নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বার্থপর!

কারো ধার ধারার সময় নাই। নিজেই নিজের মনের মালিক।

ভারচুয়াল আমি

আমি একজন বিভ্রান্ত মানুষ। যখনি নিজেকে নিয়ে ভাবি তখন আরও বেশি বিভ্রান্ত হয়ে যাই।

ভারচুয়াল আমি › বিস্তারিত পোস্টঃ

আমার জন্য আপনাদের হবু ভাবির লেখা। B-) B-) B-) B-) B-)

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:০৬

কখনো কি তোমার ইচ্ছে করে না,

একবার একসাথে ছুয়ে দেখি?

অথই জ্বলে সাগরের তীরে তুমি আমি পাশাপাশি,

দু'পা একসাথে জ্বলে রাখি।





কখনো কি তোমার ইচ্ছে হয়না?

পূর্ণিমার রাতে একা নির্জনে গল্প কথার ছবি আঁকি।

তুমি আমি পাশাপাশি,

সাদা মেঘের শুভ্র আবেশে দু'হাতে স্পর্শ করি।





কখনো কি তোমার ইচ্ছে হয়না?

বর্ষার দিনে একা আনমনে বৃষ্টি ধারার গান শুনি,

তুমি আমি পাশাপাশি,

চেনা সুখের অঝোর ধারায় দু'জনে বৃষ্টিতে ভিজি।।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:১২

মেহদী১০ বলেছেন: ভাই আমাদের হবু ভাবি আমাদের জন্য লেখাতে তোমার বলতে কাকে বুঝিয়েছেন :-P :-P :#> B-)) B-))
যদি আমাদের বোঝায় একসাথে হাটাহাটি করতে আমার আপত্তি নাই B-)) B-))

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:১৮

ভারচুয়াল আমি বলেছেন: আপনাদের জন্য না আমার জন্য লেখা।

যাইহোক ভাইজান হাটতে মুঞ্ছায় নাকি? কইয়া দেখমু নাকি আপনার ভাবিরে? :p :p :p :p

২| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:২২

কান্টি টুটুল বলেছেন: আপনাদের সামনের দিন রোমান্টিকতায় ভরা থাকবে দেখা যায়,

শুভ কামনা

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯

ভারচুয়াল আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। :)

৩| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:২২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ওরে ভাবী কি রোমান্টিক রে!! হিংসা হইতাসে :P

তয় দুইজনে একসাথে কই পা রাখবেন, একটু চিন্তা কইরা। জলে হইলে সমস্যা নাই কিন্তু ভাবী তো মনে হয়ে জ্বলে মানে আগুনে পা দিতে কইছে :-& :P ;)

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৩২

ভারচুয়াল আমি বলেছেন: :P :P :P :P জ্বল হোক আর আগুন হোক, একসাথে দিব তো, সমস্যা নাইক্কা। :P :P :P :P

৪| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৩০

অওয়াদুদ বলেছেন: আহ ভাবী....... ;) ;)

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৬

ভারচুয়াল আমি বলেছেন: ভাইজান এর মতিগতি তো ভালো ঠেকতাসে না। :/ :/ :/ :/

৫| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৪১

গুগলরকস বলেছেন: বিয়া করতে মুঞ্চায়

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০

ভারচুয়াল আমি বলেছেন: আমারটারে ছাড়া বাকি যেইটারে ইচ্ছা কইরা ফালান ভাই। দাওয়াত দিতে ভুল কইরেন না কিন্তু। শুভ কামনা রইল। ;) ;)

৬| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৪

ফায়ারউলফ বলেছেন: আহ ভাবী....... ;) ;)

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৯

ভারচুয়াল আমি বলেছেন: রহস্যজনক। ভাইজান এর মতিগতি তো ভালো ঠেকতাসে না। :/ :/ :/ :/

৭| ৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

মাক্স বলেছেন: আহ্ ভাবী

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০০

ভারচুয়াল আমি বলেছেন: রহস্য ঘনীভূত হইতেসে। ভাইজান এর মতিগতি তো ভালো ঠেকতাসে না। :/

৮| ৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১০

শামীম আরা সনি বলেছেন: ভাবীর লেখা একা একা পড়ার জন্য সবার সাথে শেয়ার করার জন্য না:)

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৩

ভারচুয়াল আমি বলেছেন: বেশি ভালো লাগসে কিনা তাই একটু সবার সাথে শেয়ার করলাম। ;)

উপদেশ এর জন্য ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৮:০৫

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল । মন্তব্যের টোকা ঠুকিতে আরও বেশি ভাল লাগল ।শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.