নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

আমি বাংলাদেশকে ভালবাসি।দেশ কারো একার নয়।দেশ আমার আপনার সকলের।

ভুভুজিলা

বাংলাদেশী পরিচয় দিতে আমি গর্ববোধ করি

ভুভুজিলা › বিস্তারিত পোস্টঃ

মাসরাফি আমাদের কি দিয়েছে ?

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৮

কাল থেকেই ব্লগ আর টিভির পর্দায় চলছে মাসরাফি সমাচার। আমাদের বাঙ্গালীর এই এক দোষ,একটা খবর বেরুলে তার পিছু আন্ধার মতো দৌড়াতে হবে।

আমাকে দেখতে হবে মাসরাফি আমাদের কি দিয়েছে এবং কি দিতে পারবে!আমিতো দেখি তার হাত থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেয়ার পর থেকে আমাদের টাইগারেরা বরং ভালই করেছে।আর তার পারফমেন্স এখন আহামরি কিছু না।তাই আমার মতে তার চোখের জল আমাদের আহত করলেও দেশের বৃহত্বর স্বার্থে তাকে বাদ রাখাই যুক্তিকর।



তবে ফাউল আসরাফুলকে দলে না নেয়ার জন্য আমরা আওয়াজ তুলতে পারি।



শুভ হউক আমাদের ক্রিকেট বিশ্ব কাপ ২০১১

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-১০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৫

কাউসার রানা বলেছেন: আপনি কি ক্রিকেট খেলা বোঝেন ?
যদি না বোঝেন তাহলে কথা বলে লাভ নেই

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

ভুভুজিলা বলেছেন: শিখতে চাই,শেখাবেন?
কোথায় , কখন ?

২| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

মিঠাপুর বলেছেন: আমিতো দেখি তার হাত থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেয়ার পর থেকে আমাদের টাইগারেরা বরং ভালই করেছে।আর তার পারফমেন্স এখন আহামরি কিছু না।তাই আমার মতে তার চোখের জল আমাদের আহত করলেও দেশের বৃহত্বর স্বার্থে তাকে বাদ রাখাই যুক্তিকর।

তবে ফাউল আসরাফুলকে দলে না নেয়ার জন্য আমরা আওয়াজ তুলতে পারি।

সহমত

মাশরাফির জন্যই তাকে না নেয়ার সিদ্ধান্ত ঠিক হয়েছে বলে মনে করি।
আবেগের বশে তাকে নিয়ে ,আরো গুরুতর ইনজুরি বাধিয়ে শেষে চিরদিনের জন্য না খেলা ছেড়ে দিতে হয়।সেটা হলে দেশের তো আরো বড় ক্ষতি হয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪১

ভুভুজিলা বলেছেন: ধন্যবাদ, মাসরাফি তো আমাদেরই তাকে সুস্থ্য করে তবেই খেলানো হবে।

৩| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

আলমপুরের জুয়েল বলেছেন: ফর্মে থাকা মাশরাফি প্রথম ৬ ওভারে ১০-১৫ রান দিত যাতে আমাদের পরবর্তী বোলার উজ্জীবিত হত। আর শফিউল বোলিং ভাল করে কিন্তু তার ইকোনমি রেট দেখেছেন?
ওয়ানডেতে শফিউল এর ইকোনমি রেট আর মাশরাফির ইকোনমি রেট দেখেনঃ
ওয়ানডেতে মাশরাফির ইকোনমি রেট তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ মাশরাফিকে কত মিস করবে!!!! আর ক্যাপ্টেন্সির দিকে দিয়ে সাকিব সেরা এতে দ্বিমত নেই...।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩

ভুভুজিলা বলেছেন: ভাই ইঞ্জুরীতে পরে মাসরাফি এখন ভাল ফর্মে নেই এটাই আসল কথা।
ধন্যবাদ আপনাকে

৪| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

ঠোঁটকাটা নির্লজ্জ বলেছেন: মাসরাফি আমাদের কি দিয়েছে ?

হঠকারী একটা প্রশ্ন করেছেন।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৭

ভুভুজিলা বলেছেন: আপনার দৃস্টিতে হতে পারে , আমার দৃস্টিতে নয়।

৫| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৫

ঘটলা বলেছেন: ঠিকই বলেছেন,
মাশরাফি আমাদের কিছুই দেয় নি, বরং

১। জিম্বাবুয়েকে শেষ বলে ছক্কা মারতে দিয়ে ম্যাচ হারিয়েছে,
২। আইপিএল এ বাংলাদেশের মান-সম্মান ডুবিয়েছে,
৩। বারবার ইনজুরিতে পড়ে আমাদের দর্শকদের হতাশ করেছে.......

