![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে?
ভারত না icc
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফর রাখা হলো ইংল্যান্ড ও ভারতের জন্য, যাতে তারা সেখানে অনেকদিন থেকে ও খেলে বিশ্বকাপ প্রস্তুতি নিতে পারে।
সেই ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারত পুরোপুরি নাস্তানাবুদ হয় আর ফাইনালে ওঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সেই ভারতই বিশ্বকাপ শুরুর সাথে সাথে পুরো পাল্টে গেল! একের পর এক ম্যাচ জিতে দাপটের সাথে উঠে গেল কোয়ার্টার ফাইনালে।
সমালোচকরা এ বিশ্বকাপের শুধু একটি ম্যাচকেই পাতানো বলতে চাচ্ছে - ভারত আর দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।
নিউজিল্যান্ডকে নিজ দেশে খেলতে দেয়ার নামে আইসিসি ভারতকে তাদের পছন্দানুযায়ী মেলবোর্ন এ বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলার ব্যবস্থা করে দিয়েছে।
ভারত বিদায় মানে আইসিসির লোকসান, তাই তাদের চাহিদানুযায়ী পিচ করা হবে ও মাঠের আম্পায়ারদ্বয়-টিভি আম্পায়ার তাদের অনুকূলেই থাকবে।
.
কাজেই বুজতে পারছেন, কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ কি শুধু ভারত ????
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৬
Gupi বলেছেন: দেখা যাক কি হয়;তিক্ত ভাষী
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৪২
তিক্তভাষী বলেছেন: ভিউয়ারশিপ বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ভারতের বিজয় হয়তো আইসিসি মনে মনে কামনা করতে পারে। তাই বলে যেসব অভিযোগ করা হচ্ছে তা সত্য বলে মেনে নিতে পারছি না। তাছাড়া, ভারতের উপযোগি পিচ স্লো হবে যেটা বাংলাদেশের জন্যও সুবিধার হওয়ার কথা।