!! উনি তো আর গত হন নাই।
৩৮| ০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৪
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেন: ধন্যবাদ সবাই কে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪
বাউন্ডুলে রুবেল বলেছেন: খুব খারাপ লাগলো শুনে। উনার আত্মার মাগফেরাত জামনা করছি।