নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

রফিকুল ইসলাম পথিক

সাংবাদিক, রাজনৈতিক কর্মী

রফিকুল ইসলাম পথিক › বিস্তারিত পোস্টঃ

হাসিনা-খালেদা নিপাত যাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

হাসিনা-খালেদার ভোটের রাজনীতির বলি হচ্ছে মানুষ,

বাড়ী-গাড়ীতে আগুন জ্বলছে

অর্থনীতির চাকা স্থবির

সংখ্যালঘুদের বাড়ীঘর-মন্দির ভাংচুর

চারিদিকে আতংকাবস্থা

সবাই বলছে কি হবে দেশের ?



আমি বলছি..............

হাসিনা - খালেদা নিপাত যাক

বাংলাদেশের মানুষ মুক্তি পাক ।।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুন সমাজ জেগে ওঠো

ছোটদের-বড়দের- সকলের

গরীবের নি:স্বের ফকিরের বাংলাদেশ গড়ে তালো ।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: একদম মনের কথা বলেছেন ভাই ।

২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

বাঙ্গাল৭১ বলেছেন: ভোটের সময় এই আপনিই কিন্তু এদের দুজনের যেকোন একজনকে ভোট দেবেন।
বাংলাদেশ থেকে এই ফ্যাশান দূর হওয়া দরকার।

সারা বছর দেশের ৯০% লোক এই দুই মহিলাকে গালি দেয় আর ভোটের সময় এদের দুজনের একজনকেই ভোট দেয়।

কিছু মনে করবেন না, কথাটা এজন্য বললাম আমি নিজের মুখে যতজনকে এদের গালি দিতে দেখি তার ৫০% লোকও যদি তাদের ভোট দেয়া বন্ধ করত বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আসত।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

পাস্ট পারফেক্ট বলেছেন: হাসিনা-খালেদা নিপাত যাক

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

বংশী নদীর পাড়ে বলেছেন: বাঙ্গাল৭১ ভাই, আপনার কথাটা অনেকাংশে সত্য। সারা বছর দোষারোপ করে অবশেষে নৌকায়/ধানের শীষে আমাদের ভোট পড়ে। আর আমাদের ভোটে মসনদে আসীন হয়ে আমাদের টুটি ধরে ঘুরায়। দেশে চলেতে চলতে কত দুর দিয়ে ছিটকে পড়েছে এটা আমরা যারা প্রবাসি আছি তারা কিছুটা বুঝিতে পারি। আজ আমাদের দেশের কোনো মূল্যায়ন হয়না বহির্বিশ্বে। আমাদের সবুজ পাসপোর্টটি কোনো মূল্য দেয়না কোনো দেশ। প্রথমে সৌদি এবার দুবাই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে। দুবাই এর ভিসা খোলার বিষয়টা শুধু মাত্র সময়ের ব্যাপার। দুদেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুবাই এ বাংলাদেশের জন্য ভিসা খুলে যেতে পারে যে কোনো সময় কিন্তু কথাটাই তো এইখানে, দেশের যে অবস্থা হচ্ছে কার হাতে সময় আছে যে উচ্চপর্যায়ে কূটনৈতিক আলোচনায় এগিয়ে আসবেন। আমাদের দেশের সরকার আর বিরোদীদল এখন ব্যস্ত যুদ্ধাপরাধী বিচার, হরতাল, জ্বলাও-পোড়াও, ধর-পাকড়, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি নিয়ে। সুতরাং ভাই, এসব বলে কয়ে আর কী হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.