![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে - তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। (কপি করা, কিন্তু কোথায় শুনেছি মনে নেই)
জীবনযাত্রার মান উন্নয়নে বিশ্বজুড়ে প্রতিনিয়ত যে সব নিত্যনতুন আইডিয়া আত্মপ্রকাশ করে লেছে সেগুলোর মধ্য থেকে সেরা আইডিয়াগুলোকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০০৫ সাল থেকে চালু করা হয় INDEX: Award নামক এক দ্বি-বার্ষিক প্রতিযোগিতা।
মানব কল্যাণের জন্য আবিস্কৃত এই সব নিত্যনতুন অসাধরন প্রযুক্তিগুলো সম্পর্কে জানতে ঘুরে আসুন নিচের সাইটটি থেকে।
তাদের ওয়েবসাইটে উল্লেখিত সংক্ষিপ্ত বর্ণনা নিন্মরূপঃ
'About the INDEX: Award
The biennial INDEX: Award was founded in 2005 to recognize the best examples of design that improves life across the globe.
Established under the patronage of the Crown Prince of Denmark, the €500,000 award is one of the biggest in the design world and this year, in an exclusive miniseries, CNN is profiling the event and some of its most exciting nominees. '
এই বছরের জন্য মানোনীত আই্ডিয়াগুলো দেখতে ঘুরে আসতে পারেন এইখানে
Click This Link
আপনার ভালোলাগা আইডিয়াটিকে চাইলে ভোট ও দিতে পারবেন।
নিচে আমার ভালোলাগা একটা আইডিয়ার বর্ণনা সংবলিত একটা স্কৃনশট তুলে দিলাম আপনাদের জন্য।
আর বিগত বছরগুলোতে যেসব আইডিয়াগুলো মনোনীত হয়েছিল সেগুলো দেখার জন্য এইখানে ক্লিক করে ঘুরে আসতে পারেন মূল ওয়েবসাইট থেকে।
©somewhere in net ltd.