![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; দু'জন আধবুড়া মানুষের সাথে বিনোদনের আশায় 'চেন্নাই এক্সপ্রেস' মুভিটা আজ দেখে শেষ করলাম। অভিজ্ঞতা খুব'ই দারুণ! বোবা'র কোন শত্রু নাই। ঠিক একই ভাবে সাব টাইটেল ছাড়া এই মুভিটা দেখে এবং তার অর্ধেক কথাই বুঝতে না পেরে, এই মুভি'র সম্পর্কেও আমার কোন খারাপ রিভিউ নাই। তবে মুভি দেখার সময় আমার পাশের একজনের নাক ডাকার আওয়াজ আমি বেশ জোরে-শোরে'ই পেয়েছি।
তা বাদ সমাচার এই যে, আমার মনে হইছে বাংলাদেশের পুলিশদের এই ছবি দেখা উচিৎ! যেহেতু আমাদের দেশে'র পুলিশদের অস্ত্র-শস্ত্র কম তাই তাদের এই মুভি দেখাইয়া দেশীয় অস্ত্র 'দা' এর ব্যাবহার ও উপকারবিধি সম্পর্কে ওয়াকিবহাল করা দরকার। এতে আমাদের ফায়দা হবে!
যা ই হোক না কেন, পরিচালক আমার মত মানুষের জন্য অতীব প্রয়োজনীয় একটা ডায়লগ কিন্তু সিনেমায় রেখে দিয়েছেন! 'Don't underestimate the power of a common man.' কিন্তু আম্মাকে উহা কয়েকবার বলার পর তিনি ভাত খেতে দিতে প্রথমে অস্বীকৃতি জানান (আসলে কাম কাজ বাদ দিয়া সারাদিন মুভি দেখতেছি তা'র জন্য।), তাই বুঝতে পারলাম যে ডাইয়লগটি অবস্থা বুঝে দিতে হবে।
তবে আর যাই বলি না কেন, আমার একটা লুঙ্গী থাকার কারণে তিনজনে মিলে যে লুঙ্গি ড্যান্স দিতে পারলাম নাহ, সেই কারনে আপসুস(!) লাগতেছে
©somewhere in net ltd.