নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

এ ফরগটেন স্টোরি।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

; এক শহীদের কথা বলছি। ত্রিশ লক্ষের মাঝে একজন। আমি জানি না ওনার কথা কোথাও লেখা আছে কি না, আমি জানি না কেউ তার কথা কখনও বলেছে কি না। আমি নিজেই আজকে জানলাম।



তিনি আমার মায়ের ফুপাত ভাই। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি আমাদের বয়সী(২৫) ছিলেন। গ্রামের বাজারে তাদের বাসা হওয়ার দরুন আশ্রয় নেন আমার নানা বাড়ি। নানা বাড়ি বাজার থেকে মাইল পাঁচেক দূরে। ঘটনাটা কোন এক বিকেলে'র। আমার মা ঠিক দিন তারিখ মনে করতে পারেননি। শেভ করার জন্য ব্লেড কিনতে তিনি(মামা) বাজারে যান। ধরা পড়েন, পাক আর্মি'র হাতে। তাকে সেই বিকেলেই চালান করে দেয়া হয় পিরোজপুর জেলা সদরের ক্যাম্পে। খুবই স্বাভাবিক, বোন ভাইকে(নানা) বলবেই তার ছেলে'র খোঁজ নিতে। আমার নানা এবং আরও কয়েকজন মিলে যান তার খোঁজ নিতে জেলা সদরে। কিন্তু ক্যাম্পে তারা ঢুকতে পারেননি। নিজেদের জানের ভয়ে। সেই রাতেই তাকে(মামা) নদী পাড়ে মেরে ফেলা হয়। সকালে নানাভাই তার লাশ ভাসতে দেখেন। ভাসতে দেখেন শেভ করার জন্য কেনা ব্লেড। নিয়ে আসতে পারেননি সেই লাশ। ফিরে এসে তার বোনকে বলেছিলেন, তোমার ছেলে আর দিন ১০-১৫ পরে ফিরে আসবে। আসেনি। আসা সম্ভব না। মিথ্যা সান্তনা।



আমার মা তখন খুবই ছোট ছিলেন। বলছিলেন যে তিনি কত লাশ ভেসে যেতে দেখেছেন। কেউ সেইসব মানুষকে কবর দিতে আসত না। যেসব লাশ নদীর পাড়ে পরে থাকত, তা শিয়াল কুকুর খেত। মানুষ কেবল গভীর রাতের অন্ধকারে লাশ পানিতে ঠেলে দিত। ভয়ে কারও সাহস হত না কবর দেয়ার।



আমি তারপর আর কিছু শুনতে পারিনি। আমার সহ্য হয়নি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

রাঙ্গা রিয়েল.... বলেছেন: আমিও আর শুনতে চাচ্ছি না।সহ্য করতে পারছি না

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

ভিজ্যুয়ালাইজার বলেছেন: :( মানে আপনি আমি এখন ও মানুষ আছি। মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০০

প্রবাসী পাঠক বলেছেন: স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া প্রতিটি শহীদদের স্মৃতি আমরা আলাদাভাবে স্মরন করতে না পারলেও সামগ্রিকভাবে ৩০ লক্ষ শহীদের কাউকেই আমরা ভুলিনি। চিরকাল তারা থাকবেন আমাদের শ্রদ্ধায় এবং ভালবাসায়।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: আমরা কাউকে ভুলছি না, কোন বেঈমানকে ছাড়ছি না :)

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু বলার নাই

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: বলার থাকলেও ভাষা নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.