নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারে চিনিতে চাহে যে আমি চিনিনা তাহারে

শিখতে চাই অনেক কিছু

ওয়াহী

আমি সুখী মানুষ। রাজনীতি ভালোলাগেনা।

ওয়াহী › বিস্তারিত পোস্টঃ

দুঃখ বিলাসী

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

আমি দুঃখ বিলাসী, হৃদয়ে জমে থাকা সুখ স্বপ্নগুলোকে

গুডবাই জানাতে চাই .....

মাঝে মাঝে বুকের লালায়িত স্বপ্নগুলি

মিথ্যে আলেয়ার অভিনয় করে

আর আমাকে দাড় করিয়ে দেয় অমোঘ এক বাস্তবতায়।

ঠায় দাড়িয়ে হৃদয়ে রক্তক্ষরনের শব্দ শুনতে পাই,

অনুভব করি আমার পিঠে পড়তে থাকা

অদৃশ্য এক চাবুকের ক্রমাগত আঘাত।

ভাবি বিজ্ঞান আজ অনেক কিছুর জন্ম দিয়েছে

এই বিজ্ঞান কি পারবে একটি সুইচ আবিস্কার করতে ?

যে সুইচ টিপলে বন্ধ হবে হৃদয়ের রক্তক্ষরন।

দুঃস্বপ্ন চোখে ভীড় জমায়,

বিভীষিকাময় অতীত স্মৃতিতে খেলা করে

সাপের মত ফনা তুলে বিষদাত বের করে হাসতে থাকে

অপ্রিয় সেই মুহুর্তগুলো ।

আরেকদিকে সেই দুঃখ কে সাথী করে

ধুসর বাসনাগুলো আমায় হাতছানী দেয়

জীবনপথে এগিয়ে যাবার ।

সুখ দুঃখের বোঝাপড়ায় সংঘর্ষ বাধে

আমার চিত্ত দুঃখকে আলিঙ্গন করতে প্রলুদ্ধ করে

আমিও শত দুঃখের মাঝে হাসতে চাই পুষ্পের হাসি

কারন আমি যে দুঃখ বিলাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.