![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ছোটবেলা থেকে গরুর মাংসের প্রতি আমি আসক্ত। তাই বোধ হয় যেখানে সবাই তখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাইত, আমি সেখানে 'আশিকের গরম ভাত ও গরুর মাংসের দোকান' দিতে চাইতাম! উদ্ভট। শুধু উদ্ভট না, কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা টাইপের উদ্ভট!!
এত্ত-এত্ত পছন্দ থাকা সত্ত্বেও আমি কেবল একটা সিজনে গরুর মাংস একদমই খেতে পারি না। আর তা হল কোরবানির সময়। এর একটা অদ্ভুত কারন আছে। আর সেটা হল মায়া।
আমাদের সবার ক্ষেত্রেই এটা কম বেশি আছে। আপনি যখন হাট থেকে গরু কিনে নিয়ে আসবেন, তখন ও আপনার কিছু যাবে আসবে না। জিতেছেন কি না, বা আসার পথে দাম বলতে বলতে সবার কাছে প্রতিউত্তরে বাহবা পেয়েছেন কি না এটা হয়ত মাথায় থাকে। কিন্তু আস্তে আস্তে আপনি যখন তাকে খাওয়ানো শুরু করেন। বা আপনাকে দেখে যখন সে প্রভুভক্ত হয়ে যায়। কখনও বা মাথা নাড়ে কখনও বা লেজ, কখনও বা বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই, সবার মনে কোথা থেকে যেন এক মায়া উড়ে এসে ধুপ করে গেঁড়ে বসে।
কিন্তু না। মায়া ত্যাগের নাম ই কোরবানি। সময় যায়। সব কিছু আবার আগের মত। তবুও মাঝের এই সময়টায় মায়া গড়া আর মায়া ভাঙ্গার অদ্ভুত এক খেলা চলে।
কি অদ্ভুত না? কত ছোট ছোট ব্যাপারও আমাদের কতই না বড় বড় মায়ার ডিব্বা আছে? না জানি সৃষ্টিকর্তার মায়ার ডিব্বাটা কত বড়? ১০০ ভাগের ১ ভাগেই তো মানবজাতি কাইত হয়ে যাচ্ছে গো।
বিঃদ্রঃ ইসরাইল মানব জাতির মাঝে পড়ে না।
©somewhere in net ltd.