নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে ?

আমি কে?

আমি কে ? › বিস্তারিত পোস্টঃ

১৯৮৭ সাল, ৭৪ বছর বয়স্ক একজন রিকশাওয়াল.... :|

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

১৯৮৭ সাল, ৭৪ বছর বয়স্ক একজন রিকশাওয়ালা যার নাম হল Bai Fangli, তিনি তার গ্রামের বাড়িতে চলে এলেন আগের কাজটি করতে, যা তিনি রিক্সা চালানোর আগে করতেন। গ্রামে এসে তিনি দেখলেন, তার গ্রামের ছোট ছোট শিশুরা কাজ করছে পড়ালেখার পরিবর্তে।/:)



তিনি আবার তার আগের কর্মস্থলে ফিরে গিয়ে রিক্সা চালানো আবারও শুরু করলেন এবং তার প্যাসেঞ্জারদের আগের থেকে বেশি সুবিধা দিয়ে দিনের প্রায় ২৪ঘন্টাই তিনি রিক্সা চালাতেন। উপার্জিত অর্থ থেকে সামান্য পরিমাণ খরচ করতেন খাওয়ার জন্য আর পরতেন পুরাতন কাপড়-চোপড় মানুষের ফেলে দেওয়া। তিনি তার এ উপার্জন দিয়ে দিতেন সেই সব শিশুদের যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না। /:)



২০০১ সালে, তিনি Tianjin YaoHua Middle School গিয়ে তার টাকা দিলেন। ৯০ বছরের কাছাবাছি সময়ে, তার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের তিনি বললেন, “আমি এখন আর কোন কাজ করতে পারি না।” সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা তার এ কথা শুনে কেঁদে দিলেন।:((:((



Bai Fangli প্রায় ৩৫০,০০০ ইয়েন দান করে প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীর পড়ালেখার খরচ চালিয়ে ছিলেন। :|



একজন অশিক্ষিত রিক্সাওয়ালা হয়ে বাঁই ৩০০ জন্য ছাত্র-ছাত্রীকে শিক্ষিত করেছিলেন। আর আমরা? /:)/:)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

এহসান সাবির বলেছেন: আমরা কোন কাজেরই না....

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

আমি কে ? বলেছেন: :(

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

রমিত বলেছেন: এ কোন সমাজ, যে শিশুদের পড়ালেখার নিশ্চয়তা দিতে পারেনা?

বাই ফাঙলীর মতো দেবতুল্য মানুষও এই পৃথিবীতে আছে!!

বাই ফাঙলীর কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেয়া উচিত।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

বেকার সব ০০৭ বলেছেন: Bai Fangli কে আমার অন্তরের অন্তস্থল তেকে স্যালুট জানাই

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

কিছু বলার নেই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.