![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
ছোটবেলায় একটা কমন কৌতুক আমরা সকলেই শুনেছি হয়ত, এক রাজা তার রাজ্যের অলস মানুষের সন্ধান চান। গ্রামের সকলেই রাজদরবারে এসে বলল তারা অলস। প্রকৃত অলস খুঁজে বের করতে রাজা সবাইকে একটা ঘরে নিয়ে সেখানে আগুন দিয়ে দিল। আগুন লাগাতে সব মানুষ বের হয়ে যায় ঘর থেকে শুধু দুজন ছাড়া। তারা একজন আরেকজনকে বলে,
১ম অলসঃ পি পু। (পিঠ পুড়ে)
২য় অলশঃ ঘু শু। (ঘুরে শোও)।
কৌতুকটা হঠাৎ করে মনে পড়ে যাওয়ার কারন হল। চারদিন ধরে আমি আমার বিছানায় ল্যাপটপ, মোবাইল, পানির বোতল সব নিয়ে আস্তানা গেড়েছি। শুধু বিশেষ কাজ বা নামায ছাড়া আর নামি না বিছানা থেকে। কিছু লাগলে আম্মাকে ডাকতেও কষ্ট হয়! আম্মাকে মোবাইলে ফোন দিয়ে বলি ঃপি
মাঝে মাঝে এই ব্যস্ত যুগে অলস সাজতে ভালই লাগে।
©somewhere in net ltd.