নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৩১১১৫

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

এখন ঘুঘু ডাকা ঘোর দুপুর,

আকাশের নীলের মধ্যে মেঘের সারি,

মনে হয় যেন দিগন্ত ছুয়ে ঘন সবুজ পাহাড়ের বন...

যেখানে আমি ভেবে রেখেছি আমাদের ঘর বাড়ি।

বিস্তির্ণ বন্ধুরতায় আমাদের বুকে জমানো 'কষ্ট বহ্নি' থেকে

জ্বালবো অজস্র অনির্বাণ দীপালী প্রতি জোছনার দেওয়ালী উৎসবে।

সে আগুন ঝরা আলোয়

হবে পরস্পর শুভদৃষ্টি বিনিময়, প্রতিদিন।

আঁচলে শুকাবো ঘাম,

কাজলে মেশাবো নাম,

অধরে উষ্ণতা,

বোধে প্রশান্তি আর

ভাবনাতে ভালবাসা।

শুধু ভালবাসা।

অথচ ভালবাসার এই অগ্নিগিরির শহরে এমন দৃষ্টি ঝলসানো দুপুরে

আমি ডুবে আছি অন্ধকারে ।

আমি তার অগ্নুৎপাতের পাচ্ছি না কোন শব্দ।

যুগান্ত দাবানলের দহনে বরং

যোগ হয়েছে হোমাগ্নি, এক হাস্যোজ্জ্বল নারীর মুখচ্ছবিতে।

এই যে পৃথিবীর পথে পথে সবুজ পাতায় ঝকঝক করে ওঠে রৌদ্র

আশু শীতেই তারা ঝরে যাবে আগামী ফাল্গুনে ফিরবে বলে

নব জনমে,

নব সবুজ নিয়ে নবঘনের নিচে।

গ্রীষ্মে,

বর্ষায়,

শরতে,

হেমন্তে

আবারও হাসবে,

ভিজবে,

জোছনা মাখাবে,

জৈবিকতর অংশ হিসেবে জিরোবে মেঘের ছায়ায়।

শুধু তোমার আগমনী বার্তায় এখনও মিশে আছে প্রতীক্ষার কাঁটা।

হৃদয়ে অবিশ্রান্ত রক্ত ক্ষরণ,

অতি গোপন অশ্রু আহরণ,

অস্তিত্ব জুড়ে আলোড়ন

যেনবা দূরদেশ চলে গেছে সব দুরন্ত শিহরণ...

অজানা কারনে বা

অকারণ।

এসো এই জনমের বাকী দিন ভিজি ভালবাসায়,

ভাসি জোছনায়

আমরা যুগল যুগপৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.