নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিবৃত্তি'র সাথে করা চৌর্যবৃত্তি!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০০

; যে দেশের বাচ্চারা ছোট বেলাতেই কবিতা হিসেবে 'পারিব না এ কথাটি বলি ও না আর' পড়ে, সেই দেশে 'পারিব না' বলে কোন কাজ থাকতে পারে না। সরকারি এক ব্যাংকে দেখা এক অভিজ্ঞতার কথা বলেছিলেন আমার শিক্ষক। সেই ব্যাংকে যিনি 'চেক রিসিভ' করতেন এবং যিনি 'চেক পোস্ট' করতেন তাদের মাঝে বৈপ্লবিক এক 'কমিউনিকেশন মেথড' ছিল। একজন চেক রিসিভ করে লাঠির এক মাথায় ক্লিপ দিয়ে তা আটকে দিতেন। কিছু সময় পরে কয়েকটা চেক জমে গেলে যিনি চেক রিসিভ করেছেন তিনি লাঠির আরেক মাথা দিয়ে যিনি চেক পোস্টিং দেবেন তাকে 'গুতা' মারতেন। এর পরে সেই ব্যক্তি ক্লিপ থেকে চেক গুলো খুলে নিয়ে পোস্টিং দিতেন!



মানুষের মাথায় কত বুদ্ধি! আমাদের দেশেই সম্ভব। কিন্তু বিধিবাম, যেখানে ভাল কিছু থাকবে সেখানে খারাপ কিছু অবশ্যই থাকবে।আজ সাক্ষাতে দেখলাম।



চলন্ত সিএনজির পিছনে উঠে পড়লেন অসম্ভব বুদ্ধিমান এক লোক। তারপর সেই সিএনজি চলা অবস্থাতেই তিনি ধারাল কিছু একটা দিয়ে কাটলেন সিএনজি'র উপড়ের ভারি পর্দা। বোধহয় তিনি ভেতর থেকে, যাত্রী'র কোন কিছু টান দিয়ে দৌড় দিতে চাইছিলেন কিন্তু ভাগ্য খারাপ আমাদের গাড়ির ড্রাইভার হর্ন এবং গালাগালির সহিত তার এহেন বুদ্ধিবৃত্তি'র সাথে করা চৌর্যবৃত্তি ভেস্তে দিলেন! শুধু তাই না কাওরান বাজার এলাকাতেও একই ঘটনা! ঢাকা'র বাইরে থেকে আসা মাছ এবং আরও মালামাল ভর্তি চলন্ত ট্রাকের উপরে উঠে নিমেষেই কয়েকজন প্রতিভাবান তরুণ হাত গলে যা পায় তাই নিয়ে দৌড়! চোখের পলকেই জনবহুল রাস্তায় শেষ হয় বুদ্ধিবৃত্তি'র সাথে করা চৌর্যবৃত্তি!



যাদের মাথায় এত্ত বুদ্ধি তারা কি আসলে ই এই কাজ ছাড়া অন্য কাজে তাদের বুদ্ধি খাটাতে পারে না? না কি সুযোগ নেই? না কি সুযোগ দেয়া হয় না? এই দায়িত্ত কার? সিস্টেমের? তারা তো আরও বড় 'মাস্টার মাইন্ড।' তারা তো আরও বড় (অ)কাজে ব্যস্ত। মাইরের উপর ওষুধ নাই। মাইর দিলেই সব ঠিক হইয়া যাইত। শুধু কারও একজনের দিয়া দেখানোর দরকার!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

উদাস কিশোর বলেছেন: ছোড গুলা থেকে মাইর শুরু করেন ।
বড় অবধি পৌছে যাবেন ।
তবে ছোট খাট ছিচক্যা যারা এইগুলা করে !
আমাদের সমাজ আঙ্গুল উঁচিয়ে তাদের দেখিয়ে বলবে ,
এরা পরিস্থিতির স্বিকার

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, এই সকল বুদ্ধি মেশিনদের জন্য আসলে একটা ট্রেনিং সেন্টার থাকা উচিৎ। সেখানে এদেরকে দিয়া ভাল কাজের ১০টি চোরাবুদ্ধি শীর্ষক বই লেখানো যাইতে পারে! তবে নিয়মিত দুই বেলা মাইর দিয়া টাইট রাখতে হবে

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৯

উদাস কিশোর বলেছেন: দ্বায়িত্ব টা আপনাকেই দেওয়া হোক :P

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব আমার শরীরে চর্বি বেড়ে যাচ্ছে, একলা এত্ত বড় কাজ কুলাইতে পারব না! কিছু সঙ্গী সাথি পাইলে চিন্তা করতাম। আইন শৃঙ্খলা বাহিনি ইফেকটিভ হইলে ভাল হইত। :)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

উদাস কিশোর বলেছেন: ভুলে যান ! ভুলে যান !
প্রশাসন ?
প্রথমে দেখে ক্ষমতা !
তারপর দেখে টাকা !
হয় ক্ষমতা দিয়ে জানের ভয় দেখান !
নতুবা টাকার গন্ধ শোকান ।
আপনার পা চাটা কুকুর হয়ে যাবে ।
ছিঃ !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ঝামেলা তো জনাব সে জায়গায়ই, সহ্য হয় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.