![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে - তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। (কপি করা, কিন্তু কোথায় শুনেছি মনে নেই)
একটা স্বল্প দৈর্ঘের প্রমাণ্যচিত্র। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পেশা 'গাছি (যারা খেজুর গাছ থেকে রস আহরণ করেন)' নিয়ে নির্মিত। যশোর জেলার একজন গাছির নিত্ত্যদিনের কাজকর্ম ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আমাদের অনেকই হয়তো ছোটবেলায় দেখেছি, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী এই শিল্প এবং বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো স্বচক্ষে কখনওই দেখবে না আমাদের শেকড়ের সাথে মিশে থাকা এই গ্রামীণ শিল্পকর্ম।
[হঠাৎ করে ইউটিউবে দেখে ছোটবেলার কথা মনে পড়ল, তাই শেয়ার দিলাম। আমার মতো আরো অনেকেই হয়তো ছোটবেলায় ফিরে যাবেন এটা দেখে]
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: ইমদাদুল হক নুরজাহান উপন্যাসে গাছির জীবন যাপন খুব সুন্দর লিখেছেন।