নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

এত্ত শিক্ষা লইয়া আমরা কি করিব!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

; এবং জনাবে দৈবভাবে দুটো খাতা টানিলেন তাহার বান্ডিল হইতে। অতঃপর কাহাদের ফেল করাইবেন তাহা পাওয়া গেল। এবারও শতকরা ৯৮ ভাগ পাশ করিয়াছে! কিন্তু এত্ত এত্ত শিক্ষাসাগর লইয়া আমরা কি করিব?



আমার এক বড় ভ্রাতা বলিতেন, তুমি একজনের কথার মধ্যে কথা বলিবা এবং ইহাতে যে তোমাকে 'সরি' বলিতে হইবে ইহার জন্যে তো আলাদা কোন কোর্স করবার প্রয়োজন নাই। এখন তো সর্ব কিছুতেই আমাদের কোর্স করিতে হয়। ইমেইল এটিকেট, ডাইনিং এটিকেট, অমুক এটিকেট, তমুক এটিকেট। সব কিছুতেই শিক্ষা ব্যতিত আমরা অচল। আমরা পোস্ট গ্রাজুয়েশনের পরেও ওই একই বিষয়ে ডিপ্লোমা কোর্স করিতে ব্যাকুল হইয়া থাকি। কিন্তু এই ডিপ্লোমা আমাদের 'মাস্টারস' আখ্যাকে পাউডার মিল্ক বানাইয়া দিবে কি না, সেই শিক্ষা আমাদের নাই। এটার কোর্স কোথায় পাইবে সবাই?



শুধু তাই নয়, বাসে সংরক্ষিত ৯টি আসন কাহার হইবে তাহা নিয়া আমরা ব্যাপক টক শো করিতে থাকি। উহা শিশুদের, প্রতিবন্ধিদের না নারীদের তাহা নিয়া আলোচনা বা সমালোচনার শেষ নাই। কিন্তু আমি বসিয়া থাকা অবস্থায় যদি কোন বৃদ্ধ ব্যক্তি বা মহিলা বাসে দাড়িয়ে থাকে তবে তাহাকে সেই আসনটিতে বসিতে দেয়া যে ভদ্রতা তাহা আমাদিগকে কে শিক্ষা দিবে? পায়ে পাড়া দিয়া যে বলদের মত তাকিয়ে না থেকেও সরি কওয়া যায় তাহা জিপিএ কত পাইলে শিক্ষা হইবে? এত্ত জিপিএ ফাইভ দিয়া আমরা কি করিব?



সবাইকেই যদি সব কিছু মডিউল করিয়া শিখানো লাগে তবে সেই দিন আর বেশি দূরে নাই যে দিন বইয়ের একটি অধ্যায় থাকিবে, 'উচ্চতর টয়লেট শিক্ষা!' সেই অধ্যায়ের শেষের দিকে আবার লেখা থাকিবে 'এসো, নিজে করি!'



ভাবিতেই কেমন যেন লাগিতেছে!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.