![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন যাবৎ ফেসবুক নিয়ে হ্যাকারদের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছিলাম। তাই মাসখানেক হলো ফেসবুক সিকিউরিটি বাড়িয়েছি। অপরিচিত কোন ব্রাউজার থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার সময় আমার মোবাইল ফোনে একটি কোড আসবে। এই কোড ছাড়া ফেসবুকে লগ ইন করা যাবে না। ভালই কাটছিল কিছুদিন। হঠাৎ করেই গত ৩দিন যাবৎ আমার মোবাইলে ফেসবুক থেকে কোন কোড আসছে না। ফলে নতুন কোন জায়গায় ফেসবুক লগ ইন করতে পারছি না। আর ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করার কারণে নিজের ল্যাপটপ দিয়েও ফেসবুকে লগ ইন করতে পারছি না। অথচ আমার অন্য বন্ধুরা যারা গ্রামীনফোন বাদের অন্য অপারেটর ব্যবহার করছেন তারা কেউই এ সমস্যার সম্মুখীন হচ্ছেন না। আমর এই সমস্যার কথা জানালাম গ্রামীনফোন ১২১-এ। এক ভদ্র মেয়ে সমস্যার কথা জানলেন, এক্ষেত্রে গ্রামীনফোনের কিছুই করার নেই। তাদের নেটওয়ার্ক ঠিক আছে। এটা নাকি ফেসবুকের সমস্যা। আর ফেসবুক জানিয়েছে, আমার অপারেটরের সমস্যা। মাঝকানে মাইনকার চিপায় পড়ছি আমি। তাই সাবধান আপনারাও। ভুলেও গ্রামীনফোন দিয়ে ফেসবুক সিকিউরিটি কোড চালু করবেন না। করে থাকলে এখনই পরিবর্তন করুন।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আমার ও সেইম প্রব্লেম,একটাই আইডি আমার ।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
অগ্নি দগ্ধ বলেছেন: লগইন এপ্রোভাল আমিও একটিভেট করছিলাম বাংলালিঙ্ক দিয়া কোন ঝামেলা হয় নাই। কিন্তু এখন অফ রাখছি। নতুন ডিভাইস দিয়া ঢুকতে গেলে বার বার কোড দিতে বিরক্ত লাগে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
লজিক মানুষ বলেছেন: আমারও একই সমস্যা হয়েছিল। ৭২+ ঘন্টা লগ ইন করতে পারি নি। on লিখে এস এম এস করি ৩২৫৫৬ (মনে হয়) এ। পরে ঠিক হয়েছে।