কিন্তু একটা জিনিস ঠিকই দিয়েছে,

যখন আমরা বড় দলগুলোর কাছে গুটিয়ে থাকতাম, বাঘগুলো সব মাঠে নেমে বিড়াল হয়ে যেত, তখন ঐ বাঘের মত হুংকার দেয়া শিখিয়েছে। বাংলাদেশের পেস বোলিংকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

ভুভুজিলা বলেছেন: সারা বিশ্বে আমাদের পরিচিত করার কাতারে আসরাফুলও ছিল কিন্তু তাকে এখন আমরা কেঊ চাইনা। কেন? কেন?

৬| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ফাউল আসরাফুলকে দলে না নেয়ার জন্য আমরা আওয়াজ তুলতে পারি
সহমত।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

ভুভুজিলা বলেছেন: ধন্যবাদ

৭| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৬

আলমপুরের জুয়েল বলেছেন: ভালই বলেছেন ঘটলা

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০

ভুভুজিলা বলেছেন: তাকে ফোন করে ধন্যবাদ দিন।

৮| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২০

শেখ মিনহাজ হোসেন বলেছেন: হাহা!!! আপনি মনে হয় বেসবল খেলা দেখেন!!! =p~ =p~ =p~

না হাইস্যা পারলাম না। মাশরাফি দেশকে কি দিয়েছে??!! =p~ =p~ =p~ :P :P

আপনি যদি মাশরাফিকে দলে না নেওয়ার কথা চলতেন যে, ও ইনজুরড তাহলে একটা কথা ছিল। কিন্তু "ও দেশকে কি দিয়েছে?"।।হাহা।

আপনি দেশের কোন বালটা ফেলেছেন দয়া করে ব্যাখ্যা করবেন কি? X( X( X( X(( X(( X((

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

ভুভুজিলা বলেছেন: আমিতো আপনার মতো নাপিত নই যে মানুষের বাল কাটার কাজ নেব :-P :-P :-P

৯| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২১

কূপমন্ডুক বলেছেন: ঘটলা বলেছেন: .....কিন্তু একটা জিনিস ঠিকই দিয়েছে,

যখন আমরা বড় দলগুলোর কাছে গুটিয়ে থাকতাম, বাঘগুলো সব মাঠে নেমে বিড়াল হয়ে যেত, তখন ঐ বাঘের মত হুংকার দেয়া শিখিয়েছে। বাংলাদেশের পেস বোলিংকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে।


দলে কিছু খেলোয়াড় থাকে যাদের দেখলে অন্যান্য খেলোয়াড়গুলো প্রেরণা পায়। মাশরাফি আর সাকিব দু'জনেই সেই মাপের খেলোয়াড়। সাকিবের অধিনায়কত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু মাশরাফির দলে না থাকাটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। হয়তো সে ইনজুরির কারণে খেলতে পারত না, কিংবা আবার ইনজুরিতে পড়ত। কিন্তু সে দলের জন্য অনেক বড় প্রেরণা।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

ভুভুজিলা বলেছেন: আমি মনে করি নির্বাচকেরা সঠিক কাজ করেছেন।

১০| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৩

সাদাকালোরঙিন বলেছেন: প্রত্যেক খেলো্য়াড়ই তার সাধ্যমত চেষ্টা করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। তাই অমুক খেলোয়াড় কি দিয়েছে বলাটা মোটেই উচিত নয় , শোভনও নয়।


মাশরাফির ইনজুরি দূর্ভাগ্যজনক। কিন্তু এজন্য সিলেকশন কোন ভাবেই দায়ী নয়। মাশরাফি বেশ কয়েকবার ইনজুরি থেকে ফিরে আবার খুব স্বল্প সময়েই ইনজুরিতে পড়েছে। তার উপর ব্যাটসম্যানের রিহ্যাব টাইমের চেয়েও একজন ফাষ্ট বোলারের রিহ্যাব টাইম অনেক বেশি। এবং যে ইনজুরিতে মাশরাফি পড়েছে সে ইনজুরিতে মাশরাফি আগেও পড়েছিল। সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে ফিরে এসেও ছন্দে ফিরতেও মাশরাফি বেশ কয়েক ম্যাচ সময় নিয়েছে। কিন্তু বিশ্বকাপ অল্প কয়েকটি ম্যাচের খেলা। তাই এখানে পরীক্ষা নিরিক্ষার সুযোগ কম। এমন কি মাশরাফি যদি ছন্দে ফিরতে ২/৩ ম্যাচও সময় নেয় তাতেই বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে।

