![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ঘুম কুয়াশা,
শীতার্ত ধূসর দিন,
মিশে থাকে দারুন আহ্বান যুগলের তরে,
স্বেচ্ছাবন্দি থাকার,
নেশাতুর দৃষ্টি দেখার,
ভালবাসা মাখিয়ে রাখার,
গড়ে তোলা প্রাসা্দ..
আস্থার,
আশার।
যার এমন প্রহর রয় প্রতীক্ষার প্রহরায়,
বেমানান নিঃসঙ্গতায়,
কিংবা বিষাদ বিষ মেশে সকল ভঙ্গীতে, সুরে, সঙ্গীতে,
তার তরে ব্যঞ্জনাময় প্রেম,
বহু বহু পৌষের আস্তরিত শীতলতা জয়ী উষ্ণ আদর,
চৈতন্যে মরুময়তাএ মেশাতে ষোড়শী সবুজ,
চলে এসো এই বেলা মেটাতে হৃদয়ের দায়,
অনুভবে মেশাতে শ্রেষ্ঠ শিহরণ।
©somewhere in net ltd.