![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
নাহ, আর পারা যায় না! দ্রব্যমুল্লের ঊর্ধ্বগতির সাথে ভুঁড়ি'র ঊর্ধ্বগতির তাল মেলানো দিনকে দিনকে থামানো যাচ্ছিল নাহ। শুধু তাই নয়, মিলখা সিং আর উলভারিনের মাচো বডি আমার অনুপ্রেরণার একটা অংশ হয়ে ছিল। তাই ভুঁড়ি কমানোর আশা মাথায় নিয়ে, সাত প্যাঁচ না ভেবে আজকে শুরু করেছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফলাফল?
দুপুরে নামাজে রুকুতে যেতে পারি নাই। বিকেলে কোমরের ব্যাথায় মেজাজ ছিল গরম। আর এখন সটান হয়ে কোনমতে শুয়ে আছি। কিন্তু মাসলে যে হারে টান লাগছে তাতে কাল যে কি হয় বলা মুশকিল!!
উপসংহারঃ একটা সনা বেল্ট (sauna belt) কিনব বলে ভাবতেছি :p এক্সারসাইজ আসলে বেপক রজনিকান্ত টাইপের বিষয়!
©somewhere in net ltd.