তাই কোন যুক্তিতেই মাশরাফিকে বিশ্বকাপ দলে রাখা যেত না। একজন ইনজুরড মাশরাফির জন্য শুধু সমবেদনা ছাড়া দেশের মানুষের কিছুই করার নেই। নির্বাচকদের এই নির্বাচন আমার কাছে খুব পেশাদার ই মনে হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬

ভুভুজিলা বলেছেন: বিজ্ঞের মতো কথা বলেছেন।

নাপিতের দল এই খেলা নিয়েও হরতাল শুরু করেছে ;)

১১| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৩

কূপমন্ডুক বলেছেন: ঘটলা বলেছেন: .....কিন্তু একটা জিনিস ঠিকই দিয়েছে,

যখন আমরা বড় দলগুলোর কাছে গুটিয়ে থাকতাম, বাঘগুলো সব মাঠে নেমে বিড়াল হয়ে যেত, তখন ঐ বাঘের মত হুংকার দেয়া শিখিয়েছে। বাংলাদেশের পেস বোলিংকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে।


দলে কিছু খেলোয়াড় থাকে যাদের দেখলে অন্যান্য খেলোয়াড়গুলো প্রেরণা পায়। মাশরাফি আর সাকিব দু'জনেই সেই মাপের খেলোয়াড়। সাকিবের অধিনায়কত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু মাশরাফির দলে না থাকাটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। হয়তো সে ইনজুরির কারণে খেলতে পারত না, কিংবা আবার ইনজুরিতে পড়ত। কিন্তু সে দলের জন্য অনেক বড় প্রেরণা।

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭

ভুভুজিলা বলেছেন: সাদাকালোরঙিন এর মন্তব্য পরুন

১২| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৮

েশয়ারফান বলেছেন: @ঘটলা:যখন আমরা বড় দলগুলোর কাছে গুটিয়ে থাকতাম, বাঘগুলো সব মাঠে নেমে বিড়াল হয়ে যেত, তখন ঐ বাঘের মত হুংকার দেয়া শিখিয়েছে। বাংলাদেশের পেস বোলিংকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে।

ঘটলা কে + + +

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১

ভুভুজিলা বলেছেন: সাদাকালোরঙিন এর মন্তব্য পরুন

১৩| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৮

লুলু পাগলা বলেছেন: আপনার পোষ্টের সাথে সম্পূর্ন সহমত। পোষ্টে প্লাস।

আমি বুঝিনা মাশরাফি ইস্যু নিয়া এত হৈচৈ হয় কেন? মাশরাফির একেতো ফিটনেস নাই আবার পারফরম্যান্সও নাই বহুত দিন। তাই এরে নিয়া এতো আদ্যিখেতা দেখানোর কিছু নাই।

আবার, আরেক আশ্রাফুলের মত বলদরে দলে নেয়ার যুক্তি হইতেছে সে নাকি এক্সপেরিয়েন্স!! ব্যাটে রান নাই বহুত দিন তো এই বলদটার এক্সপেরিয়েন্স ধুইয়া কি আমরা পানি খামু!!

আশ্রাফুল বলদটারে দলে দেইখা কালকে থেকে মেজাজটা খারাপ হইয়া আছে। X( X(

প্রত্থম আলোর উটফল শুভ্রুর নিউজ পড়লেও মেজাজ খারাপ হইয়া যায়। ধইর‍্যা থাপ্রাইতে মন চায় বেকুবটারে X( X(

২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

ভুভুজিলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভাই একদম খাটি কথা বলেছেন।

আমরা দেশের চেয়ে খেলয়ার বড় করে দেখছি।আহত মাস্রাফিকে নিয়ে কিছু ব্লগার যেভাবে মাতম শুরু করেছে তাতে মনে হয়না আমাদের ক্রিকেটের উন্নতি হবে।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪১

স্বপ্নরাজ বলেছেন:

