![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ঘটনাটা বান্দরবান ট্যুরের সময়। চান্দের গাড়ি'র বিশাল যাত্রাপথে দুষ্টামির মাঝে বেশ এক চোট দিয়ে ফেলি আমারই এক ট্যুরমেটকে। বিষয়টি আসলে আমার একদমই না বুঝে করা। কিন্তু কি আর করা! যা ঘটে যায় তা তো আর ফেরানো যায় না তাই তার মুডটাকে কিঞ্চিৎ ভাল করার জন্যে শুরু করলাম আমার অব্যর্থ মন ভাল করার অস্ত্র,
পিডাইয়ানি তোর চাডিটা ফাটাইয়ালবাম।
কুইড্ডালবাম।
দুমাইয়ালবাম।
মাথাটা দুইভাগ কইরালবাম।
এটা শুনে সে সব ভুলে হেসে দেয়। এত সহজে কারও মন ভাল বুঝি এ ভাষাতেই করা সম্ভব। কাউকে 'কোনাই' বললে হেসে ওঠে, কেউবা 'এহন তামাইত করতে আছ' বললে তা শুনে ভ্রু কুঁচকে দেয় আবার কেউবা 'ঠিক আছ ভায়া?' বলে সব ঠিক করে দেয়। আমার মনে আছে, একবার আমাদের ইংরেজি সাহিত্যের ক্লাসে লেকচার দেয়ার সময় স্যারকে বলেছিলাম, স্যার ক্লাস লেকচার বাংলায় হওয়া উচিত। কারন সাহিত্যে আবেগ অবশ্যই একটা বুঝবার বিষয় আর 'আমার মনটা কেমন কেমন করে!' এইরকম আবেগ বাংলা ছাড়া ইংরেজিতে বুঝব কিভাবে? এই কারনেই বাংলা এত্তগুলা ভাল লাগে
ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।
বিঃদ্রঃ সকল 'ড্যুডের' জন্যে কুইজ
১) গুইসাপটি মান্দার গাছ হইতে ছ্যাচরাইতে ছ্যাচরাইতে নামিতেছে।
২) আমি শুকনা মরিচের ভর্তা আর চিচিঙ্গা ভাজি দিয়া দুপুরকালে পান্তা ভাত খাইছি। খাইলে চাটবেন আর না খাইলে পস্তাইবেন।
ওয়েল ব্রো, উপরের দুইটা বাংলা লাইনের ইংরেজি ট্র্যান্সলেশান না পারলে আজকের দিনটায় পিউর বাংলায়ই বল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
ভিজ্যুয়ালাইজার বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১০
পাঠক১৯৭১ বলেছেন: ভালো!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
রাসেলহাসান বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫০
ভিজ্যুয়ালাইজার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫২
খেয়া ঘাট বলেছেন: