![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতীক্ষার ফরমালিনে ডুবিয়ে রাখো হেমন্তের বিকেলগুলি
দৃষ্টিতে শ্রবণে লাগিয়ে রাখো তালা,
তোমাকে দেখি না তাই প্রতিটা রাত জাগা ভোর হয়ে যায় নিছক সাদা-কালো।
তখন আমার হাসি ম্লানময়,
আমার কন্ঠে জড়তা,
দৃষ্টিতে শুণ্যতা,
আমি চলি আমার ছায়া পড়ে রয় স্থবির ।
আমি নীলে ডুবিয়ে ছিলাম তোমার নাম,
আলোয় এসে হয়েছে তা দিগন্তজোড়া রঙধনু,
আমি ছেড়ে যেতে চেয়েছি তোমার পরিসীমা কিন্তু
বিন্দু হয়ে রয়ে গেছি বৃত্তের ভিতর।
আমি আমার সর্বস্ব ডুবিয়ে এনেছি পংকিলে তবু দেখো
রয়ে গেছি একান্ত তোমারই।
যুগান্ত কালব্যাপী পুষে রেখছি আকাশছোঁয়া দাবানল
অথচ এখন এক অনুপলমাত্র আমার হৃদয়কে বাঁধতে পারি না কিছুতে।
পারি না।
পারি না।
সময় এসে কাঁটাতার বুনে রাখে আমার পথে,
এমনকি রাজপথ থেকে রাজপ্রাসাদ অবধি
আমার এ বিচ্ছেদ বিরহে হয়েছে একাট্টা।
দাবী আদায়ের আন্দোলন দোলায় আমার পুষ্পরথ।
যদিও বাহ্যত এ সবের সাথে আমার কোন সংশ্লেষ্টতা নেই তবু
এ দুর্বার বাধায় মন খুঁজে পায় গভীর ভালবাসার বন্দনা বাণী।
দগ্ধ, শুদ্ধ প্রেম।
পৃথিবীর সবখানে, সব তানে, প্রতি আবর্তনে
আমাদের প্রণয় পাবে
বিচ্ছেদের মন্ত্রণায় সিদ্ধ অবিচ্ছেদ্য প্রেম, বহু জনমের।
সব জনমের।
©somewhere in net ltd.