নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৩১১১৮

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

কখনও কখনও ক্রোধে কান্নায় চিৎকার করে বলি ভালবাসি,

কখনও গোপনে মনে মনে বলি,

সারাটি দিন মুখোমুখি বসে ভালবাসি বলবার সাধ ভার হয়ে থাকে,

ইচ্ছে করে দৃষ্টির কাছে তুলে দিয়ে ভালবাসার ও ভালবাসি বলবার দায়ভার,

আমরা দুজনা মুখোমুখি হয়ে যাব আনমনা

অথচ সেই কবে থেকে অসহ্য যন্ত্রণায় ডুবে ডুবে

অবচেতন মনও হয়েছে অচেতন ।

ভালবাসা বুদবুদ মিলায় অন্ধকারে

একা একা,

চেয়ে থেকে থেকে প্রতীক্ষায়

দৃষ্টি হয়েছে ঝাপসা,

ক্ষরণে হয়েছে নিরবধি নদী,

লোনাজল ছলকায় জোছনায়,

পূর্ণিমা এসে ডুবে যায় নিঃসংগতায়।

ভালবাসা নিয়ে থাকো দূরে,

পুড়ে যায় বেহুলা বাসর

তবু উদাসীন

প্রতিদিন

অশ্রুবিহীন।

ভালবাসবার দায় হারিয়ে যায় বুঝি পারিপার্শ্বিকতায় আর

আমাকে দাও স্থবির সংশয়,

বোধে ও ভালবাসায়;

ডুবাও বিস্বাদ বিষাদে,

পোড়াও অসহনীয় অবহেলায়।

আমি পুড়ে যাই,

ডুবে যাই,

ভেসে যাই,

তুমি হেসে হেসে দূরে যাও,

সুরে সুরে হেসে যাও।

তোমার সংগীতে, ভংগিতে বেমানানরকম বেসুরো নির্মমতা,

অথচ তোমার কাছে জমা আমার পূর্বাপর প্রেম,

আপামর ছন্দগীতের স্বরলিপি,

বস্তুগত লৌকিকতা,

অপাপবিদ্ধতার শপথ,

অপার্থিব চিত্তবাসনা এবং

তোমার কাছেই জমা আমার সব টুকু তুমি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.