![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বোধহয় ক্রিকেটে আচরন বিধি বলতে কিছুইনেই যদি থাকত তাহলে আমাদের এতসব শুনতে বা দেখতে হত না।
বিভিন্ন পএ পত্রিকা বা সামাজিক যত সাইট আছে তাতে একটু চোখ বুলালেই দেখা যায় বাংলাদেশকে নিয়ে যত বাজে বাজে মন্তব্য। পাকিস্তানের নাসির জমসেদ তো রুবেল কে সরাসরি ধর্ষকই বলে ফেললেন। আর মকা মকা তো আমরা সবাই দেখলাম। পেপসির এই মকা মকা আনেক দেশকে নিয়েই বানানো হয়েছে কিন্তু আমার মনে হয় বাংলাদেশকে সবচেয়ে বেশি হেও করা হয়েছে। এসব কিছু কি আই ছিঃছিঃ নজরে আসে না। ক্রিকেট তো গোল বলের খেলা অনেক কিছুই এখানে ঘটতে পারে। কে জানে হয়তবা আমাদের ও কাল মকা আসতে পারে।
©somewhere in net ltd.