![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; কাহিনীটার শুরু মতিঝিলে। সবে মাত্র বিআরটিসি'র এসিযুক্ত বাসে একটা সিট ফাঁকা পেয়ে বসেছি। পাশের ভদ্রলোক আমাকে গায়ে নাড়া দিয়ে বললেন, 'ভাই, ওয়াইফাই কই?'
আমি চরম গরমে আউলিয়ে গেছিলাম। বেটার মুখের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম যে সে পাগল প্রজাতির কি না! কিছুক্ষণ পরে আমার মাথায় ঢুকল যে বিআরটিসি বাসে তো ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস চালু করেছে। আমি মাথা ঘুরিয়ে আশেপাশে দেখতে লাগলাম কোথাও ওয়াইফাই সাইন দেখা যায় কি না, দেখলাম নাই। শুধু মাত্র টিকিট হাতে রাখার নির্দেশনা ছাড়া ওয়াইফাই সাইনের কোন টিকিটাও দেখলাম না।
আমি বেটারে বললাম, ভাই নাই। সে আমার দিকে 'ওই, তুই কস কি মমিন' লুক দিল। আমি আবারও বললাম, ভাই ওয়াইফাই নাই এই বাসে। যতদূর জানি, যেসব বাসে ওয়াইফাই থাকবে সেই সব বাসে একটা 'কিউ আর' কোড থাকবে। কোড টা স্ক্যান করে নিয়ে ইন্টারনেট ইউজ করতে হবে।
লোকটা এবার প্রায় চিৎকার করে তার মোবাইলে পাওয়া ওয়াইফাই সিগন্যাল গুলো দেখাতে দেখাতে বলতে লাগল, এই দেখেন কত্তগুলা ওয়াইফাই! কেউ পাসওয়ার্ড জানলে পাসওয়ার্ড কন।
কিন্তু আপসুস! আমরা কেউই তাকে পাসওয়ার্ড বলতে পারলাম না। বিষয়টা এইখানে শেষ হইলেও পারত! কিন্তু না! সে যেন আবার কারে ফোন দিয়া ঘটনার সবিশেষ অতীব আগ্রহের সাথে বর্ণনা দিল। তবে ফোনের ওই পাশের মানুষটাও তাকে তার এহেন 'খোঁজ দ্যা সার্চ ফর পাসওয়ার্ড' মিশনে উদ্ধার করতে পারল না।
আমরা সবাই যে যার কাজে মনোযোগ দিলাম। বাসের পরিস্থিতি আবার শান্ত। আমি আমার অভ্যাস বশতঃ ঝিমানো শুরু করে দিলাম। কিন্তু বাস জিপিও'র সামনে আসতেই, পাশে বসা জনাব আমাকে ঠ্যালা দিয়া চিৎকার করতে লাগলেন, 'দেখছেন? পাইছি। একটু মাথা না খাটাইলে কোন লাভ হয় না, বুঝছেন?' আমি আবারও ঘুম থেকে ধরফরাইয়া ওঠাতে ঘটনার আগা মাথা বুঝতে পারছিলাম না। জনাবে ঘটনা আঁচ করতে পেরে, আমাকে তার গুগল প্লে ষ্টোর দেখাইলেন। আমি দেখলাম তাহার চাক্কি ঘুরছে, লোডিং, লোডিং টাইপ।
আমি বুঝলাম হয়ত তিনি ওইখানে কোন এক ওয়াইফাই সিগন্যালে কানেক্ট করতে পেরেছেন। চুপচাপ বসে রইলাম যে বাস ছাড়ুক, ঘটনা কি হয় দেখি। একটু পরে যথারীতি তিনি সিগন্যাল হারিয়ে চুপচাপ তার ইন্টারনেট চালানোর ইচ্ছাকে মাটিচাপা দিয়ে ব্যাপক সাউনডে 'অ্যাঙ্গরি বার্ডস' খেলে আমার মনে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলেন।
কাকলী মোড়ে বাস থেকে নামার সময়, আমি তাকে ব্যাপক এক খোঁচা মেরে বললাম, কি ভাই ডাউনলোড করলেন না কি অনেক কিছু? বেচারাকে বড়ই বিমর্ষ দৃষ্টিতে আমার দিকে তাকাতে দেখলাম।
পুনশ্চঃ হে বঙ্গ জননি, বাসে ওয়াইফাই দিলা তবে মানুষকে কেন তা চালানোর নির্দেশিকা দিলা না?
সতর্কীকরণঃ ভাই আর যেখানেই ওয়াইফাই দেন, প্লিজ ৩ নাম্বার বাসে দিয়েন না।
২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫১
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৫
হেডস্যার বলেছেন:
আবার আহ্লাদী নাম দিছে। ডিজিটাল বাস
২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫২
ভিজ্যুয়ালাইজার বলেছেন: এটা একটা লেম জোক, পিঃ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ৮:০৪
মরণের আগে বলেছেন: ভাল লাগলো প্লাস ++