![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ইন্টারনেট পোর্টাল প্রিয়.কম (http://www.priyo.com) আয়োজন অনুষ্ঠিত হবে ওয়ার্ডপ্রেস বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
এই কর্মশালাতে ওয়ার্ডপ্রেসের উপর প্রাথমিক ধারণা নিয়ে আপনি খুব সহজেই আপনি নিজের জন্য এবং অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
আগামী ১৭ মে, শুক্রবার রাজধানীর বেসিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ওয়ার্ডপ্রেস পরিচিতি এবং ইনস্টলেশন, সিকিউরিটি, থিম ডেভেলপমেন্ট, এসইও নিয়ে ধারণা দেওয়া হবে।
নিবন্ধনের নিয়মাবলী :
০১. রেজিস্ট্রেশন ফি: ৩০০ টাকা মাত্র
০২. ফরম পূর করুন http://goo.gl/PBxwy
০৩. নিবন্ধন ফি ০১৬৮৮৬৫৬৬৯৭ নাম্বারে বিকাশ করে আপনার নাম এসএমএস করুন অথবা প্রিয়.কম এর অফিসে এসে সরাসরি জমা দিন
আসন সংখ্যা: ৫০ জন
নিবন্ধনের শেষ তারিখ: ১৪ মে, ২০১৩
কর্মশালায় যে সব বিষয়ে আলোচনা হবে :
১. ওয়ার্ডপ্রেস পরিচিতি এবং ইনস্টলেশন
২. ওয়ার্ডপ্রেস সিকিউরিটি
৩. ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
৪. ওয়ার্ডপ্রেস এসইও
৫. ই-কমার্স এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার
কর্মশালায় অংশগ্রহণের জন্য ভিজিট করুন: http://goo.gl/T9QNK
প্রশিক্ষক হিসেবে থাকবেন...
০১. লিটন আরেফিন, জুমশেপার
০২. সিএক্স রানা, বিডিওয়েব ল্যাব
০৩. তাহের চৌধুরী সুমন, ডেভসটিম
০৪. ইউনুস হোসেইন, ডেভসটিম
©somewhere in net ltd.