নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৩১৬১২

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

পার্বণগুলি তুমিহীন হয়ে যায় নিতান্ত সাদামাটা/

তুমি বিনা আটপৌরে দিন ভরাট হয়ে থাকে বিষন্নতায়/

তোমায় ভাববো না ভেবে ভেবেও ভাবনায় বিভোর এক একটা দিন/

তোমাকে দিতে চাই ভালবাসা করে/

যতগুলো বিকেল,/

যতোগুলি মুষলধারা বাদলের দিন/

যতগুলি জ্যোৎস্না,/

মুগ্ধ সকাল/

বহু বহু গুণ করে।/

উৎসব মুখর শহরে আমার বিষন্নতা লুকাতে চাই/

জনারণ্যে ঢেকে রাখি একাকীত্ব/

তুমি বিহীন সব শহর, নগর, বন্দর, জনপদ/

বিশেষত্বহীন।/

যে যুগল পরস্পরকে দিয়েছে হাতে হাত রাখার অধিকার/

তাদের কাছে যাই না আশীর্বাদ কুড়াতে/

কবল প্রতীক্ষার প্রহরগুলিকে দিতে চাই স্বল্পায়ুতার শাপ।/

এই মুহূর্ত থেকে প্রতীক্ষা কষ্টকে ভুলিয়ে দিতে চাই পুনর্বার ফিরে আসার পণ, পথ ও প্রত্যাশা।/

প্রথিতযশা করে তুলতে চাই প্রণয়, প্রাণে।/

চুম্বনেরে দিতে চাই দুঃসময়ের দীর্ঘতা।/

তোমাকে জড়াতে চাই এমনকি ভুলেও।/

চোখের তারাকে দিতে চাই অনির্বাণ করে/

ভালবাসা নক্ষত্রের দ্বৈত আকাশ আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.