![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; একসময় মানুষ তিন/চার বছরেও ঘুরতে যাওয়ার প্ল্যান করত কি না, সন্দেহ আছে! আর এখন মানুষ একটু সময় পাইলেই কম সময়ে কত জায়গা ঘুরতে পারবে সেই হিসাব করে। দিন বদলাইছে। একটু 'রিলাক্স' না করতে পারলে মানুষের মন এখন বেশি আনচান করে। আমি মানুষ। তাই সূত্রানুসারে যান্ত্রিক নগরী থেকে বের হয়ে গিয়েছিলাম 'বান্দরবান।'
বান্দরবানে এবার আমার দ্বিতীয়বারের মত যাওয়া। রাতে বাসে উঠেছিলাম 'শ্যামলী' নামে অতিমাত্রায় ভদ্র এক বাসে। কিন্তু চকচক করলেই সোনা হয় না আর ভদ্র বললেই ভদ্র হয় না! বাস ড্রাইভার যে হারে বাস নিয়া 'অভারটেকিং' নামক কাটাকুটি খেললেন! তাতে আমার মত অনেকেই নামায, সাদকাহ মান্নত সহ জীবনে জানা সকল সূরা আওড়িয়ে ফেলেছেন তাতে কোন সন্দেহ নাই। আমি শিউর যে জনাবে ছোটবেলায় নকিয়া ১১০০ মোবাইলে 'স্নেক গেম' খেলাতে চ্যাম্পিয়ন ছিলেন!
জীবনটা কোনমতে নিয়া বান্দরবান পৌঁছাইলাম। শুরু হইল 'বগা লেক' এর উদ্দেশ্যে যাত্রা। ১ নং ঘাট নামে এক জায়গা আছে, সেই পর্যন্ত ভালই পৌঁছাইলাম কিন্তু পৌছাইতে-পৌছাইতে আমাদের গাড়ি নষ্ট হইল। পুনরায় যে গাড়িতে উঠলাম তার ড্রাইভারের চেহারা দেইখা আমার মনে হইল হয় উপজাতিরা 'বুড়া' হয়না অথবা অল্পবয়সেই তারা 'পাকা ড্রাইভার' হয়ে যায়। এর বয়স যদি ৫০ ও হয় তবে নিমেষেই তাকে ১৮ বছরের কিশোর বলে চালাইয়া দেয়া যাবে। যাউকগা রওয়ানা দিলাম। রুমা বাজার আসলাম। কিন্তু বাজারের নাম 'রুমা' কেন? তা নিয়া আলোচনার কোন সুরাহা করতে পারলাম না! অবশেষে বগালেকের রাস্তা!! আপনি যদি কখনওই বগালেকে না গিয়ে থাকেন, তবে আর যাওয়ার দরকার নাই। আর যদি গিয়ে থাকেন তবে 'ওরে জনাব আমি ও আপনার মত বেঁচে ফিরছি!!!' এই রাস্তায় গিয়া আমি বুঝলাম যে মানুষ মরার ভয় নিয়া, জীবনের হাল ছেড়ে দিয়ে, তওবা করার পরেও যে কাজ করে তাকে 'অ্যাডভেঞ্চার' বলে। উহা যদি রাস্তা হয় তবে বিশ্বাস করেন, আমার বাসার সামনের ভাঙ্গাচোরা গলি পৃথিবীর সব থেকে সেরা রাস্তা। অবশেষে বগালেকে পৌঁছাইলাম। মনে হইল পৃথিবীর সেরা সুন্দরীকে 'প্রপোজ' করার সাথে সাথে 'ইয়েস' বলে দিল! আমার আনন্দ এর চেয়ে আর ভালভাবে বুঝাইতে পারব না।
বগালেক থেকে ফিরে গেলাম নীলগিরি। আমি বুঝলাম, যে পৃথিবীর একটা ছোট দেশ বাংলাদেশ, তার একটা ছোট অংশ বান্দরবান, সেই বান্দরবানের একটা ছোট অংশ নীলগিরি! এইটা যদি এত্ত সুন্দর হইতে পারে তবে না জানি পৃথিবীটা আল্লাহ কতইনা সুন্দর করে বানাইছেন!! সুবাহানাল্লাহ। নীলগিরি থেকে চিম্বুক, মিলনছড়ি, স্বর্ণমন্দির, মেঘলা, নিলাচল এবং অবশেষে আমি আবার ঢাকাতে। আলহামদুলিল্লাহ, ঘোরাঘুরি ভালই হইল। কিন্তু 'তুমি একটা