![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
সাইকেল একটি পরিবেশ বান্ধব বাহন, এর সঠিক ব্যবহার করুন।
“ভ্রমণ বাংলাদেশ” আয়োজিত
“সাইকেলের গল্প লিখ- উপহার জিতো”
আমরা সবাই ভ্রমণ করতে ভালবাসি। নানা মাধ্যমের ভ্রমণের অন্যতম মাধ্যম হচ্ছে সাইকেল।
আমাদের দেশের সকল বয়সীরা সাইকেলে দেশে-বিদেশে ভ্রমণ করেছেন। সেই ভ্রমণ কাহিনী
ছড়িয়ে আছে দেশ-বিদেশের নানা প্রান্তে।
“ভ্রমণ বাংলাদেশ” সেই ভ্রমণের গল্প গুলো এক করে সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। তাই আপনাদের দেশ-বিদেশে সাইকেলে করা ভ্রমণ কাহিনী গুলো আমাদের কাছে পাঠিয়ে জিতে নিতে পারেন সাইক্লিং এর নানা উপহার। তাই আর দেরী নয় বসে পরুন কম্পিউটারে, ল্যাপটপে বা
কাগজ হাতে। ১০ ছবি সহ কমপক্ষে ৬০০ শব্দের একটা লেখা পাঠান আমাদেরকে। আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলি আপনাদের লেখার বিচার করে আপনাদের লেখাকে সেরা লেখা বিবেচনা করবে। তারপর এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেয়া হবে উপহার সামগ্রী।
লেখার বিভাগঃ
১.বাংলাদেশ-ক) প্রথম পুরষ্কার খ) দ্বিতীয় পুরষ্কার গ) তৃতীয় পুরষ্কার
২.সার্ক-ক) প্রথম পুরষ্কার খ) দ্বিতীয় পুরষ্কার গ) তৃতীয় পুরষ্কার
৩.সমগ্র বিশ্ব-ক) প্রথম পুরষ্কার খ) দ্বিতীয় পুরষ্কার গ) তৃতীয় পুরষ্কার
বিশেষ পুরষ্কারঃ সবচাইতে কম বয়সীর জন্য থাকছে একটি পুরষ্কার
লেখা আর ছবি পাঠানোর শেষ তারিখঃ ১৫/০৮/২০২২
লেখা আর ছবি পাঠানোর ঠিকানা:
[email protected]
জরুরী প্রয়োজনেঃ ০১৭১১-২৭৭২৫০ ও ০১৯১১-৯৭২০৭৯
২| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: জানলাম।
০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:২৬
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: জানলে হবে? লেখা দিতে হবে না?
৩| ০৯ ই জুলাই, ২০২২ ভোর ৪:৫৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: সারা বাংলাদেশ প্রথমবারের মত যিনি সাইকেলে ঘুরেছিলেন, উনার নাম খুব সম্ভবত সাইদ। উনার সাথে কি আপনাদের কারও যোগাযোগ আছে। আমার আগে টুকটাক রাইড হতো ঢাকার ভিতরে, উনার সাথে করেই প্রথম ঢাকার আশেপাশের জেলা গুলিতে বেশ কিছু রাইড দিয়েছি।
সাইকেল ছেড়েছি সেই ২০১৬ সালে। যখন সাইকেল চালাতাম, তখন নিজেকে খুব হিরো হিরো মনে হতো। এখন বিরক্ত লাগে। সেটা নিয়ে ব্লগে একদিন লিখবো। তবে সেই লেখা আপনাদের প্রতিযোগীতায় পাঠানোর উপযোগী হবে না।
০৯ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: মানুষের লেখা আগ্রহ কমে গেছে। আর পড়ার আগ্রহ আরো বেশি কমে গেছে। লেখা পাঠান বলা তো যায় না কপালে হয়তো একটা পুরষ্কার জুটেও যেতে পারে।
৪| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: মানুষের লেখা আগ্রহ কমে গেছে। আর পড়ার আগ্রহ আরো বেশি কমে গেছে। লেখা পাঠান বলা তো যায় না কপালে হয়তো একটা পুরষ্কার জুটেও যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো সাইকেলে চড়ে শুধু স্কুলে গেছি আর
আসছি বাসায়। এটাতো ভ্রমন নয়। তা ছাড়া
ওই সময়ে মোবাইল ছিলোনা তাই ছবিও তোলা
হ্য় নাই। আমি বিকন সাইকেল চালাতাম
এইটুকু মনে আছে।