![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টগুলো জমা রাখছি .... আশা করছি একদিন কাজে আসবে....।
শুরুতেই বলা ভালো এটা কোন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে লেখা না।
এমনিতেই বন্ধু ও পরিবার মহলে আমি কাটখোট্টা, নিষ্ঠুর মনের অধিকারী, অসামাজিক আরও অনেক কিছু হিসাবে পরিচিত আছি এবং সবথেকে আনন্দের বিষয় আমি মনে হয় এরকমই তাই কিছু মনে হয় না।
তো যাই হোক, গতকাল বাসায় যাচ্ছিলাম, যাবার সময় ইজিবাইক এ একজন মা, তার ছোট একটা মেয়ে আগে থেকেই ছিল, দেখেই বুঝতে পেরেছিলাম হতদরিদ্র। মেয়েটার কাছে মাধ্যমিক লেভেল এর ছয়টি নোট বই(তার নিজের জন্য না)। সায়েন্স গ্রুপের। সাথে বাংলাসহ আরও দুইটা নোটবই ছিল। কেন জানি নে হঠাৎ চোখের কোনে একফোঁটা জল জমে গেল। হয়ত এইভেবে যে না জানি এই নোটবই গুলো কিনতে এই মা কে কত কষ্ট করা লেগেছে
আমি আর না জিজ্ঞাসা করে পারলাম না। কাহিনীর সংক্ষেপ হচ্ছে, তার ছেলে মাধ্যমিকে পড়ে, খুব ভালো ছাত্র, বাবা তাদের কে দেখেন না ( সাহায্য ও খোঁজ নেন না) ছেলের পড়ার জন্যি আমাদের একজন অনেক বিখ্যাত( সে যেভাবেই হোক না কেন) নেতার কাছে গিয়েছিলেন এই নোটবই গুলো চাওয়ার জন্য। কিছু অর্থ সহযোগিতার জন্য। কিন্তু নেতা সাহেব তাকে একটা লাইব্রেরী তে পাঠিয়ে দিয়েছেন সেই নোটবই গুলো দেবার সুপারিশ দিয়ে, এবং তিনি পেয়েছেন (আমি সেই নেতার মানবিকতায় অনেক হ্যাপি) এবং তিনি আমাকে একটা প্রসপেক্টাস দেখালেন( বুক লিস্ট) সেখানে সব একটা বিখ্যাত কোম্পানির নোটবই থেকে শুরু করে পেন, খাতা, জ্যামিতি বক্স, আরও যা যা প্রয়োজন সব দেওয়া আছে এবং শিক্ষকরা সেগুলো অবশ্যই কিনতে বলেছেন। আমার চোখের জল শুকিয়ে গেলো।
তখন মাথার ভিতর অনেক গুলো বিষয় ডিগবাজি খাচ্ছে
১। আমাদের দেশের সরকার নতুন শিক্ষা ব্যাবস্থা চালু করেছেন, যেন শিক্ষার্থীরা মুখস্তবিদ্যা ছেড়ে সৃজনশীল কিছু করতে পারে। তাহলে এই নোটবই এর কি দরকার???
২। সেই নেতা কেন তাকে নোটবই কেনার জন্য সাহায্য করল ( যখন সরকার সব প্রধান এবং দরকারি বই ফ্রি দিচ্ছে ) ??? তার কি উচিত ছিল না সেই কোম্পানির এবং নোটবই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া???
৩। আমরা মানুষ কি করে হব? আমাদের শিক্ষাগুরুরা আমাদের শিক্ষা দিবেন কি? বিভিন্ন কোম্পানির টাকা খেয়ে ভুড়ি বানাতে ব্যাস্ত। আমরা বড় হব কি করে?
এই সব হাবিজাবি ভাবতে ভাবতে গন্তব্যে পৌঁছে গেলুম। তখন ভাবলাম অনেক দিন সামুতে কিছু লেখা হয় না তাই এই কাহিনী লিখে ফেলি, জনসচেতনা বৃদ্ধি (যেহেতু আমি হতে পারিনে ) কিংবা কারোর প্রতি কোন আবেদন, ক্ষোভ কিছু নিয়ে এই লেখা লিখিত হয়নি :প
শুধু একটাই প্রশ্ন থেকে গেলো "মুই (সবাই) মানুষ হবি কবে??? "
©somewhere in net ltd.