চুউর, আমি একটা চুউর। দু'জনে করব চুরি দু'জনাকে। আগে তুমি আমাকে পরে আমি তুমাকে' এই গানের মর্মার্থ যদি আপনি না বুঝতে পারেন তবে ভাল। কারন সব গানের কোন মানে থাকে না। এই গানের ও নাই। এইটা আমাদের ট্যুরের গান। সব ট্যুরেরই একটা গান থাকে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব আজ সকালেই পৌঁছাইলাম। ছবিগুলো এখনও ক্যামেরা থেকে ল্যাপটপে নেয়া হয়নি। এইটা মোবাইলে ছিল। ধন্যবাদ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
বাবু ইসলাম বলেছেন: ভাই বগালেক গেলেন আর কেউকাড়াডাং গেলেন না , বড়ই মিস করলেন ভাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব এইবার সময় কম ছিল তাই যাই নাই। এর আগেরবার গিয়েছিলাম। শুধু যা-ই নাই, মুরগির মাংস, মিষ্টি কুমড়া আর ডাল দিয়ে ভাত ও খেয়ে এসেছি ওই চূড়ায়।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবান চমৎকার জায়গা। তবে ভয়ানক মশা আছে।মশার কামড়ে ভয়ানক জ্বর হয়।ওখানকার জানালা গুলোতে নেট দেয়া থাকে।যাতে মশা ঢুকতে না পারে।
মজাদার অভিজ্ঞতা শেয়ারে ধন্যবাদ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, আশ্চর্য হলেও সত্যি যে এবার কোন মশার উৎপাত ছিল না!! না বগা লেকে, না নীলগিরিতে!
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
শাশ্বত স্বপন বলেছেন: Click This Link
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, এইরকম ডিটেইলস বর্ণনাসহ লেখা লেখার জন্য আপনাকে ধন্যবাদ। খুবই ভাল লাগল।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
শাশ্বত স্বপন বলেছেন: ভাই, এই লেখাটাও পড়েন।http://community.skynetjp.com/id826.htm
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
নীল সুমন বলেছেন: আবারও দু:খ দিলেন!!! আজ রাইতের টিকিট কাটা ছিল। ৪র্থ বারের মত বান্দরবান যাওয়ার প্লান ছিল। পারলাম না...... যেতে পারলাম না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, দুঃখ পাইয়েন না। ইনশাআল্লাহ আপনার ইচ্ছা পূরণ হবেই হবে। আপনি ৪র্থবার ৫মবার সহ অনেকবার যাইতে পারবেন
৭| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯
আদম_ বলেছেন: নীল গিরি যেতে চাই। তিন দিনে কতো খরচ পড়তে পারে জানালে খুশি হবো।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, দেরীতে জবাব দেয়ার জন্যে দুঃখখিত। সেনাবাহিনী'র যে কটেজ নীলগিরিটে রয়েছে তাতে প্রতিদিন ৫০০০ টাকা করে ভাড়া নেয়া হয়। নীলগিরিতে আসলে একরাত থাকলেই অনেক। সেখানে খাওয়া দাওয়ার দামও খুব বেশি
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: আপনার পোস্টে ঘুরে আসলাম। আরো ছবি হলে ভাল হতো।