নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

রাগ ইমন

রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।

রাগ ইমন › বিস্তারিত পোস্টঃ

দুষ্টু ছড়া

১০ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৩

তোমার সাথে জাগতে মানা , বুঝলে কিনা! এই ছেলে !

বুকের মাঝে আকুল বিকুল ছন্দ তবু দাও ঢেলে!

তোমার তো নাই লজ্জা শরম একটুকও

চেতিয়ে চুলের বাহার দেখাও , বুকটুকও-

কিনতু আমি বালক ফেলে মজবো কেন আংকেলে?





ঢাকা

2006

ভোর 4:50

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০০৬ রাত ২:৫২

অরূপ বলেছেন: দশে দশ!

২| ১১ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:২৪

পথিক!!!!!!! বলেছেন: ছন্ত কণ্যার হতে পড়েছে
খানা খেতে জকে লিমেরিকের এক সাথে.............
আমি আসলে ব্যর্থ চেষ্ট াই করেছি.......রাগু দি আপনাদের জন্যই এসব। আমার জন্য গদ্য রীতীই ভালো।

৩| ১১ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩৩

অতিথি বলেছেন: তৈল মালিশ ফেলাডিং

৪| ১১ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:১৩

রাগ ইমন বলেছেন: অরূপ, অনুরোধে চমচম গিললাম! [ ইফতারের পরে] ধন্যবাদ।

পথিক, আল্লাহর দোহাই লাগে, বানানটা একটু ঠিক করো

হয় নাই @ কট্টর সমালোচক!

৫| ১১ ই অক্টোবর, ২০০৬ রাত ৯:২১

মাশীদ বলেছেন: হা হা হা!
লা জওয়াব, রাগুপু!
Missed you a lot in the blog last morning!

৬| ১১ ই অক্টোবর, ২০০৬ রাত ১১:২৪

রাগ ইমন বলেছেন: মাশীদ,
হাহহাহাহাহা ! এইটা একদম ইন্সট্যান্ট জিনিস। সেহরী খাব, টাইম নাই.......তবু মনে হলো লিখে তারপর যাই।

ছন্দ, মাত্রা আর মজার বিষয়বস্তু--- ঠিকাছে না?

তুমি মিয়া ছাড়ো কিছু........একলাই খাইবা? আমারে দিবা না?

৭| ১২ ই অক্টোবর, ২০০৬ রাত ১০:০৪

রাগ ইমন বলেছেন: মাশীদ , বাইরে ছিলাম আপুনি!!!

পরে কথা হবে, ওকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.