![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ছোটবেলায় অধিক বার শোনা একটা গল্প বলি,
এক রাজা তার দুই মেয়েকে জিগ্যেস করলেন, তোমরা আমাকে কেমন ভালবাস?
বড় মেয়ে বলল, আমি তোমাকে চিনির মত ভালবাসি।
ছোট মেয়ে বলল, আমি তোমাকে লবণের মত ভালবাসি।
এই কথা শুনে রাজা ছোট মেয়েকে বনবাসে পাঠান। পরে একদিন দৈবক্রমে রাজা বনের মাঝে সেই ছোট মেয়ের বাড়ি উপস্থিত হন। ছোট মেয়ে আড়াল থেকে বাবাকে চিনি দিয়ে সব খাবার রান্না করে দেয়।
রাজা খেতে পারে না।
পরে ছোট কন্যা আবার লবণ দিয়ে সব খাবার রান্না করে দেয়। এবার রাজা আরাম করে খেতে পারেন। তিনি বুঝতে পারেন আসলে লবণের কি কদর!
আমরা হচ্ছি সেই রাজার মতন। কেবল মানুষের চিনি'র কথাই বুঝি। ক্ষমতায় থাকা আর না থাকা মানুষগুলো যখনই আমাদের মিষ্টি মিষ্টি কথা বলে তখনই আমরা সব ভুলে যাই। কিন্তু মিষ্টি যে বেশি খাওয়া যায়না সেইটা আমরা বুঝব কবে? রাজার ছোট মেয়ের মত মুদ্রার দুই পিঠ একসাথে আমাদের কে দেখাবে?
আমরা নিজেরা সব বুঝি আবার কিছুই বুঝি না। অথবা কি যে বুঝি না তা ও বুঝি না।
রাজার ও কিন্তু একটা পারসেপশন ছিল। চিনি আর লবণের মাঝের তফাতটা তিনি ধরতে পারেন নি। অথবা তার ছোট মেয়ে তাকে কি বোঝাতে চেয়েছিল তিনি সেটা বুঝতে পারেন নি।
একই ঘটনা আমাদের ও। কোন জিনিষটা আমাদের খারাপ লাগে সেটা বের করতে পারছিনা। টোটাল সিস্টেম ই কি খারাপ? না কি কোন একটা পারসন খারাপ? না কি দেশটাই খারাপ?
কি খারাপ? চিনি না লবণ? পারসেপশন না চিন্তা করার ক্ষমতা? আমি না তুমি? আমার কথা না মাথার ভেতরকার চিন্তা?
আমি নিজে বদলাতে চাই না কি অন্যকে বদল হওয়া দেখতে চাই?
কি চাই?
অনেক কনফুশান আছে যে বস!
©somewhere in net ltd.