![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; পেন্সিল দিয়ে হাতে মার খেয়েছেন কখনও? আমি ব্যাপক হারে খেয়েছি। পেন্সিল দিয়ে এই বিশেষ রকমের মাইর আমার কপালে জোটার কারন 'খ।' জি, 'খ।' এই 'খ' লিখতে না পারার জন্যই মাইর খেতাম। খুব ছোট বেলায় 'খ' এর এই বিশেষ আড়মোড়া দেয়া ভঙ্গি আমাকে বেশ প্যারা দিয়েছিল।
এখনও সেই টাইপ প্যারা পাচ্ছি। অ্যাকাউনটিং ফর ম্যানেজারস কিছুতেই মাথায় যাচ্ছে না!! কিন্তু বিগত ৬ মাসে দেখা সব মুভির সিনোপসিস মাথায় আছে! ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও বিদঘুটে এই বড় বড় অঙ্কের আগা মাথা বের করতে পারি না। লিটারেচার পড়তে পড়তে, অঙ্ক টাইপ কোন কিছু দেখলেই জ্বর আসে। ক্রিয়েটিভ হইতে হবে। মন মানসিকতা ভোঁতা হয়ে গেছে।
কিন্তু ক্রিয়েটিভ হওয়ার কিছু পাইতেছি না! ছোট বেলায় ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম, যদি অন্যায় দেখ তবে প্রতিবাদ কর। যদি প্রতিবাদ করতে না পার তবে মুখে বল। যদি মুখেও না বলতে পার তবে অন্তর থেকে ঘৃণা কর। আমি এক অপ্রিয় বড় ভাইকে চিনি, যিনি প্রতিবাদ স্বরূপ তার কম্পিউটার স্ক্রিনে থুতু মারতেন।
ভয়াবহ টাইপের ক্রিয়েটিভিটি! কিন্তু তাতে তার জ্বালা বেশ কমত। এই টাইপের একটা ক্রিয়েটিভ আইডিয়া খুজতেছি। ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রোফাইল পিক চেঞ্জ বা কাভার ফটো চেঞ্জ না। আর মনিটরেও থুতু মারতে পারব না। মুছতে যাওয়াটা বেশ মানসিক প্যারা হবে তাইলে!
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ৬০০ পাতার এই বই, খাতা কুচিকাটা করে কমোডে দিলে তো আটকে যাবে!
২| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯
নীল জোসনা বলেছেন: আফনেরে এক্কেরে দিতে কইলো কে ?
একটা একটা পাতা ছিড়েন আর ধইরা ধইরা ফ্লাস করেন ।
কাম ফিনিশ ।
১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
ভিজ্যুয়ালাইজার বলেছেন: কথায় জুইত আছে!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৬
নীল জোসনা বলেছেন: অংকের বই খাতা কুচি কুচি করে টয়লেটে ফ্লাস করেন ।