![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমার বাবা তার জীবনের ৫৭ বছরের অভিজ্ঞতা থেকে যা বলে গেছেন, আমার জীবনের প্রতিটা পথে পথে তা কাজে লাগবে বলে আমি মনে করি। তিনি একটা কথা বলতেন, 'পাপ কারও বাপেরেও ছাড়ে নাহ!'
ব্যাপারটা'র গভীরতা আসলে অনেক। আপনি আজ কাউকে ঠকাচ্ছেন, আপনাকে হয়ত আপনার ছেলে-মেয়ে ঠকাবে। আবার আপনি আপনার বাবা-মা'কে ঠকাচ্ছেন? কালকে কেউ না কেউ আপনাকে ঠিকই এর শাস্তি দেবে। আসলে সমস্যা হল আমাদের অহঙ্কারের। সুযোগ পেলে আমরা তার সদ্ব্যবহার না করে অপব্যবহার করি। কিন্তু ভুলে যাই, আজকে আমি যা করলাম তা ঘুরে ফিরে আমার সাথে হবেই।
মনে রাখবেন আপনি যে আমার হক বা আরেকজনের হক নষ্ট করছেন, আপনার হক ঠিক থাকবে তো? থুতু উপরে মারলে গায়ে কিন্তু পড়বেই। বাবা মা'কে মেরে মেয়ে ঐশী যেমন অপরাধী, আপনিও আরেকজনের ক্ষতি করে সেইরকম অপরাধী হয়েন নাহ। নাহলে পরে বাকিরা আপনাকে দেখে, আজকের আপনার মতই 'জাত গেল, জাত গেল' বলবে।
©somewhere in net ltd.