আমাদের বাঙ্গালীর এই এক দোষ,একটা খবর বেরুলে তার পিছু আন্ধার মতো দৌড়াতে হবে।


--বাংগালীর আর একটা ভয়ংকর দোষ আছে , অকৃতজ্ঞের সাথে সবকিছু ভুলে যাওয়া। 'মাশরাফি আমাদের কি দিয়েছে' এইরকম একটা ফালতু কথা বলে যেটা আপনি করলেন।

মাশরাফি যদি ইনজুরড থাকে তাহলে তাকে দলে না নেয়া ঠিক আছে।
এটাও ঠিক যে শেষ কয়েকটা ম্যাচে মাশরাফির বদলে সাকিব নেতৃত্ব দেয়ায় ভাল করেছে বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ দলটাকে বদলে দিছে মাশরাফি। সেদিন জাতীয় দলের এক প্রাক্তন অধিনায়ক বলছিলেন যে , আমরাও যে পারি এই বিশ্বাসটা ড্রেসিং রুমে ছড়িয়ে দিয়েছেিল মাশরাফি। মাঠে মাশরাফির বডি ল্যংগুয়েজই ছিল পরিবর্তনের হাওয়া ছড়ানো।
আর বোলার মাশরাফি এখনও বাংলাদেশে এক নম্বর। বাংলাদেশের লাস্ট ওয়ানডেতে সেটা সে দেখিয়েছেও।
বাংলাদেশকে জেতানো তার পার্ফম্যান্সগুলো একবার স্মরন করুন। এতো সহজে কি করে ভুলে যাই আমরা। ইনজুরড মাশরাফিকে দলে না রাখা যেতে পারে, কিন্তু
'মাশরাফি আমাদের কি দিয়েছে ?'----কতখানি অকৃতজ্ঞ আর কুৎসিত প্রশ্ন হতে পারে এটা!

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৪

ভুভুজিলা বলেছেন: ঠিক আছে মানলাম আমার বুজাতে ভুল হয়েছে।কিন্তু ব্রাদার এই খেলোয়াররা আমাদের আত্মীয় নয়।তাই ভাল পারফোম্যান্স করলেই আমরা তাদেরকে মাথায় নিয়ে নাচবো আর খারাপ করলে অন্যদেরকে সেই স্থানে টেনে আনবো।আমরা সবাই চাই বাংলাদেশ টিম একটি ভাল অবস্থানে আসুক।এখানে কৃতজ্ঞ বা অকৃতজ্ঞের কি আছে?তিনি কি বিনামুল্যে খেলেছেন????

কিন্ত এই আহত মাস্রাফিকে নিয়ে গত দুইদিন যা হচ্ছে এটাকে খেলোয়ারি সুলভ বলা যায়না।রাজনীতির মতো তার এলাকাতে হরতাল পর্যন্ত ডেকেছে!!

১৫| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৯

এম আই এইচ রাজন বলেছেন: দু:খিত আপনার কথায় আমি একমত হতে পারলাম না। কারন ম্যাশ এর বোলিং এবং ব্যাটিং গড় আপনি ভালো করে দেখেন। বাংলাদেশে আর কোন ফাষ্ট বোলারের এমন উজ্জলময় ক্যারিয়ার নেই। বর্তমানে বাংলাদেশের সকল ধরনের বোলিং লাইনে ৩য় সর্বোচ্চ উইকেট মাশরাফির। আর গত বার বিশ্বকাপে ভারতের সাথে ১ম ম্যাচে জয়ের মূল ভূমিকা রাখেন এই মাশরাফিই। আর আপনি সেই যায়গায় কিছুতেই ম্যাশ কে বাদ দিতে পারেন না।
আমার মতে ম্যাশ এখানে পুরোপুরি রাজনীতি শিকার।
ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৬

ভুভুজিলা বলেছেন: আমার মতে ম্যাশ এখানে পুরোপুরি রাজনীতি শিকার

তাই আপনারা হরতাল ডেকে বসলেন? :( :( :(

১৬| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০২

Atiqur007 বলেছেন: ভারতকে হারানোর জন্য মাশরাফিকে দরকার

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১১

ভুভুজিলা বলেছেন: তাহলে অন্য ১০ জনের করার কিছুই থাকেনা :P :P

১৭| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৫

Atiqur007 বলেছেন: ভারতকে হারানোর জন্য মাশরাফিকে দরকার

১৮| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০

রাজীব বলেছেন: মাশরাফির বড় গুন হলো ও প্রথম থেকেই আক্রমনাত্মক। যখন মাশরাফি খেলে তখন আফসুস হয় আমাদের যদি মাশরাফির মত আরেকজন থাকত!!

