নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এই কালোপিচের সোজা পথের পুরোন পথিক...

আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া একটাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল...

ভবঘুরে ছেলেটি

ভবঘুরে ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

যমুনা ফিউচার পার্ক: বিশ্বের তৃতীয় বৃহত্তম?

০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২

কিছুদিন যাবৎ টিভিতে যমুনা ফিউচার পার্কের বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যাতে দাবি করা হচ্ছে এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স। কিন্তু বিভিন্ন ওয়েব পেজ ঘুরে যা দেখলাম বিশ্বের বৃহত্তম শপিং কমপ্লেক্স হল South China Mall, Dongguan, China, 660,000 Square meters (১৬৩ একর), এর Total Land Area 892,000 Square meters (২২০ একর) অর্থাৎ এশিয়ার বৃহত্তম হলে যমুনা ফিউচার পার্ক বিশ্বেরও বৃহত্তম শপিং কমপ্লেক্স। সত্য বলতে বৃহত্তম তিনটিই এশিয়ার।



Source: Click This Link



তবে Jamuna Future Park, Dhaka, Bangladesh বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও হতে পারে, কিন্তু এশিয়ার বৃহত্তম হতে পারে না।



যমুনা ফিউচার পার্ক -এর ওয়েব সাইটে এর Total Land Area 470,000 Square meters (৩৩ একর) বলা হয়েছে। কিন্তু মূল ভবনটি ১০ একর জমির উপর তৈরী হচ্ছে। অর্থাৎ 40468.564 Square meters. তাহলে দৈনিক যুগান্তরের মালিক পক্ষ যমুনা গ্রুপ এর এই দাবী কতটা যুক্তিসঙ্গত?

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫

বুলবুল আহমেদ পান্না বলেছেন: যমুনা গ্রুপ হালারা মিছা কতা কৈছে....

২| ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০

আখসানুল বলেছেন: বিজ্ঞাপনে সবাই মিছা কথা কয়।

৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২

নির্বাসন বলেছেন: কারখানা দিবার পারেনা...দেয় শপিং মল...

৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৮

আসিফ বলেছেন: হরলিক্স এর এ্যাডেও চাপা মারে - হরলিক্স খাইলে বলে taller, stronger, sharper হইব

৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

আসিফ বলেছেন: Click This Link

৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

বিবিধ বলেছেন: Click This Link

৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:২০

অমাবশ্যার চাঁদ বলেছেন: আখসানুল বলেছেন: বিজ্ঞাপনে সবাই মিছা কথা কয়।

৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

নাঈম বলেছেন: সবই ফাউল দাবী তাদের।

৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: Click This Link

এখানে কয়েকটার নাম আছে । যমুনা গ্রুপের মার্কেটিং পলিসি ন্যাক্কারজনক , কলিসিয়াম , তাজমহলের সাথে যে এই মলের তুলনা করে , তার বুদ্ধিমত্তা কত নিচু হতে পারে কল্পনাই করা যায় না

১০| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৯

শিবলী বলেছেন: যমুনা গ্রুপের মার্কেটিং পলিসি ন্যাক্কারজনক , কলিসিয়াম , তাজমহলের সাথে যে এই মলের তুলনা করে , তার বুদ্ধিমত্তা কত নিচু হতে পারে কল্পনাই করা যায় না

যমুনা গ্রুপকে মাইনাস

১১| ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৬

সুইট ভাই বলেছেন: ভাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.