নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে ?

আমি কে?

আমি কে ? › বিস্তারিত পোস্টঃ

যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্য থাকে:|

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজনবৃদ্ধ ব্যক্তি বসে আছেন।তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, ‘আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না,কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন,আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি।

তারা জিজ্ঞেস করলেন‘ বাড়ির কর্তা কি আছেন?’ মহিলা বললেন,’না’। ‘তিনি বাইরে গেছেন।’

‘তাহলে আমরা আসতে পারবো না।‘

সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন,'যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি।‘

মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন।কিন্তু তারা বললো,‘আমরা এভাবে যেতে পারি না।'

মহিলা জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি সমস্যা?’

বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন,’আমাদের মধ্যে একজনের নাম সম্পদ।‘ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন,’তার নাম সাফল্য এবং আমি ভালবাসা।এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন।'

মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন,'আসাধারন! ­ চল আমরা সম্পদকে ডাকি,তাহলেআমরা ধনী হয়ে যাব!'

তার স্ত্রী এতে সম্মতি দিলেন না,’নাহ,আমার মনেহয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত।'তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলো। সে বলে উঠলো,'তোমাদের কি মনে হয় না আমাদের ভালবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ন হয়ে উঠবে।'

লোকটি বললো,‘ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো, তুমি বাইরে যাও এবং ভালবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো।‘

মহিলাটি বাইরে গেলেন এবং বললেন’আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন,আপনিই আমাদের অতিথি।'ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং বাড়ির দিকে হাটতে শুরু করলেন,বাকী দুজনও উঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন।

মহিলাটি এতে ভীষন অবাক হয়ে গেলেন এবং বললেন,'আমিতো শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসারআমন্ত্রন জানিয়েছি,আপনারা ­ কেন তার সাথে আসছেন?’

বৃদ্ধ লোকেরা বললো,'আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রন করতেন তবেআমাদের বাকী দুজন বাইরেই থাকতাম,কিন্তু আপনিযেহেতু ভালবাসাকে আমন্ত্রন জানিয়েছেন,সে যেখানে যায়,আমরা দুইজনও সেখানেই যাই।

যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্য থাকে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ফরিদ আলম বলেছেন: চমতকার। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

বটের ফল বলেছেন: চমৎকার।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মোঃ ওমর শরীফ বলেছেন: সুন্দর পোষ্ট।।

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৯

zaki642 বলেছেন: বেপোক গিয়ান লাভ কোরিলাম !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.