তাহলে প্রথম ১০ ওভারে বিপক্ষ দল ২০-৩০ এর বেশী রান করতে পারতো না।


আর ভারতের বিপক্ষে আমাদের যতগুলো জয়, সবগুলোতে মাশরাফির অবদান বেশী।

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১৩

ভুভুজিলা বলেছেন: এই খেলা একজন নির্ভর নয় ব্রাদার।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩

রাজীব বলেছেন: আইপিএলে মাশরাফি খেলার সুযোগ পেয়েছে কারন সে আমাদের দেশের সবচেয়ে ভালো খেলোয়ার।

আর আইপিএলে যেই ম্যচ মাশরাফির বোলিংয়ের কারনে দল হেরেছে সেটি আগে থেকেই হারা ম্যাচ বরং মাশরাফি দুই ওভার বোলিং করে ম্যচ জেতার মতো অবস্থায় চলে এসেছিল। তারপরও শেষ ওভার ভালো করতে না পারায় হেরেছে।

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২০

ভুভুজিলা বলেছেন: হুম #:-S

২০| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

মোঃ শরিফুল আলম বলেছেন: মাশরাফি থাকলে ভারত নিশ্চিত হারবে তাই উকে দলের বাহিরে রাখা হয়েছে

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২২

ভুভুজিলা বলেছেন: বলে ফেলুন এটা আওয়ামী লিগের ষরযন্ত্র!! =p~ =p~

২১| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩

প্রলাপ বলেছেন: শিরোনামের জন্য মাইনাস বাটন ছাড়াই মাইনাস

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৩

ভুভুজিলা বলেছেন: প্রলাপই যখন করছেন , রায় না মেনে আর উপায় কি :P

২২| ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

ব্লগার ইমরান বলেছেন: ভাই, আপনি মনে হয় ইদানিং খেলা দেখেন।তাই এমন অকৃতজ্ঞ-এর প্রশ্ন করলেন।
কি কি করেছে,তার হিসেব আপনাকে দেওয়ার দরকার নেই। কারন স্পষ্ট, আপনি খেলা বুঝেন না।
শুধু এইটুকু বলি, অন্যান্য দেশের খেলোয়াড়-রা, বাংলাদেশের দু-জন খেলোয়াড় কে যথেষ্ট সমীহ করে। ১:- সাকিব। ২: মাশরাফি।
এবং এটি ভারতের ক্রিকেট বোর্ডের কম্পিউটিং অপারেশেনর চীফ নিজেই স্বীকার করেছেন।( যাদের দায়িত্ব, কম্পিউটিং করে, আপর দলের দুর্বল, সবল দিক গুলো অবহিত করা।)।

আর একটা জিনিস যোগ করবো, যখন মাশরাফীর ১ম বা ২য় ওভারে একটু উইকেট পড়তো, ধরেই নেয়া হয়, বাংলাদেশ জিততে চলেছে।

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৩

ভুভুজিলা বলেছেন: আমি একদম নাদান দর্শক। #:-S

তা আপনি কোন দেশ থেকে ডক্টরেট নিয়ে এলেন বলুন দেখি। :-P :-P

এককাজ করুন রাকিবুল,সিডন্সকে সরিয়ে আপনি সিলেক্টরের বনে যান =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

আমি বলতে চাই বলেছেন: জি ভাই আপনি খুব ভালো বুঝেন!!!
জিবনে কোনোদিন বাংলাদেশের খেলা দেখছেন বৈলা তো মনে হয় না!
গত ও্য়ারলড কাপের সময় কই ছিলেন?

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৫

ভুভুজিলা বলেছেন: :-P :-P :-P :-P

২৪| ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫২

আমি বলতে চাই বলেছেন: জি ভাই আপনি খুব ভালো বুঝেন!!!
জিবনে কোনোদিন বাংলাদেশের খেলা দেখছেন বৈলা তো মনে হয় না!
গত ও্য়ারলড কাপের সময় কই ছিলেন?

