নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...

voice71

এক জন সাধারণ শান্তিপ্রিয় মানুষ

voice71 › বিস্তারিত পোস্টঃ

আপনি রান্না করেন?

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪


পুরুষরা না কী রান্না করেন না। সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীই একথা বলেছেন। সত্যি কী তাই।

আজ বাসায় ফেরার সময় বাসের ভেতর হঠাৎ করে এই প্রসঙ্গে আলোচনা শুরু হলো। নানা জনের নানা মত। শেষ পর্যন্ত দেখা গেল প্রত্যেকেই বাসায় কম-বেশি রান্না করেন।

শুধু তাই নয়, অধিকাংশই ব্যাচেলর লাইফে বহু রান্না করেছেন। রান্না করতে পারেন মজার মজার খাবার।

এক আপু তো বলেই উঠলেন, আমার বর তো শুক্রবার দুপুরে নিয়মিত রান্না করেন। আর আমি রান্না করি রাতে।

বাসায় এসে ভাবলাম আমারও একটু রান্না-বান্না করা উঠিত। বাবা-মা’র সাথে থাকায় কখনো রান্না করা হয়নি। তাই ডিম ভাজি দিয়েই শুরু করলাম। আগেও ভেজেছি। তবে আজ মনে হয়, দায়িত্ব থেকে কাজটি করছি।

রান্না শেষে বেশ কিছু ওয়েবসাইটও দেখলাম। অবাক করার বিষয় হচ্ছে, রান্না নিয়ে বিশ্বে ওয়েবসাইটের অভাব নেই। মজার মজার best kitchen gadgets, Kitchen Tips নিয়ে অসাধারণ সব ওয়েবসাইট। তবে বাংলাদেশি সাইট খুব কমই পেলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংলাদেশে হয়তো নতুন।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.