নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

জোহারই উইন্ডো

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬

বিশ্বাস সম্পর্কে বাংলায় বহুল প্রচলিত যে কথাটি আমরা শুনতে পাই, তা হল

'বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।'

কথাটি সত্যি। একজন লিডার হিসেবে আপনার সাবঅরডিনেটদের উপর বিশ্বাস রাখা আপনার দায়িত্ব। একটি রিসার্চ থেকে দেখা যায় যে শুধু মাত্র বিশ্বাস না করার জন্যে সারা পৃথিবীতে যে লোকসান হয় তা নিম্নরূপঃ

এমপ্লয়ি ফ্রড, ৪০০ বিলিয়ন ডলার
কাউনটারফিটিং, ৪০০ বিলিয়ন ডলার
কাজে ফাকি, ২৩০ বিলিয়ন ডলার
এমপ্লয়ি ডিজওনেস্টি, ১২০ বিলিয়ন ডলার
প্রত্যক্ষ চুরি, ৫০ বিলিয়ন ডলার
অফিস পলিটিক্স, ১০০ বিলিয়ন ডলার
আনপ্রোডাক্টিভ মিটিংস, ৩৭ বিলিয়ন ডলার!

এর পরেও কি আমরা আমাদের কলিগ কে বিশ্বাস করি কি না, এই প্রশ্ন এড়িয়ে যাব? একজন লিডার হিসেবে আমরা এই দূরত্ব কমিয়ে আনতে পারি আমাদের ইন্টারপার্সোনাল কমিঊনিকেশন দিয়ে।

আর এক্ষেত্রে, 'জোহারই উইন্ডো' হতে পারে আমাদের এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ডের একটি টুল।

১৯৫৫ সালে জোসেফ লাফট এবং হ্যারিংটন ইংহাম নামে দুইজন আমেরিকান সাইকোলজিস্ট এই 'জোহারই উইন্ডো' তৈরি করেন।

এর ৪টি বিভাগ রয়েছে।

১) ওপেন বা এরিনা।
২) হিডেন।
৩) ব্লাইন্ড।
৪) আননোন।

ওপেন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি এবং অন্যান্য সবাই আপনার সম্পর্কে জানে। যেমনঃ আপনার উচ্চতা, আপনার পেশা ইত্যাদি।

হিডেন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি জানেন কিন্তু আপনার সম্পর্কে অন্য সবাই জানেনা। যেমনঃ অতীতের কোন অভিজ্জতা, আপনার পারসোনালিটির বিশেষ কোন দিক ইত্যাদি।

ব্লাইন্ড উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি নিজের সম্পর্কে অবগত নন কিন্তু অন্য সবাই আপনার সম্পর্কে অবগত। যেমনঃ হয়ত আপনি খুব তাড়াতাড়ি রেগে যান কিন্তু নিজে, নিজেকে একজন ঠাণ্ডা মানুষ হিসেবে মূল্যায়ন করেন।

আননোন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি নিজের সম্পর্কে অবগত নন এবং অন্য কেউই আপনার এই ব্যাক্তিসত্তার কথা জানেনা। যেমনঃ আপনার আনডিসকভারড পটেনসিয়ালিটি।

বিশ্বাসের জায়গাটা বানিয়ে নিতে আমাদের সবারি উচিত আমাদের ভেতরকার ওপেন উইন্ডোটাকে খুলে দেয়া। এখানে আরও বড় জায়গা তৈরি করা। কিন্তু একান্তই গোপন (সেনসিটিভ) এধরনের ফ্যাক্টস গুলো নিজের মাঝেই রেখে দেয়া উচিত।

এক্ষেত্রে আপনি নিজের ভাল লাগা, খারাপ লাগা বা অন্য কোন ফ্যাক্টস আপনার কলিগদের সাথে শেয়ার করে আপনার ওপেন উইন্ডোটিকে হিডেন উইন্ডোর দিকে আরও বিস্তৃত করতে পারবেন।

নিজের সম্পর্কে ফিডব্যাক পজেটিভলি নিতে পারলে আপনি আপনার ওপেন উইন্ডোটিকে ব্লাইন্ড উইন্ডোর দিকে আরও বিস্তৃত করতে পারবেন।

আর সবসময় চেষ্টা করুন নিজেকে নতুনভাবে আবিস্কার করতে। নিজেকে নতুন নতুন কাজের চ্যালেঞ্জ দিন। সেলফ ডিসকভারির মাধ্যমেই সম্ভব আপনার ওপেন উইন্ডোটিকে আরও আননোন উইন্ডোটির দিকে বিস্তৃত করতে।

জানালা খোলা রাখুন। আলো আসতে দিন। আলোর সাথে হয়ত ধুলোবালি আসবে কিন্তু তাই বলে তো আর জানালা বন্ধ করে রাখা যায়না! আলো আসুক, ধুলোবালি যে কোন সময় পরিষ্কার করা যাবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২

আলাপচারী বলেছেন: দারুণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.