২৫| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১১

শব্দ-সওয়ারী বলেছেন: ইনজুরড মাশরাফিকে দলে না রাখা যেতে পারে,
কিন্তু
'মাশরাফি আমাদের কি দিয়েছে ?'----কতখানি অকৃতজ্ঞ আর কুৎসিত প্রশ্ন হতে পারে এটা!

১০০% সহমত।

কতটুকু নির্লজ্জ আর বেঈমান হলে এমন প্রশ্ন করা যায়?

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

ভুভুজিলা বলেছেন: ;) ;) ;) ;)

২৬| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৭

সাকিব আল মাহমুদ বলেছেন: ----------------------------------

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

ভুভুজিলা বলেছেন: :| :| :|

২৭| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭

মামু্ন মামু্ন বলেছেন: ঘেয়ান.................

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫১

ভুভুজিলা বলেছেন: :((

২৮| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৭

ব্লগার ইমরান বলেছেন: লেখক বলেছেন: আমি একদম নাদান দর্শক। #:-S

তা আপনি কোন দেশ থেকে ডক্টরেট নিয়ে এলেন বলুন দেখি।

এককাজ করুন রাকিবুল,সিডন্সকে সরিয়ে আপনি সিলেক্টরের বনে যান


ভাই, আমি কোনো দেশ থেকে ডক্টরেট নিয়ে আসিনি। বরং একটি ক্রিকেট ক্লাবের সাথে জড়িত থাকায় এবং একজন ক্রিকেটার হিসেবে কিছু কিছু জানি।
আর একটা কথা স্পোর্টস পলিটিক্সের ব্যাপরটা জানেন তো? না জানা থাকলে অবশ্য এমন মন্তব্যই আসবে আপনাদের কাছ থকে।

আর বললেন সিডন্সের কথা, সেই বা কি করবে বলুন, যখন তার দেশ অস্ট্রেলিয়ায় িন্জুরী আক্রান্ত রিকি পন্টিং, মাইক হাসি এদেরকে নেয়। এমনকি মাইক হাসির এক ম্যাচও খেলার সম্ভাবনা নেই, তারপরেও নেয়া হয় তখন তার অবশ্যই এসব ব্যাপারে ভালোই জানা আছে। কিন্তু এটা তো বাংলাদেশ, তাই তাকে ওভাবেই কথা বলতে হবে যেভাবে বোর্ড তাকে জানিয়ে দিয়েছে।
আর আমাদের দেশের নির্বাচকেরা তো বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচক(!)। কারন যখন প্রতিবেশী রাষ্ট্র ভারতও তাদের ইন্জুরী আক্রান্ত শেবাগ,গাম্ভীর, কিছুদিন আগে ইন্জুরীতে পড়া শচীন-কে দলভুক্ত করে, তখন মানতেই হয় বিশ্বের টেস্টে রেংকে এক নাম্বারে থাকা, ওয়ানডেতে দুই নাম্বারে থাকা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা আসলেই বলদ(!)। নয় কি?

আর আপনি আমার কথার পারলে উত্তর দেন। এভাবে আউল-ফাউল কথা বলে পাশ কাটানোর চেষ্টা করবেন না।


২৯| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০০

ভুভুজিলা বলেছেন: আপনার ক্লাবের নাম জানলে বুজতাম ক্রিকেটের কতটা জানেন।

আপনি সেই রাজনীতি করেন বলেই এই আহত শাবক(সুস্থ্য থাকলে আমারও প্রিয় হতোনিয়ে ধুন ফুন বলে যাচ্ছেনণই

এক মাস্রাফিই ইন্ডিয়াকে হারাবে যে কিনা বলতে ফেলতেই পল্টি খায়।

এবার বলুন কাকে বাদ দিয়ে তাকে ঢুকাতে চাচ্ছে :-B :-B

৩০| ২১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:১৭

সাদাকালোরঙিন বলেছেন: @ব্লগার ইমরান :

মাঝে মাঝে ক্রিকেট খেলা বাদ দিয়ে একটু বুদ্ধির চর্চাও করেন। কে জানিয়েছে যে মাইক হাসির একটা ম্যাচও খেলার সম্ভাবনা নেই তবু তাকে টিমে রেখেছে ? মাইক হাসি কি অস্ট্রেলিয়ার ধর্মাবতার ? শুধু তার চেহারা দেখার জন্য টিমে রেখেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা ?


