নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাটি হবো মাটি

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...

ভিয়েনাস

মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...

ভিয়েনাস › বিস্তারিত পোস্টঃ

সকাল বেলার অনুভূতি .............

১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৭

তোমাকে আজ প্রচন্ড উন্মত্তায় পেয়ে বসেছে ।তোমার প্রনয় পু্র্ন আবেগী স্পর্শ যেন ঘুমন্ত আমাকে অপ্রকৃতিস্থ করার খেলায় মেতেছে । তোমার উষ্ণ আদরে প্লাবিত হল আমার দেহ মন । আমার ব্যাকুলতায় তোমার প্রচন্ডতা আরো তীব্রভাবে ছরিয়ে পড়ল আমার চারপাশে ।আমি তোমাকে আরো গভীর ভাবে অনূভব করতে চাইলাম। মৃদুস্বরে রবীন্দ্রসংগীত ছেড়ে চোখ বন্ধ করে তোমাকে, তোমার স্পর্শকে আপন করে পাওয়ার অনাবিল সুখ উপভোগ করলাম ।



আজ সকাল বেলাটি জ্যোতির্ময় হয়ে দেখা দিল। ঘুম ভাংতেই বুঝতে পারলাম বাহিরে সূর্যের আলোর বন্যা বয়ে যাচ্ছে। আমার কাঁচের দেয়াল আর তার ভারি পর্দা ভেদ করে আলোর বন্যা আমার বিছানায় গড়াগড়ি খাচ্ছে । আমি কপট অভিমানে শুয়ে থাকলাম। কেন এতোদিন পর পর আস ? প্রতিদিন কেন এমন আলোকিত ভালবাসায় আমাকে ভাসিয়ে নিয়ে যাও না ? আহ্ কত দিন পর তোমাকে এমন করে পাওয়া।



বিছানা ছাড়তে ইচ্ছা হল না । তবু আলসেমিটাকে পাশ কাটিয়ে উঠে পড়লাম। জানালার পর্দাটা সরিয়ে দিলাম। বিশাল নগ্ন আকাশ থেকে ঝরে পড়ছে সূর্যের অপরিমান আবেগ ।যেন সূর্যদেব তার তারুন্যের তেজে প্লাবিত করে দিচ্ছে অপরুপ রুপে ভরা রুপসী পৃথিবীটাকে। সূর্যের এত আদরে পৃথিবী তার রুপের পসরা উজাড় করতে কার্পন্য করছেনা।



টানা কয়েক দিন তুষারপাত আর মেঘলাকাশে ভরা তীব্র শীতের দিনে এমন একটা সকাল সত্যি অনেক উপভোগ্য । গত কয়েক দিনের বিরামহীন আকাশের কান্না আর থমথমে গম্ভীর দু:খমাখা চেহারার প্রকৃতিটাতে আজ যেন ভূবন জয় করা সৌন্দর্য ছড়িয়ে পরছে।



হাত মুখ ধুঁয়ে হালকা নাস্তা করে, চা করতে গেলাম । কিন্ত আজ কফি খেতে ইচ্ছা করলো । এক মগ ব্ল্যাক কফি নিয়ে রুমে আসলাম । দেখি আমার রুমটা সম্পুর্ন তার দখলে । আনমনে হেসে দিলাম । এখানে এমন একটা রৌদ্রকর সকাল দেখলে মন ভাল নাকি খারাপ হয় বুঝিনা । তবে কেমন যেন একটু উদাসী উদাসী লাগে । আশার যদি কোন রুপ থাকতো , উৎসাহের যদি কোন ছবি থাকতো তাহলে মনে হয় ঠিক এই সকালের মত হতো।



অজানা এক আশা আর উৎসাহে ভরে উঠলো মন।গরম কফির মগ হাতে কাঁচের দেয়ালের ভিতর দিয়ে দূরাকাশের পানে চেয়ে আছি , যেন সেখানে আছে আমার সকল আশা আর উৎসাহ । মনে হচ্ছে আজকের সকাল টা যেন সবার এমন হয়। রৌদ্রের এই উদ্দীপনা আর কল্যানময় প্রণয় যেন সবার অন্তর ছুঁয়ে যায়।



শুভ কামনা সবার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৮

সাহারা তুষার বলেছেন: সকালের স্নিগ্ধতা মানুষের চোখে এভাবে ধরা দিতে পারে তা অবিশ্বাস্য। চমৎকার লিখেছেন। সত্যি- আপনার লেখা অত্যন্ত ধারালো।
চালিয়ে যান- কাটবে।

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫১

ভিয়েনাস বলেছেন: এমন স্নিগ্ধতা বেশীক্ষন ধরে রাখা গেল না আপু। বসুন্ধরা সিটির খবরে সব ম্লান হয়ে গেল। আমাদের হয়ত ভাল থাকতে নাই ।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.