নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৩১১২৭

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

দ্যাখো এই অন্ধ রাত্রি উন্মন হয়ে আছে সূর্যোদয়ের প্রতীক্ষায়,

সবুজে মেলবে বলে মুগ্ধ দৃষ্টি।

চেয়ে থাকে ঠায় দিগন্ত বরাবর

উষ্ণ উজ্জ্বল সূর্য কিরণে মেলে দেবে পাতায় পাতায় জমা অশ্রু শিশির,

নীলের মাঝে গোপনে রাখবে বলে ব্যাথা নক্ষত্ররাজি।

যেমন আমি চাই রেখে দিতে তোমায় অলিন্দে নিলয়ে,

সিক্ত পক্ষ্ণ ডোবাতে চাই ভালবাসা ওমে,

বৃষ্টি নামাতে চাই পেলবতা মাখা ত্বকে।

মনে হয় যেন সময় অন্ধ সময় বধির

সময় দূরবীক্ষণে রেখেছে তোমায়,

আহত আর্তনাদে হাহাকারে বধির হয়ে রয়।

ভালোলাগায় বিমূর্ত একটা আধটা মুহূর্ত ভালবাসার সাথে...

রেখেছে বন্দী করে দৃষ্টিসীমার বাইরে।

অনুভবে যুগান্ত তৃষ্ণা

বুঝিবা তলিয়ে যায় পংকিলে,

জোছনা হারিয়ে যায়,

এসে যায় পাতা ঝরা দিন,

শুভাশিষ মিশে যায় বুঝি আমার কানন ছেড়ে বুনোফুলে।

সঞ্চিত সাধে মেশে প্রতীক্ষার বিষফল,

পাথর সময় মাথা কুটে ফেরে পুজারী হৃদয়,

ঝর্ণার জল নদী হয়ে মিশবে মোহনায়,

দুর্যোগে উপদ্রত উপকূল পাবে সুপেয় জল।

তাল লয় সুরে কথামালায়, শুধু বেসুরো দীর্ঘশ্বাস আর

ইথারের বায়বীয় সংকেত জমা হয়।

দ্যাখো তবু এখনও এই অন্ধ রাত্রি বসে রয়

প্রতীক্ষায়, বুঝিবা বন্ধ কালের চাকায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.