মাইক হাসির চিকিৎসক যে কিনা মাশরাফিরও চিকিৎসক সেই ডেভিড ইয়াং কি বলে দেখেন হাসির ফিরে আসা নিয়ে :

তাঁর কথায় মাইকেল হাসির উদাহরণও এল, ‘হাসিকেও তো অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে। অবশ্য কয়েক দিন আগে ওর অপারেশনটা আমি নিজেই করেছি। অবশ্য অপারেশনের আগে থেকেই জানতাম যে ছয় সপ্তাহের মধ্যে ও পুরোপুরি খেলার মতো অবস্থায় পৌঁছে যাবে। নির্বাচকদের তা বলেওছিলাম।



কি বুঝলেন ? হাসির কি ম্যাচ খেলার সম্ভাবনা ছাড়াই টিমে রেখেছে অস্ট্রেলিয়া ? হাসি স্বল্পতম সময়ে সুস্থ্য হয়ে উঠবেন এই নিশ্চয়তা পেয়েই তাকে টিমে রেখেছে অস্ট্রেলিয়া।

৩১| ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৩

আমি ছড়াকার বলেছেন: মাশরাফি তুমি দলে নাইতো কি হইসে আমাদের মনে তোমার জায়গা চিরদিনের।

Its a tribute to a great player of Bangladesh.

৩২| ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: আপনার 'মাসরাফি' হয়তো আমাদের ক্রিকেটকে কিছুই দেয়নি। কিন্তু আমাদের ক্রিকেটার 'মাশরাফি' কী কী দিয়েছে তার উত্তর অন্য ব্লগাররা তাদের মন্তব্যে দিয়েছেন।

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

ব্লগার ইমরান বলেছেন: @সাদাকালোরঙিন,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। তবে বুদ্বির চর্চা তো আমার চেয়ে আপনার বেশী করা দরকার বলে মনে করছি।
হাসির ব্যাপআরটা আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি। আপনার জানাটাও মিডিয়ার মাধ্যমে। তাই আমি এই ব্যাপারে মন্তব্য করছি না। কেনো করছি না সেটা বুঝার কথা।

আচ্ছা, এখন যদি বিশ্বকাপের সময় হাসি খেলতে না পারে কোনো কারনে তবে কি হবে? বলবেন ৮ ফেব্রুয়ারী পর্যন্ত ত সময় আছে। তাই না।হ্যা,তাই।
তবে এই ব্যাপারটা মাশরাফীর ব্যাপারে করা হলো না কেনো?
মাশরাফি-তো নির্বাচকদের বলেছেই যে আমি নির্দিষ্ট সময়ের আগেই সুষ্হ হয়ে যাবো। এবং মাশরাফি তার প্রমানও দিচ্ছিলো। এক সপ্তাহ পরে তার মাঠে নামার কথা সেখানে সে ৫ দিনের মাথায় মাঠে নেমে অল্প রান-আপে বোলিং করা শুরু করে। এমনকি যেদিন দল ঘোষনা করা হয়,সেদিনও তিনি মাঠে দৌড়িয়েছিলেন। আর মাশরাফির বেলায় তো এরকম ব্যাতিক্রম সম সময় ঘটে আসছে, ফিজিও তাকে যে সময় দিয়েছে, তার অনেক আগেই সুস্হ হয়ে মাঠে নেমেছে।
আচ্ছা বুঝলাম, সে ৮ ফেব্রুয়ারী আগেও সুষ্হ হতে পারলো না। তখন না হয় অন্য খেলোয়াড় বিবেচনা করা যেতো। এতে মাশরাফিও ব্যাপারটা ঠিকই অনুভব করতো।
কিন্তু নির্বাচকেরা তাকে সে সুযোগ দিলেন কই।?

@ লেখক, আমি আপনাকে বলেছি, পারলে কথার উত্তর দিবেন। পাশ কাটানোর চেষ্টা করবেন না। আর উত্তর দিতে না পারলে মন্তব্য করারও দরকার নেই।

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

পৃথিবীর আমি বলেছেন: েশয়ারফান বলেছেন: @ঘটলা:যখন আমরা বড় দলগুলোর কাছে গুটিয়ে থাকতাম, বাঘগুলো সব মাঠে নেমে বিড়াল হয়ে যেত, তখন ঐ বাঘের মত হুংকার দেয়া শিখিয়েছে। বাংলাদেশের পেস বোলিংকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে।

ঘটলা কে + + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.